‘উইকেন্ড কা ওয়ার’এ সলমন খান নিক্কিকে দেবেন ধমক, অভিনবের কোলে বসার জন্য!   

‘উইকেন্ড কা ওয়ার’এ সলমন খান নিক্কিকে দেবেন ধমক, অভিনবের কোলে বসার জন্য!

বিগ বস ১৪ ‘উইকেন্ড কা ওয়ারে’ সলমন খান নিক্কি তাম্বোলিকে ভীষণভাবে কথা শোনাবেন। টাস্ক চলাকালীন নিক্কি অভিনব শুক্লার কোলে বসে পড়েছিল, এমন আচরণের জন্য সলমন কথা শোনাবেন নিক্কিকে।

‘উইকেন্ড কা ওয়ার’এ সলমন খান নিক্কিকে দেবেন ধমক, অভিনবের কোলে বসার জন্য। ‘বিগ বস’ এ প্রতিদিন প্রতিযোগিদের নিত্য নতুন রুপ উঠে আসছে। তবে নিক্কি তাম্বোলির স্বভাব শুরু থেকে একই আছে, শো’য়ে টিকে থাকার জন্য সাত পাঁচ না ভেবেই নানা কান্ড করে বসেন নিক্কি তাম্বোলি। এবার টাস্ক চলাকালীন অভিনব শুক্লার কোলে বসে পড়ার জন্য সলমন খানের কাছে ধমক খাবেন নিক্কি তাম্বোলি।

টাস্ক চলাকালীন অভিনবের কোলে বসে পড়েছিলেন নিক্কি তাম্বোলি    

‘উইকেন্ড কা ওয়ার’এ সলমন খান নিক্কিকে দেবেন ধমক, অভিনবের কোলে বসার জন্য। ‘বিগ বস’ যত এগোচ্ছে তত শো’য়ে টিকে থাকতে নিজেদের আসল রঙ সামনে আনছেন প্রতিযোগিরা, এতদিন অনেকেই অভিনব শুক্লাকে হালকা ভাবে নিচ্ছিল, কিন্তু এজাজ খানের পর ফিনালে উইকে দ্বিতীয় স্থানে যায়গা করে নিয়েছেন অভিনব শুক্লা।

আরো পড়ুন: বিগ বসের ঘর থেকে সপ্তাহের মাঝেই চলে গেলেন অভিনেতা আলি গোনি!

সলমন খান অভিনব শুক্লার প্রশংসা করবেন

শনিবার ‘উইকেন্ড কা ওয়ার’ এ সলমন খান অভিনব শুক্লার প্রশংসা করবেন৷ অপরদিকে নিক্কি তাম্বোলিকে তাঁর আচরণের জন্য কথা শোনাবেন। বোট টাস্কে জ্যাসমিন আউট হয়ে যাওয়ার পর শেষ রাউন্ডে অভিনব শুক্লা এবং নিক্কি তাম্বোলি বোটে ছিলেন, নিক্কি অনেক চেষ্টা করেও অভিনবকে সিট থেকে সরাতে না পেরে অভিনবের কোলে বসে পড়ে, এই ঘটনাকে একেবারেই ভালো ভাবে নেননি সলমন খান।

শনিবার নিক্কির ক্লাস নেবেন সলমন খান

তিনি নিক্কিকে জানান ন্যশানাল টেলিভিশনে এমন ভাবে কিকরে সে কোলে বসে পড়ল, যা শুনে নিক্কি ক্ষমা চায় এবং জানায় শো’য়ে টিকে থাকতে টাস্কে জেতার জন্য সে এমন করেছে, কিন্তু তাঁর কোনো কথাই শুনতে চাইবেন না সলমন খান। এটাই প্রথম নয় এর আগেও টাস্কে জেতার জন্য রাহুল বৈদ্য সামনে থাকা নিক্কি  মাস্ক নিজের প্যান্টে ঢুকিয়ে ফেলেছিলেন, সে সময়েও সলমন খান বকা দিয়েছিলেন নিক্কিকে।

এবার আবার এমন কাজ করায় নিক্কিকে সকলের সামনে কথা শোনান সলমন। পাশাপাশি প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার জন্যও শনিবার নিক্কির ক্লাস নেবেন সলমন খান। অপরদিকে কবিতা কৌশিকের হঠাৎ ঘর থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গেও ভীষণ রেগে যাবেন সলমন খান। মোটামুটি এই সপ্তাহের উইকেন্ড কা ওয়ারে সলমন খানের রাগ দেখা যাবে প্রতিযোগিদের উপর।

আরো পড়ুন: ‘উইকেন্ড কা ওয়ার রুবিনা দিলেককে সমর্থন করে জ্যাসমিন ভাসিনকে কটাক্ষ সলমন খানের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *