সূত্র অনুযায়ী এই সপ্তাহে জান কুমার শানু বিগ বসের ঘর থেকে বাইরে চলে যাবে। বিগ বসের এই সপ্তাহে ছয়জন নমিনেট সদস্যের মধ্যে জান সবচেয়ে কম ভোট পেয়েছে বলে জানা গেছে।
বিগ বসের ঘরে সমাপ্ত হল জান কুমার শানুর জার্নি, অপরদিকে রাহুলের বিয়ের প্রস্তাবের জবাব পাঠিয়ে দিয়েছে দিশা।
বিগ বসের ঘরে সমাপ্ত হল জান কুমার শানুর জার্নি। বিগ বস ১৪ উইকেন্ড কা ওয়ার এ আজ সলমন খানের সঙ্গে স্টেজে দেখা যাবে একতা কাপুরকে। শনিবারের এপিসোডে এই সপ্তাহে নমিনেট ছয়জন সদস্যের মধ্যে জ্যাসমিন ভাসিন, নিক্কি তাম্বোলি, কবিতা কৌশিক সেভ হয়ে গেছিল। আজ একতা কাপুর টাস্কের পর রুবিনা দিলেককে একটি এলিমিনেশন স্টোন দেবে যার মাধ্যমে বিগ বসের ঘরে যে কোনো এক সময় নমিনেট হওয়ার পরও নিজেকে সেভ করতে পারবে রুবিনা দিলেক। এই ভাবে এই সপ্তাহেও সেভ হয়ে যাবে রুবিনা দিলেক। সূত্রের খবর অনুযায়ী কম এজাজ খান এবং জান কুমার শানুর মধ্যে জান কম ভোট পাওয়ায় আজ বিগবসের ঘর থেকে চলে যাবে জান।
আজকের উইকেন্ড কা ওয়ার এপিসোডে সলমন খান, একতা কাপুর এবং ঘরের সদস্যরা খুব হাসবে যখন রুবিনা পবিত্রার ভূমিকায় অভিনয় করবেন এবং কবিতা কৌশিক এজাজ খানের ভূমিকায়। এরপর জ্যাসমিন কবিতা কৌশিকের ভূমিকায় অভিনয় করবেন। তবে রুবিনা দিলেক এর ফ্যানেরা ভীষণ খুশি হবেন যে এই সপ্তাহে সলমন খান রুবিনার প্রশংসা করেছেন বলে। কারণ বাস্ক টাস্কে একমাত্র রুবিনাই এমন একজন প্রতিযোগি ছিলেন যিনি টাস্কে অংশ নেওয়ার কথা ভেবেছেন।
অপরদিকে এই সপ্তাহে জান কুমার শানু ঘর থেকে চলে যাওয়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে দুজন নতুন সদস্যের যার মধ্যে প্রতীক সেজপালের নাম উঠে আসছে। প্রতীক সেজপাল পবিত্রা পুনিয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড। যদি সত্যি প্রতীক বিগ বসের ঘরে যায় তখন পবিত্র এবং এজাজের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা যায় কি না সেটাই দেখার।
অপরদিকে রাহুল বৈদ্য কিছুদিন আগে দিশা পারমারকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন, সবাই অপেক্ষায় আছে দিশার উত্তরের জন্য। দিশাও একটি টুইটে জানিয়েছেন তিনি উত্তর পাঠিয়ে দিয়েছেন। দেখা যাক বিগ বসের ঘরে রাহুলকে কবে দিশার উত্তর জানানো হয়!
আরো পড়ুন: বিগ বসের ঘরে মজাদের টাস্কে ঘরের মধ্যে যুদ্ধের আগুন লাগিয়ে দেবেন একতা কাপুর!
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More