it2192T Thermo Edition এ ক্যামেরা, রেডিও,রেকর্ডার ছাড়াও থাকবে টেম্পারেচার সেন্সর। ফোনটির দাম মাত্র 1,049 টাকা।
itel এর নয়া চমক, হাজার টাকার ফোনে মাপা যাবে শরীরের তাপমাত্রা। ফোনটির ডিসপ্লে 1.8 ইঞ্চি। লাইট ব্লু, মিডনাইট ব্ল্যাক এবং ডিপ ব্লু এই তিনটি রঙে উপলব্ধ এই ফোন।
itel এর নয়া চমক, হাজার টাকার ফোনে মাপা যাবে শরীরের তাপমাত্রা। itel এর নিয়ে এসেছে এক বিশেষ ফিচার ফোন,এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের মাধ্যমে মানবদেহের তাপমাত্রা মাপা যাবে। সংস্থার তরফে দাবি করা হয়েছে এটি ভারতের এন্ট্রি লেভেলের প্রথম ফোন যার মাধ্যমে যা মানবদেহের তাপমাত্রা মাপতে পারবে। এই ফোনের সাহায্যে যে কোনো সময় যে কোনো স্থানে মানবদেহের তাপমাত্রা মাপা যাবে।
আরো পড়ুন: BSNL এর বার্ষিক প্ল্যান, খরচ মাত্র 365 টাকা! থাকছে 2GB ডেটা
it2192T Thermo Edition তিনটি রঙে উপলব্ধ
এই ফোনটির দাম মাত্র 1,049 টাকা। এর এই ফোনটির ডিসপ্লে 1.8 ইঞ্চি। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে, লাইট ব্লু, মিডনাইট ব্ল্যাক এবং ডিপ ব্লু। itel এর এই ফোনে তাপমাত্রার পাশাপাশি হার্ট রেটও মনিটার করা যাবে।
তাপমাত্রা নির্ধারণের শর্টকার্ট অপশনও
itel it2192T থার্মো এডিশন ফোনে ইন বিল্ট টেম্পারেচার সেন্সর থাকবে, itel-Fit এর অন্তর্ভুক্ত এই ফোন ব্যবহারকারীরা ক্যামেরার পাশে থাকা থার্মো সেন্সর এর নীচে কব্জি রাখলে সেন্সর শরীরের তাপমাত্রা জানিয়ে দেবে, এই ফোনে সেলসিয়াস এবং ফারেনহাইট উভয়েই তাপমাত্রা জানা যাবে, ফোনে তাপমাত্রা নির্ধারণের শর্টকার্ট অপশনও থাকবে।
করোনা কালীন পরিবেশে যেখানে তাপমাত্রা চেক করা পদে পদে জরুরি হয়ে পড়ছে সেই সময় এই ফোন নিঃসন্দেহে ভীষণ উপকারে আসবে। মেডিকেল ডিভাইসের তুলনায় অনেক কমে এই ফোনে যেমন ফোনের বেশ কিছু ফিচার থাকবে পাশাপাশি স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা যাবে।
কিং ভয়েস ফিচারের সুবিধাযুক্ত
itel Mobile এর বিশেষ কিং ভয়েস ফিচার থাকবে এই ফোনে, যার মাধ্যমে ইনকামিং কল, মেসেজ, মেনু এবং ফোনবুক ভয়েসে শুনতে পারবেন গ্রাহকরা। এই ডিভাইসে একটি বড় ফোনবুকও থাকছে যার মধ্যে 2000 পর্যন্ত কন্ট্যাক্ট যুক্ত করতে পারবে ব্যবহারকারীরা। আটটি আঞ্চলিক ভাষা সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। যার মধ্যে আছে ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু,কন্নড়, গুজরাতি।
১ বছরের গ্যারান্টি থাকছে এই ফোনে
এই ফোনের ব্যাটারি 1000 mAh, একবার পুরো চার্জ দিলে চারদিন পর্যন্ত চলবে ব্যাটারি। এছাড়াও এই ফোনে থাকছে D5 LED টর্চ, ক্যামেরা, এফ এম, অটো কল রেকর্ডিং এর সুবিধা। ১২ মাসের গ্যারান্টিও দেওয়া হয়েছে এই ফোনে এবং ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে।
আরো পড়ুন: ভারতেও খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে LG র বাজেট স্মার্টফোন, LG K42 ও LG K52!
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More