মাঠে বাবাকে চাষে সাহায্য করছে ছোট্ট তৈমুর, ভাইরাল ছবি মন কেড়েছে নেটিজেনদের 

মাঠে বাবাকে চাষে সাহায্য করছে ছোট্ট তৈমুর, ভাইরাল ছবি মন কেড়েছে নেটিজেনদের

মাঠে বাবাকে চাষে সাহায্য করছে ছোট্ট তৈমুর,পতৌদি পরিবারের ১০ একর জমিতে পতৌদি প্যালেসের কাছেই ক্ষেতে বাবাকে সাহায্য করতে দেখা গেল কাদায় দাড়িয়ে থাকা ছোট্ট তৈমুরকে।

মাঠে বাবাকে চাষে সাহায্য করছে ছোট্ট তৈমুর। ভাইরাল ছবি দেখে মুগ্ধ তৈমুরের ফ্যানেরা। জন্মের পর থেকেই খবরে থাকে করিনা ও সইফ পুত্র তৈমুর আলি খান পতৌদি। বলিউডের অন্যতম জনপ্রিয় এই খুদে স্টার কিড। ছোট থেকেই স্বমহিমায় ক্যামেরার সামনে বিভিন্ন পোজ দেন  তৈমুর। তার সব ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার স্কুলের ছবি হোক বা খেলার ছবি, কিংবা মা বাবার সাথে ঘুরতে যাওয়ার ছবি সমস্ত ছবিই সুপারহিট।

এবার সেই তৈমুরকে দেখা গেল বাবার সঙ্গে চাষ করতে। গেল চাষের জমিতে।পতৌদি প্যালেসে বাবার সাথে জমিতে চাষে সাহায্য করতে দেখা গেল তৈমুরকে। পতৌদি পরিবারের ১০ একর জমিতে আছে পতৌদি প্যালেস,ওই এলাকায় চাষের কাজ হয়। সেখানেই বাবার সাথে মন দিয়ে ক্ষেতে কাজ করতে দেখা গেল তৈমুরকে। কাদায় দাড়িয়ে থাকা ছোট্ট তৈমুরের ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন,এনগেজমেন্ট সেরে ফেললেন  অভিনেত্রী গওহর খান, পাত্র খ্যাতনামা গায়কের পুত্র  

বেশ কিছুদিন আগে সইফ করিনা অল্পদিনের ছুটি কাটাতে গেছিলেন পতৌদি প্যালেসে, ছবিগুলো সম্ভবত  সেইসময় তোলা। ছবিতে সইফ কালো টি-শার্ট এবং সাদা ট্রাউজার পরে আছে এবং ছোট্ট তৈমুরকে দেখা যাচ্ছে অফ হোয়াইট টি-শার্ট এবং হাফ জিন্সে।

দ্বিতীয় বার মা হতে চলেছেন করিনা কাপুর, বেশ কয়েকদিন আগেই অভিনেত্রীর কয়েকটি ছবি প্রকাশ্যে আসে যেখানে মা ববিতার সাথে দেখা যায় করিনাকে। ছবি গুলোয় স্পষ্ট করিনার বেবি বাম্প।

দিন কয়েক আগেই ব্যাট হাতে তৈমুরের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন করিনা কাপুর। যেখানে ক্যাপশনে  তিনি লিখেছিলেন আইপিএল এ কোনো জায়গা থাকলে খেলতে চায় তৈমুর। সেই ছবিও বেশ পছন্দ করেছিল নেটিজেনরা।  কেউ কেউ কমেন্ট করে বলেছিলেন দাদু মনসুর আলি খান পতৌদির মতোই হয়েছে তৈমুর। ভারতীয় ক্রিকেট টিমের একসময় জনপ্রিয় খেলোয়াড় ছিলেন মনসুর আলি খান পতৌদি।

বর্তমানে ‘ভূত পলিশ’ ছবির শুটিং এ ডালহৌসিতে আছেন সইফ আলি খান। করিনা তার পরিবারের সঙ্গে মুম্বইতে আছেন।

আরো পড়ুন,করোনায় আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *