রাখী সাওয়ান্তের নাক ভেঙে দিলেন জ্যাসমিন ভাসিন? তারপর যা বললেন বিগ বস…

রাখী সাওয়ান্তের নাক ভেঙে দিলেন জ্যাসমিন ভাসিন? তারপর যা বললেন বিগ বস…

রাখী সাওয়ান্তের নাক ভেঙে দিলেন জ্যাসমিন ভাসিন? তারপর যা বললেন বিগ বস…প্রথমে আলি গোনি এবং তারপর জ্যাসমিন ভাসিনের সাথে তুমুল ঝামেলা দেখা যাবে রাখী সাওয়ান্তের। রাখী সাওয়ান্তের নাকে ব্যাথা লাগবে। তারপর বিগ বস জ্যাসমিন ভাসিনকে তীব্র ভৎসনা করবেন।

রাখী সাওয়ান্তের নাক ভেঙে দিলেন জ্যাসমিন ভাসিন? তারপর যা বললেন বিগ বস…মঙ্গলবার বিগ বস ১৪ র ঘরে দেখা যাবে তুমুল নাটক, যেখানে রাখী সাওয়ান্ত প্রথমে জুলি সেজে সকলকে ভয় দেখাবেন। রাখীর মেক আপ দেখে সকলেই ভয় পেয়ে যাবেন। এরপর রাখীর কথা শুনে তার সাথে কথায় কথায় ঝগড়া লেগে যাবে আলি গোনির, আলিকে সমর্থন করবেন জ্যাসমিন ভাসিন এবং রাখী সাওয়ান্তের সাথে ঝগড়া লেগে যাবে তারও।

এরপর জ্যাসমিন ভাসিন এবং নিক্কি তাম্বোলি নিজেদের মধ্যে হাজি মজা করতে থাকবেন যেখানে হাঁসের মুন্ডু আচমকা রাখী সাওয়ান্তের মুখে ঢুকিয়ে দেবেন জ্যাসমিন ভাসিন। এরপর রাখী সাওয়ান্ত প্রচন্ড রেগে যাবেন এবং বলবেন যে তাঁর ব্যাথা লেগেছে নাকে। এরপর জ্যাসমিন ভাসিন মনে করবেন যে রাখী মিথ্যা বলছেন। কিন্তু রাখী ব্যাথায় ছটফট করবে এবং টেবিলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করবেন। এরপর সকলে এসে জিজ্ঞেস করবেন রাখীর কি হয়েছে।

সেইসময় বিগ বস রাখীকে মেডিকেল রুমে যেতে বলবেন। সেইসময় বিগ বস জ্যাসমিন ভাসিনকে তীব্র ভৎসনা করবেন বারবার বিগ বসের কথা অমান্য করার জন্য। এরপর জ্যাসমিন ভাসিন কেঁদে ফেলবেন এবং বলবেন বিগ বস বারবার শুধু তারই ভুল ধরেন।

বাকি সদস্যদের কাছেও জ্যাসমিন বলবেন উইকেন্ড কি ওয়ারের সময় রাখী সাওয়ান্ত নিজেই হাঁসের মুন্ডু গলায় পড়ছিলেন তখন তো তার লাগেনি, তাহলে এখন জ্যাসমিন হালকা ভাবে তাকে হাঁসের মুন্ডু পরালে তার কীকরে এত লাগলো। ‘বিগ বসে ‘ আসন্ন এপিসোড বেশ মজাদার হতে চলেছে। বিগ বসে যত দিন এগোচ্ছে ততই সকলে রুবিনা দিলেকের ফ্যান হয়ে যাচ্ছেন, এমনকি প্রায় সকলেই ধরে নিয়েছেই বিগ বস ১৪ র উইনার রুবিনা দিলেকই হবেন। তবে বিগ বসের ঘরে রুবিনাকে কেউ আউট করতে পারবেন কি না তা পরবর্তী সময়েই বোঝা যাবে।

আরো পড়ুন: ‘বিগ বসে’র উইকেন্ড কা ওয়ারে মুখোমুখি কবিতা কৌশিক এবং রুবিনা দিলেক, কাকে সমর্থন করলেন সলমন খান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *