Image: LG Twitter
LG র K সিরিজের দুটি স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করবে ভারতে। মডেল দুটি হল LG K42 ও LG K52
ভারতেও খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে LG র বাজেট স্মার্টফোন, LG K42 ও LG K52! ইতিমধ্যেই LG K42 ইতিমধ্যেই সেন্ট্রাল আমেরিকাতে লঞ্চ হয়েছে এবং ইউরোপে উপলব্ধ LG K52। BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে K-Series-এর নতুন দুটি হ্যান্ডসেট।
ভারতেও খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে LG র বাজেট স্মার্টফোন, LG K42 ও LG K52! LG র তরফে নতুন দুটি স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করা হবে, যা ইতিমধ্যেই ভারতীয় BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। K-Series-এর নতুন দুটি হ্যান্ডসেট দুটি হল LG K42 এবং LG K52।
LG K42 ইতিমধ্যেই সেন্ট্রাল আমেরিকাতে লঞ্চ হয়েছে এবং সেখানে ভীষণ জনপ্রিয় হয়েছে। অপরদিকে LG K52 ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে আগেই। এবার এই দুটি ফোন খুব শীঘ্রই আসতে চলেছে ভারতে।
আরো পড়ুন: ঠিক যেন আংটি, কিন্তু তা থেকে চার্জ হবে ফোন, Samsung এর নতুন উদ্যোগ রিং ডিভাইস চার্জার
BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে মডেল নম্বর LM-K420EMW কে LG K42 এবং মডেল নম্বর LM -K520EMW কে LG K52 ধরা হয়েছে। মুকুল শর্মা সবার আগে LG K42 এবং LG K52 শীঘ্রই লঞ্চ হওয়ার খবর জানিয়েছেন।
LG-র নতুন K42 স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকছে, এতে MediaTek Helio P22 চিপসেট আছে যা 3GB RAM ও 64GB স্টোরেজের সুবিধাযুক্ত, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 265 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
হ্যান্ডসেটে থাকছে কোয়ার রিয়ার ক্যামেরা সেটা আপ, যার প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেল, 5MP সুপার ওয়াইড সেন্সর, 2MP ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো শুটার। সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড 10 এর এই ফোনটিতে 4,000mAh ব্যাটারি থাকছে ।LG K42 এর দাম $195.99 ভারতীয় মূল্যে 14, 500 টাকা।
এই হ্যান্ডসেটের ডিসপ্লেও 6.6 ইঞ্চি HD+ অক্টা কোর Media tek MT6765 Helio P35 চিপসেট আছে, LG K52 মডেলে 4GB RAM এবং 64GB বিল্ট-ইন স্টোরেজ আছে যা বাড়িয়ে 2TB পর্যন্ত করা যাবে। এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যার প্রাইমারি সেন্সর 48MP। একটি 5MP সুপার-ওয়াইড সেন্সর, একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো শুটার রয়েছে। 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। জন্য LG K52 ফোনে রয়েছে। অ্যান্ড্রয়েড 10 এই ফোনের ব্যাটারি 4,000mAh । LG K52 এর দাম EUR 199, ভারতীয় মূল্যে প্রায় 17,800 টাকা।
এছাড়াও LG K42 এবং LG K52 এই দুই স্মার্টফোনেই থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, USB Type-C পোর্ট এবং LG থ্রিডি সাউন্ড ইঞ্জিন, অডিও রেকর্ডার, ইত্যাদি।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More