লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট

 লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট

Oppo Reno Series on Amazon

Oppor নতুন দুটি ফোনেই সেলফি ক্যামেরা 32MP ,দুটি ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP

লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট। ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 64এমপি প্রাইমারি ক্যামেরা সহ একাধিক আধুনিক ফিচার আছে। দুটি ফোনই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ, 8GB + 128 GB, এবং 12+256 GB

লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট। চলতি মাসের শেষের দিকে এই সিরিজের আরও ফোন লঞ্চ হবে বলে জানিয়েছে সংস্থা। লঞ্চ হওয়া নতুন দুটি ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 64এমপি প্রাইমারি ক্যামেরা সহ একাধিক আধুনিক ফিচার আছে।

আরো পড়ুন: itel এর নয়া চমক, it2192T Thermo Edition হাজার টাকার ফোনে মাপা যাবে শরীরের তাপমাত্রা

Oppo Reno 5 5G র স্পেসিফিকেশন

এই ফোনটির ডিসপ্লে 6.43 ইঞ্চি যা full HD+ OLED, ফোনটির রিফ্রেশ রেট 90Hz, রেজুলেশন 2400 x 1080 পিক্সেল।৯১.৭ স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লের এই ফোনে দুটি স্টোরেজ অপশন আছে, একটি 8GB + 128 GB, অপরটি 12+256 GB, এই স্মার্টফোনে 64 MP প্রাইমারি সেন্সর এবং 8MP এবং 2MP র দুটি ক্যামেরা আছে।এই ফোনে টাইম-ল্যাপস, মুভি মোড, মাল্টি ভিউ ভিডিও ইত্যাদি অপশন আছে। সেলফি ক্যামেরা 32 MP এই ফোনে 65W এর সুপার ফাস্টিং চার্জ এর সুবিধাযুক্ত 4300mAh ব্যাটারি আছে। এছাড়াও আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ 5.1, 3.5 এমএম হেডফোন জ্যাক ও আরও অনেক কিছু।

Reno 5 এর দাম 8GB+128GB ফোনটির দাম ভারতীয় মূল্যে প্রায় 30,400 টাকা এবং 12GB+ 256 GB র দাম 33,750 টাকা। ফোনটি যে সব রঙে উপলব্ধ সেগুলি হল- অরোরা ব্লু ও মুনলাইট ব্ল্যাক।

Reno 5 Pro র স্পেসিফিকেশন

এই ফোনটির ডিসপ্লে ফুল এইচডি 6.55 ইঞ্চি, রিফ্রেশ রেট 90Hz, এই ফোনেও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে। একটি 8GB+128GB, আরেকটি 12GB+256 GB। এই ফোনের ক্যামেরা এবং Reno 5 এর ক্যামেরা সেটঅাপ একই। প্রাইমারি সেন্সর 64MP, এছাড়াও 8MP র একটি এবং 2MP র দুটো লেন্স আছে। সেলফি ক্যামেরা 32 GB।এই ফোনে 65W এর সুপার ফাস্টিং চার্জ এর সুবিধাযুক্ত 4350mAh ব্যাটারি আছে। এছাড়াও এই ফোনে আছে Dual 4G VoLTE, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type C পোর্ট এছাড়াও আরও অনেক সুবিধা আছে। Reno 5 pro র 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় 38,300 টাকা , এবং 12GB+ 256 GB ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় 42,800 টাকা।ফোনটি যেসব রঙে উপলব্ধ সেগুলি হল – অররা ব্লু,মুন নাইট ব্ল্যাক,স্টার উইশ রেড। তবে বর্তমানে এই ফোন দুটি চিনে লঞ্চ হয়েছে, খুব শীঘ্রই ভারতেও লঞ্চ হবে Oppo র এই দুটি ফোন।

আরো পড়ুন: BSNL এর বার্ষিক প্ল্যান, খরচ মাত্র 365 টাকা! থাকছে 2GB ডেটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *