Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
মার্কিন মুলুকে নির্বাচনে ট্রাম্পের তুলনায় এগিয়ে জো বাইডেন ,ভোট গণনায় কারচুপির অভিযোগে ট্রাম্প সুপ্রিম কোর্ট যাওয়ার হুমকি দেন। ম্যাজিক ফিগার ২৭০, যেখানে বর্তমানে জো বাইডেন ২৩৮ আসনে এগিয়ে আছে এবং ট্রাম্প এগিয়ে আছেন ২১৩ আসনে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে জোরকদমের টক্কর, ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের মধ্যে কে জিতবে এই নিয়ে চলছে লড়াই। মার্কিন নির্বাচনে ম্যাজিক ফিগার ২৭০, আর বর্তমানে জো বাইডেন ২৩৮ আসনে এগিয়ে আছে এবং ট্রাম্প এগিয়ে আছেন ২১৩ আসনে।
সবসময়ই খবরে উঠে আসেন ডোনাল্ড ট্রাম্প, আর নির্বাচনের দিন তো একাধিকবার উঠে আসছে তার নাম, তার বিভিন্ন মন্তব্যের কারণে। এবার ভোটে কারচুপি নিয়ে জো বাইডেনের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। এমনকি ভোট ভোটের গণনা বন্ধ না করলে সুপ্রিম কোর্ট অবধি যাওয়ার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেছেন নির্বাচনে দেশজুড়ে বড় কারচুপি চলছে। তবে সঠিক পদ্ধতি মেনে দেশের আইন ব্যবস্থা মেনে যাতে গণনা হয় সেই কারণে মার্কিন সুপ্রিম কোর্টে তিনি যাবেন, জানিয়েছেন একথা। তাই সমস্ত ভোট কাউন্ট বন্ধ রাখতে বলেছেন তিনি।
আরো পড়ুন,পুনরায় করোনার দাপটে ব্রিটেন আতঙ্ক ছড়াচ্ছে ব্রিটেনে, দ্বিতীয় দফায় লকডাউনের পথে ব্রিটেন।
ট্রাম্প শুরু থেকেই মেইল ইন ব্যালট পদ্ধতির বিপক্ষে ছিলেন। এই পদ্ধতিতে ভোট গণনা অনেক সময় সাপেক্ষ, তাই এই পদ্ধতিতে ভোট গণনা বন্ধ করার পক্ষে তিনি।
ভোট গণনার আগেই অনেক জায়গায় ট্রাম্প রটিয়ে দিয়েছিলেন যে তিনি জিতে গেছেন। যদিও মিশিগান, জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিনে ভোটের ফলাফল জানানো হয়নি এখনো। তবে নির্বাচনের ম্যাজিক ফিগার থেকে অনেক পিছিয়ে আছেন ট্রাম্প।
বর্তমানে মার্কিন মুকুলে নির্বাচনের ফলাফল নিয়ে উত্তেজনা তুঙ্গে। এক প্রেস কনফারেন্সে আত্মবিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন তাঁর মনে হচ্ছে জিতে গেছেন তিনি তাই সকলকে ধন্যবাদও জানিয়ে দেন ট্রাম্প। সবকটি আসনে না জিতলেও বেশিরভাগ তিনি জিতেছেন, আশাবাদী ট্রাম্প।
ফ্লোরিডাতে, ওহাইও তে রিপাবলিকানরা জিতে গেলেও জো বাইডেন ট্রাম্পের তুলনায় এগিয়ে। জয়ী হবেন এব্যাপারে নিশ্চিত বাইডেন ট্রাম্পের বক্তব্যের প্রত্যুত্তরে জানিয়েছেন, জয়ের পথেই তারা আছেন, তবে একটু সময় লাগবে।
বাইডেনের এমন বক্তব্যের পর এই ট্রাম্প টুইটারে কারচুপির কথা তুলে ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ হ জানান যদিও ট্রাম্পের এই কমেন্ট ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে টুইট।