রাজস্থানকে ৬০ রানে হারিয়ে কেকেআর প্লে অফের আরও কাছে , পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে নাইট রাইডার্স

রাজস্থানকে ৬০ রানে হারিয়ে কেকেআর প্লে অফের আরও কাছে

রাজস্থানকে ৬০ রানে হারিয়ে কেকেআর এখনও প্লে অফে যাওয়ার আশা বজায় রেখেছে , অপরদিকে আইপএল এ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস।

রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে ৬০ রানে হারিয়ে বড় জয় কেকেআরের। কলকাতা কি প্লে অফে যেতে পারবে? এই নিয়ে আশঙ্কা ছিল অনেকের মনেই, নিশ্চিত না হলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা বজায় আছে কেকেআর এর। গতকাল রাজস্থানকে ৬০ রানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যার ফলে প্লে অফে খেলার আশা থাকছে    কলকাতা নাইট রাইডার্সের।   এখন অপেক্ষা বাকি ম্যাচগুলিতে রান রেট কার কেমন থাকে।

রান রেটের বিচারে ঠিক হবে  নাইটরা প্লে অফে যেতে পারবে কি না। রবিবার ম্যাচ জেতার পর কলকাতা পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে ১৪ পয়েন্ট নিয়ে।

রবিবার কলকাতা প্রথমে ব্যাট করতে নামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রাজস্থান।  ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে। সেই রান তাড়া করতে নেমে রাজস্থানের টিম ১৩১ এই থেমে যায়।

বেন স্টোকস এ দিন দীনেশ কার্তিকের বিস্ময়কর ক্যাচে ব্যাট হাতে ফিরে যান মাত্র   ১৮ রানে। এবছর টুর্নামেন্টে এই ক্যাচ সেরা বললে ভুল হবে না।

রবিবার কলকাতার জয়ের পেছনে বড় অবদান রাখেন  অইন মর্গ্যান এবং কামিন্স।  মর্গ্যান ৩৫ বলে অপরাজিত ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন। কামিন্সের বোলিং কলকাতাকে অনেক সহজেই জিতিয়ে দেয়।

আরো পড়ুন,আইপিএল 2020: চেন্নাই সুপার কিংস এই বিশাল সিদ্ধান্ত গ্রহণ করায় সুরেশ রায়নার আর কোনও প্রত্যাবর্তন হয়নি

কলকাতা প্রথমে ব্যাট করতে নেমেই উইকেট হারায়।  দ্বিতীয় বলেই আউট হয়ে যান  নীতিশ রানাকে, তাকে আউট করেন জোফ্রা আর্চার। শুভমান গিল এবং  রাহুল ত্রিপাঠী মিলে ৭২ রানের পার্টনারশিপ এগিয়ে নিয়ে যায় কোলকাতাকে।  তেওয়াটিয়ার বলে শূন্যতেই আউট হন সুনীল নারাইন।  রাহুল ত্রিপাঠী ৩৯ রানে উথাপ্পার হাতে ক্যাচ আউট হন। শূন্য তেই আউট হয়ে যান দীনেশ কার্তিকও।

শেষপর্যন্ত অধিনায়ক ইয়ন মর্গ্যান ৩৫ বলে অপরাজিত ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রাসেল ১১ বলে ২৫ রান করেন । শেষপর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে কেকেঅার তোলে ১৯১ রান।

রাজস্থান ব্যাট করতে নেবে শুরুটা ভালো খেললেও তারপর একে এক ভেঙে পরে রাজস্থানের টিম। স্টোকস ১৮ রান করে আউট হন।

ব্যর্থ হন স্মিথ, স্যামসন, উথাপ্পা কেউই এদিন রান তুলে দিতে পারেননি। বাটলার  ৩৫ এবং রাহুল তেওটিয়া ৩১ রানে আউট হন। এদিন শুধু ব্যাটিং নয় ফিল্ডিং এবং বোলিং এও দাপট দেখায়  কেকেআর। এদিন কামিন্স চার উইকেট নেন।

অপরদিকে রবিবার আরেক ম্যাচে চেন্নাই এর কাছে হেরে যায় পাঞ্জাব। যার ফলে পাঞ্জাব ছিটকে যায় প্লে অফের লড়াই থেকে।

আরো পড়ুন,চীন থেকে অলিম্পিক সরিয়ে নিতে বলেছে আইওসিকে হিউম্যান রাইটস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *