অবসর ভেঙে সলমন খানের টিমের হাত ধরে ক্রিজে দেখা যাবে ইরফান পাঠানকে

 

ইরফান পাঠানকে ক্রিজে দেখা যাবে , অবসর নিয়েছিলেন চলতি বছরের শুরুতে, সেই অবসর ভেঙে আবার ফিরছেন মাঠে। লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে ইরফান পাঠানকে।

অবসর ভেঙে খেলার জগতে ফিরছেন ইরফান পাঠান। টি২০ ক্রিকেট থেকে বিদায় নিলেও খেলা তাকে বিদায় দিতে রাজি নয়, তাই তো অবসর ভেঙে ফের কাম ব্যাক করছেন ইরফান পাঠান।এবছর জানুয়ারি মাসে সমস্ত ধারার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ইরফান পাঠান।

ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির মালিক সালমান খান। তার ক্যান্ডি টাসকার্স দলে ইরফান পাঠান ছাড়াও থাকবেন ওয়াহাব রিয়াজ, কুশল পেরেরা, ক্রিস গেইল এবং আরও অনেকে।  এই দলে কোচিং স্টাফ হিসাবে থাকছেন হাসান তিলকরত্ন ।

এক সাক্ষাৎকারে এব্যাপারে মন্তব্য করে ইরফান পাঠান জানিয়েছেন, এই লিগে খেলার জন্য ইচ্ছুক ছিলেন তিনি। টি২০ ক্রিকেট থেকে অবসর নিলেও বিদেশের বিভিন্ন প্রান্তের লিগে তিনি খেলবেন এবং  দীর্ঘদিন পর লঙ্কান প্রিমিয়ার লিগে

খেলে উপভোগ করবেন তিনি। এখনো তাঁর অন্তরে খেলা বেঁচে আছে বলে মনে করেন তিনি। আর তাই আবার খেলা শুরু করবেন তিনি।

শুধু খেলাই নয়, পাশাপাশি প্রশিক্ষণ দিতেও ইচ্ছুক ইরফান পাঠান। তিনি বলেন  ঘরোয়া ক্রিকেটের বিষয়টা   পরিষ্কার হলে যে কোনো দলকে সাহায্য করতে তিনি।প্রস্তুত। অভিজ্ঞতা ভাগ করার জন্য সবসময় তিনি প্রস্তুত সেকথাও জানিয়েছেন।

বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী ভারতীয় খেলোয়াড়রা বিদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারে না, তবে যেহেতু ইরফান পাঠান অবসর নিয়েছেন তাই বিসিসিআই এর এই নিয়ম তার জন্য প্রযোজ্য হবে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি রোড সেফটি লিগে ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে  ম্যাচ খেলেছিলেন। বর্তমানে  আইপিএলে ধারাভাষ্যকারের কাজ করছেন তিনি।

আরো পড়ুন,আইপিএল 2020: চেন্নাই সুপার কিংস এই বিশাল সিদ্ধান্ত গ্রহণ করায় সুরেশ রায়নার আর কোনও প্রত্যাবর্তন হয়নি

ইরফান পাঠান দলে খেললে দল আরও শক্তিশালী হবে, ইরফান পাঠানের অভিজ্ঞতা দলের কাছে সম্পদ, জানিয়েছেন সোহেল খান।

সোহেল খান ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম নামক এক সংস্থা লঙ্কান প্রিমিয়ার লিগে বিনিয়োগ করেছেন। যেখানে  সালমান খান, এবং তার পিতা সেলিম খানেরও শেয়ার আছে। ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির মালিকানার দখলে আছে সালমান খানের পরিবার।

২১ নভেম্বর থেকে শুরু হওয়া লঙ্কান প্রিমিয়ার লিগ শেষ হবে ১২ ডিসেম্বর।

প্রথমবারের লঙ্কান প্রিমিয়ার লিগে থাকছে পাঁচটি দল – কলম্বো কিংস, ডাম্বুলা হকস, গল গ্লাডিয়েটর্স, জাফনা স্টালিয়ন ও ক্যান্ডি টাসকার্স।

লঙ্কান প্রিমিয়ার লিগে যে সমস্ত তারকাদের দেখা যাবে তারা হলেন শোয়েব মালিক তিনি জাফনা স্টালিয়ন এর হয়ে খেলবেন।   কার্লোস ব্রেথওয়েট, তিনি খেলবেন ডাম্বুলা হকস টিমের হয়ে।  এঞ্জেলো ম্যাথিউজ  খেলবেন কলম্বো কিংস দলে , লাসিথ মালিঙ্গা, শাহিদ আফ্রিদি, কলিন ইনগ্রাম, মহম্মদ আমের খেলবেন গল গ্ল্যাডিয়েটর্স দলে।

আরো পড়ুন,রাজস্থানকে ৬০ রানে হারিয়ে কেকেআর প্লে অফের আরও কাছে , পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে নাইট রাইডার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *