কৃতিকেই বিয়ে করছেন পুলকিত, তবে আপাতত মন কেরিয়ারে! 

কৃতিকেই বিয়ে করছেন পুলকিত, তবে আপাতত মন কেরিয়ারে!

বেশ কয়েকবছর ধরেই একে অপরকে ডেট করছেন পুলকিত সম্রাট ও কৃতী খারবান্দা।পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা একসাথে তিনটি সিনেমা করেছেন।

কৃতিকেই বিয়ে করছেন পুলকিত, তবে আপাতত মন কেরিয়ারে! করোনাকালে গোটা লকডাউন চলাকালীন একসাথেই ছিলেন কৃতি এবং পুলকিত।

কৃতিকেই বিয়ে করছেন পুলকিত, তবে আপাতত মন কেরিয়ারে! এক সাক্ষাৎকারে জানালেন পুলকিত।

বলিউডের লাভ বার্ড কৃতী খারবান্দা এবং পুলকিত সম্রাটের মধ্যে বহুদিন আগে থেকেই প্রেমের গুঞ্জন শোনা গেছে, প্রথমে অস্বীকার করলেও পরে তারা দুজনেই স্বীকার করে তাদের সম্পর্কের কথা। তাদের পরিবারের লোকেরাও তাদের সম্পর্কের কথা জানে৷ করোনাকালে গোটা লকডাউন চলাকালীন  একসাথেই ছিলেন কৃতি এবং পুলকিত। বর্তমানে বোনের বিয়ে উপলক্ষেও অভিনেতা পুলকিত সম্রাট তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। অপরদিকে তাঁর গার্লফ্রেন্ড অভিনেত্রী কৃতী খারবান্দা ব্যস্ত শুটিং এ। তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি যেমন সুন্দর তেমনি জমজমাট তাদের অফ -স্ক্রিন কেমিস্ট্রিও। পুলকিত এবং কৃতি একসাথে তিনটি সিনেমা করেছেন। বেশ কয়েকবছর ধরেই তাদের বিয়ের গুঞ্জন উঠেছ।

আরো পড়ুন: বিগ বসের সম্পত্তি ভেঙে ঘরে ঢোকার হুমকি দিল উত্তেজিত আলি গোনি 

বি-টাউনের এই জুটি খুব বেশি নিজেদের সম্পর্ক বা বিয়ে নিয়ে কথা বলেন না। লকডাউনের দীর্ঘ সময় একসাথে কাটিয়ে দুজনেই শুরু করেছেন শ্যুটিং।

দীপাবলির আগেই সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পুলকিত জানিয়েছিলেন, যে প্রত্যেক উৎসবেই তিনি পরিবার এবং কাছের মানুষদের সাথে সময় কাটান এবং এবারও দীপাবলিতে পরিবারের সাথে সময় কাটান তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Pulkit Samrat (@pulkitsamrat)

কৃতীর সঙ্গে যখন তিনি থাকেন তখন তারা তাস খেলেন অনেক সময়, কারণ কৃতি তাস খেলতে ভীষণ ভালোবাসেন। পুলকিত এও জানান উৎসবের সময় যদি দূরে থাকতে হয় তাহলে একে অপকে খুব মিস করেন তারা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুলকিত ইঙ্গিত দিয়ে স্পষ্টতই জানান কৃতিকেই তিনি বিয়ে করছেন।

তবে অভিনেতা কবে বিয়ে করছেন এই প্রশ্নে তিনি জানান করোনার জেরে তার ভাইয়ের বিয়ে পিছিয়ে যায়, আগে তার ভাইয়ের বিয়েটা হোক, তারপর তিনি এবং কৃতি বিয়ের ব্যাপারে ভাববেন, বর্তমানে দুজনেই কেরিয়ারে বেশি মন দিতে চাইছেন। সময় আসলে ঠিক বিয়ে হয়ে যাবে।

২০১৪ সালে পুলকিত সম্রাট সাত পাকে বাঁধা পড়েছিলেন সলমন খানের রাখি বোন শ্বেতার সঙ্গে। যদিও বিয়ের এক বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাদের। তবে সেই সময় পুলকিতের সঙ্গে শ্বেতার সম্পর্ক ভাঙার পেছনে ইয়ামির সাথে পুলকিতের প্রেমকেই কারণ মনে করা হয়েছিল। ‘সনম রে’ ছবির শুটিং চলাকালীন পুলকিত এবং ইয়ামির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তবে তা বেশিদিন স্থায়ী হয়নি।

আরো পড়ুন,‘জার্সি শুটিং শুরু করলেন অভিনেতা শাহিদ কাপুরের,নতুন লুকে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *