ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন রুবিনা দিলেকের সাথে ঝামেলা শুরু হয় জ্যাসমিন ভাসিনের, যেখানে রুবিনার সাথে বন্ধুত্ব ‘শেষ’ বলে মন্তব্য করে জ্যাসমিন। রুবিনা দিলেক জ্যাসমিনকে উদ্দেশ্য করে জানায় তাঁর নামে পিছনে কথা বলে সামনে মিষ্টি কথা না বলতে।
বিগ বসের ঘরে রুবিনা দিলেকের সাথে বন্ধুত্ব ‘শেষ’ বলে মন্তব্য করলেন জ্যাসমিন ভাসিন। আলী গোনি আসার পর থেকেই রুবিনা এবং জ্যাসমিনের বন্ধুত্বে ফাটল ধরেছিল যা এই সপ্তাহের ক্যাপ্টেনসি টাস্কে একেবারেই ভেঙে যেতে দেখা যাবে।
বিগ বসের ঘরে রুবিনা দিলেকের সাথে বন্ধুত্ব ‘শেষ’ বলে মন্তব্য করলেন জ্যাসমিন ভাসিন। ক্যাপ্টেনসি টাস্কের জন্য বিগ বসের ঘর গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে উঠেছে, যেখানে ঘর দু ভাগে ভাগ করে দেওয়া হয়েছে দুটি টিমের মধ্যে এবং গ্রাম পঞ্চায়েত এর মুখ্য হয়েছেন কবিতা কৌশিক। টিম রুবিনাতে আছেন রুবিনা দিলেক, অভিনব শুক্লা, পবিত্রা পুনিয়া এবং এজাজ খান। টিম জ্যাসমিনে আছেন জ্যাসমিন ভাসিন, আলী গোনি, নিক্কি তাম্বোলি এবং রাহুল বৈদ্য।
খেলার প্রথম রাউন্ডে টিম জ্যাসমিন জিতলেও দ্বিতীয় রাউন্ডে টিম রুবিনাকে জয়ী বলেন কবিতা, টাস্ক আজকেও চলবে। আজকের এপিসোডে দেখা যাবে রুবিনা এজাজ খানের সাথে একটি টিমের মতো খেলার জন্য বলবে এবং রাজা রানি টাস্কের পর দ্বিতীয়বার এজাজ খান আর রুবিনা দিলেক একসাথে খেলবে।
আজকের এপিসোডে দেখা যাবে বেড রুমের দখলে থাকা রুবিনার টিমকে নিকি জানাবে সে অসুস্থ এবং বেডরুমে শুতে চায়, টিম রুবিনা তাকে বেড রুমের ঢোকার অনুমতি দিলে নিকি সেই সুযোগে মেক আপের জিনিস চুরি করবে। এরপর রুবিনার টিম তা ধরে ফেলবে এবং নিকিকে বেড রুমে বন্ধ করে রাখবে। এরপর জ্যাসমিন তাঁর দলের সদস্য নিকি তাম্বোলির জন্য রুবিনাকে অনেক কথা শোনাবে। জ্যাসমিনের তুমুল ঝগড়ার পর রুবিনা জ্যাসমিনকে বলবে মিষ্টি কথা তাঁর সামনে না বলতে, এরপর এক দু কথায় মারাত্মক উত্তেজিত হয়ে যাবে দুজনেই এবং জ্যাসমিন ভাসিন রুবিনাকে জানাবে এখানেই তাদের বন্ধুত্ব শেষ।
অপরদিকে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রুবিনা এবং তাঁর স্বামী অভিনব শুক্লার মধ্যে ছোট ছোট কথায় ঝগড়া হচ্ছে৷ এদিনও জ্যাসমিনের সাথে এভাবে বিতর্কের জন্য রুবিনার সাথে অভিনবের তর্ক দেখা যাবে। টাস্কে যেই টিমই জিতুই রুবিনার সাথে অভিনব এবং জ্যাসমিনের সম্পর্ক আবার আগের মতো ভালো হয় নাকি এই সময় থেকেই এদের সম্পর্কের ফাটল বিগ বসের শেষ পর্যন্ত বজায় থাকে সেটাই দেখার।
আরো পড়ুন: বিগ বস থেকে বেরিয়ে গেলেন রুবিনা দিলেক! সকলেই চমকে গেলেন
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More