বিগ বস ১৪ ‘উইকেন্ড কা ওয়ারে’ সলমন খান নিক্কি তাম্বোলিকে ভীষণভাবে কথা শোনাবেন। টাস্ক চলাকালীন নিক্কি অভিনব শুক্লার কোলে বসে পড়েছিল, এমন আচরণের জন্য সলমন কথা শোনাবেন নিক্কিকে।
‘উইকেন্ড কা ওয়ার’এ সলমন খান নিক্কিকে দেবেন ধমক, অভিনবের কোলে বসার জন্য। ‘বিগ বস’ এ প্রতিদিন প্রতিযোগিদের নিত্য নতুন রুপ উঠে আসছে। তবে নিক্কি তাম্বোলির স্বভাব শুরু থেকে একই আছে, শো’য়ে টিকে থাকার জন্য সাত পাঁচ না ভেবেই নানা কান্ড করে বসেন নিক্কি তাম্বোলি। এবার টাস্ক চলাকালীন অভিনব শুক্লার কোলে বসে পড়ার জন্য সলমন খানের কাছে ধমক খাবেন নিক্কি তাম্বোলি।
টাস্ক চলাকালীন অভিনবের কোলে বসে পড়েছিলেন নিক্কি তাম্বোলি
‘উইকেন্ড কা ওয়ার’এ সলমন খান নিক্কিকে দেবেন ধমক, অভিনবের কোলে বসার জন্য। ‘বিগ বস’ যত এগোচ্ছে তত শো’য়ে টিকে থাকতে নিজেদের আসল রঙ সামনে আনছেন প্রতিযোগিরা, এতদিন অনেকেই অভিনব শুক্লাকে হালকা ভাবে নিচ্ছিল, কিন্তু এজাজ খানের পর ফিনালে উইকে দ্বিতীয় স্থানে যায়গা করে নিয়েছেন অভিনব শুক্লা।
আরো পড়ুন: বিগ বসের ঘর থেকে সপ্তাহের মাঝেই চলে গেলেন অভিনেতা আলি গোনি!
সলমন খান অভিনব শুক্লার প্রশংসা করবেন
শনিবার ‘উইকেন্ড কা ওয়ার’ এ সলমন খান অভিনব শুক্লার প্রশংসা করবেন৷ অপরদিকে নিক্কি তাম্বোলিকে তাঁর আচরণের জন্য কথা শোনাবেন। বোট টাস্কে জ্যাসমিন আউট হয়ে যাওয়ার পর শেষ রাউন্ডে অভিনব শুক্লা এবং নিক্কি তাম্বোলি বোটে ছিলেন, নিক্কি অনেক চেষ্টা করেও অভিনবকে সিট থেকে সরাতে না পেরে অভিনবের কোলে বসে পড়ে, এই ঘটনাকে একেবারেই ভালো ভাবে নেননি সলমন খান।
শনিবার নিক্কির ক্লাস নেবেন সলমন খান
তিনি নিক্কিকে জানান ন্যশানাল টেলিভিশনে এমন ভাবে কিকরে সে কোলে বসে পড়ল, যা শুনে নিক্কি ক্ষমা চায় এবং জানায় শো’য়ে টিকে থাকতে টাস্কে জেতার জন্য সে এমন করেছে, কিন্তু তাঁর কোনো কথাই শুনতে চাইবেন না সলমন খান। এটাই প্রথম নয় এর আগেও টাস্কে জেতার জন্য রাহুল বৈদ্য সামনে থাকা নিক্কি মাস্ক নিজের প্যান্টে ঢুকিয়ে ফেলেছিলেন, সে সময়েও সলমন খান বকা দিয়েছিলেন নিক্কিকে।
এবার আবার এমন কাজ করায় নিক্কিকে সকলের সামনে কথা শোনান সলমন। পাশাপাশি প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার জন্যও শনিবার নিক্কির ক্লাস নেবেন সলমন খান। অপরদিকে কবিতা কৌশিকের হঠাৎ ঘর থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গেও ভীষণ রেগে যাবেন সলমন খান। মোটামুটি এই সপ্তাহের উইকেন্ড কা ওয়ারে সলমন খানের রাগ দেখা যাবে প্রতিযোগিদের উপর।
আরো পড়ুন: ‘উইকেন্ড কা ওয়ার’ এ রুবিনা দিলেককে সমর্থন করে জ্যাসমিন ভাসিনকে কটাক্ষ সলমন খানের!
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More