বয়স সবে চার মাস, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে রাজ -শুভশ্রী পুত্র ইউভান। ১২ সেপ্টেম্বর জন্মেছে ইউভান। সবুজ টি-শার্টে ছোট্ট ইউভানের প্রশ্ন, কবে কোভিড ভ্যাকসিন আসবে? সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি মাঝে মধ্যেই পোস্ট করেন রাজ – শুভশ্রী, এখন থেকেই যেন হিরো ইউভান। অনেকে তাকে টলিউডের তৈমুর বলেও মন্তব্য করেছেন।
সবুজ টি-শার্টে ছোট্ট ইউভানের প্রশ্ন, কবে কোভিড ভ্যাকসিন আসবে? বিশ্বজুড়ে চলছে করোনার দাপট, নিউ নর্ম্যালে সব কিছু স্বাভাবিক হচ্ছে ঠিকই, কিন্তু করোনা আতঙ্ক এখনও বর্তমান।
সোশ্যাল মিডিয়ায় এখন থেকেই জনপ্রিয় ইউভান
এরই মধ্যে কোভিড ভ্যাকসিন কবে আসবে এটাই এখন প্রশ্ন ইউভানের। সবসময় বাড়ি থাকতে আর ভালো লাগছে না ছোট্ট ইউভানের। রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর ছেলে ইউভান সবে মাত্র চার মাসের, কিন্তু এখনই তাঁর জনপ্রিয়তা মারাত্মক। তাঁর প্রতিটি পদক্ষেপই নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে। ইউভান চক্রবর্তীর জন্ম থেকেই তারকা। সবসময়ই মিডিয়ার নজরে ইউভান ।
আরো পড়ুন: আদিত্য – শ্বেতার রিসেপশনে উপস্থিত ছিলেন যেসব তারকারা
বলিউডে করিনা কাপুর এবং সইফ আলি খানের পুত্র তৈমুরও ছোট থেকে স্টার, প্রায়ই আলোচনায় উঠে আসে তৈমুরের নানা বিষয়। কখনও তার খেলা, তো কখনও ক্যামেরার সামনে দাড়ানোর স্টাইল, তো কখনও তাঁর ড্রেস। ছোট্ট ইউভানের সাথেও অনেকে তৈমুরের তুলনা করে ইউভানকে ‘টলিউডের তৈমুর’ বলেছেন।
ছোট থেকেই সোশ্যাল মিডিয়ায় ইউভানের একাধিক ছবি পোস্ট করে বাবা রাজ চক্রবর্তী। ইউভানের ড্রেস থেকে হাসি,সবেতেই মুগ্ধ নেটিজেনরা। যে কোনও ছবিতেই ভালোবাসার বন্যা বয়ে যায় নেটিজেনদের। করোনা আবহে বাইরে যেতেও পারে না ছোট্ট ইউভান। সম্প্রতি ছেলের মনের দুঃখের কথা বাবা রাজ চক্রবর্তী সকলের সামনে তুলে ধরেছেন।
ইউভানের সাইজের মাস্ক তৈরি না হওয়ায় কষ্টে ইউভান
রাজ চক্রবর্তী সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে ছোট্ট ইউভানের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দিদির কোলে আছে ইউভান, হালকা সবুজ রঙের ফুলহাতা টি- শার্টে বড় বড় চোখে তাকিয়ে আছে ইউভান। যার ক্যাপশনে রাজ চক্রবর্তী লিখেছেন – করোনার ভ্যকসিন কবে আসছে কেউ কি বলতে পারবে, বাড়িতে থেকে বোর হয়ে যাচ্ছে ইউভান, কারণ তাঁর সাইজের মাস্কও কেউ বানায় না। এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় ছবিটি।
ইউভানের মনের কথা সব জানেন রাজ চক্রবর্তী
সকলেই অপেক্ষায় কোভিড ভ্যাকসিনের, এবার এই প্রশ্নই ইউভানের মনেও ঘুরছে, এমনটাই জানালেন রাজ চক্রবর্তী। ছোট্ট ইউভান কথা বলতে না শিখলেও তাঁর বাবা মনের কথা জেনে যায়, এবং সকলকে জানায় ছোট্ট ইউভান কি বলতে চাইছে।
লিটল স্টার ইউভানের সব ছবিই সোশ্যাল মিডিয়ায় সুপার ডুপার হিট।এর আগে সাদা টি-শার্ট এবং নীল জিন্সে সকলের মন কেড়েছিল ইউভান।এবার সবুজ টি- শার্টে একেবারে হিরো ইউভান। ১২ সেপ্টেম্বর রাজ শুভশ্রীর কোলে আসেন ইউভান, এবং জন্মানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েসে সে।
করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা
ইউভানের জন্মের আগে করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী, যদিও কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যান।তবে রাজ চক্রবর্তীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান ইউভানের জন্মের কিছুদিন আগেই। ইউভানের বেশ কিছু ফ্যানপেজও আছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাঁর সমস্ত ছবি থেকে বিভিন্ন ক্রিয়াকলাপের ভিডিও আপলোড করা হয়। করোনা আবহে ছেলেকে সাবধানে রেখেই বিভিন্ন সময়ের নানা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রাজ- শুভশ্রী।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More