২০০৬ সালে নিখোঁজ হয়ে যান মালদার বাসিন্দা গীতা৷ ১৪ বছর পর স্বেচ্ছাসেবী সংস্থার প্রচেষ্টায় নিজের পরিবারকে ফিরে পেলেন গীতা সরকার।
যেভাবে ‘বাজরঙ্গি ভাইজান’এর মুন্নির মতো ১৪ বছর পর পরিবারকে খুঁজে পেল গীতা। আট মাস আগে নজরে আসেন ফুলবাগান থানার অফিসারদের, তারা তাকে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেন৷ সেই স্বেচ্ছাসেবী সংস্থার চেষ্টায় গীতা ফিরে পেয়েছেন তার পরিবারকে৷
যেভাবে ‘বাজরঙ্গি ভাইজান’এর মুন্নির মতো ১৪ বছর পর পরিবারকে খুঁজে পেল গীতা। আট মাস আগে ফুলবাগান থানার অফিসাররা খুঁজে পেয়েছিলেন গীতা সরকারকে, তখন তার বয়স ছত্রিশ৷ পায়ের ছিল আঘাত, কিছুই ঠিকমতো বলতে পারছিলেন না। শুধু বলেছিলেন নিজের নাম। তাঁরপর তাকে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়।কয়েকদিন আগে ১৪ বছর পর পরিবারের সাথে দেখা হওয়ায় চিনতে পারলেন মা বাবাকে। কথায় অসংলগ্নতা থাকলেও হারিয়ে যাওয়া গীতা মা, বাবা, বোন- ভগ্নিপতি সকলকেই চিনতে পেরেছেন।
গীতার পরিবার বিশ্বাস করতে পারছেন না ১৪ বছর পর আবার ফিরে পেয়েছেন মে কে। গীতার বাড়ি মালদায়, ২০০৬ সালে মালদার বামনগোলার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান গীতা। ৮ মাস আগে ফুলবাগান থানার পুলিশরা তাকে দেখতে পান এলাকায়, গীতা সেসময় পুলিশকে জানিয়েছিলেন হাসপাতাল থেকে পালিয়ে এসেছিলেন তিনি। এর পর গীতাকে ফুলবাগান থানার পুলিশ ‘হোপ ফাউন্ডেশন’ এ নিয়ে যায়। দীর্ঘ আট মাস সেখানেই ছিলেন তিনি। ওই সংস্থার প্রিন্সিপাল ভারতী আইচ জানিয়েছেন বাড়ি কোথায় তা বলতে পারতো না গীতা, একেক সময় একেক জায়গার নাম বলত, তবে যখনই যেই জায়গার কথা গীতা বলত তাকে সেই জায়গার ছবি দেখানো হত গুগল থেকে।
শুধু সেই জায়গাই নয়, আশেপাশের এলাকা গুলিও খুঁজে দেখানো হত গীতাকে, সেখানকার স্কুল থেকে মন্দির সবই, অনেকটা ‘বজরঙ্গি ভাইজান’ এর মুন্নি যেভাবে তার পরিবারকে ফিরে পেয়েছিল সেভাবে৷ এইভাবেই একদিন মালদার বামনগোলার ছাতিয়ার একটি স্কুল দেখে গীতা জানান সেই স্কুলের ছাত্রী ছিলেন তিনি।তারপর ফুলবাগান থানার অফিসারের সাথে যোগাযোগ করেন ওই সংস্থার প্রিন্সিপাল। খোঁজ নিয়ে জানা যায় ছাতিয়ার বাসিন্দা বলহরি মধুরের মেয়ে দীর্ঘ ১৪ বছর ধরে নিখোঁজ। এর পর গীতাকে ভিডিও কলে দেখানো হয় বলহরি এবং তার স্ত্রীকে৷ বাবা মা কে দেখে চিনতে পারেন গীতা।
জানা গেছে বিয়ের পর গীতার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন গীতা৷ এরপর কাজে নামেন৷ ২০১৬ সালের ২১ জুন বেতন আনতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি৷ আগামী সপ্তাহেই বাবা মা য়ের কাছে পৌঁছে দেওয়া হবে গীতাকে৷ বাবা মা কে ফিরে পেয়ে গীতা যেমন আনন্দিত তেমনি গীতার পরিবারও উচ্ছ্বসিত গীতাকে ফিরে পেয়ে।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More