করোনার প্রকোপ বাড়ায় দিল্লি, মুম্বই এর মতো একাধিক শহরে ফিরছে আংশিক লকডাউন 

করোনার প্রকোপ বাড়ায় দিল্লি, মুম্বই এর মতো একাধিক শহরে ফিরছে আংশিক লকডাউন

বিগত কিছুদিন ধরে ভারতের একাধিক শহরে বাড়িছে করোনা সংক্রমণ।দিল্লি, মুম্বই, অহমেদাবাদ ইত্যাদি শহরে আংশিক লকডাউনে কোথাও বন্ধ স্কুল কলেজ আবার কোথাও জারি নাইট কারফিউ।

করোনার প্রকোপ বাড়ায় দিল্লি, মুম্বই এর মতো একাধিক শহরে ফিরছে আংশিক লকডাউন। যার জেরে কোথাও এবছর আর স্কুল খুলবে না, আবার কয়েক শহরে আজ থেকে জারি নাইট কারফিউ, আবার কোথাও কোভিড বিধি না মানায় নেওয়া হচ্ছে জরিমান।

করোনার প্রকোপ বাড়ায় দিল্লি, মুম্বই এর মতো একাধিক শহরে ফিরছে আংশিক লকডাউন।কোভিড সংক্রমণ ভারতে অনেকটা কমে গেলেও বেশ কয়েকটি শহরে কোভিড যেভাবে বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

অনেক দেশেই ইতিমধ্যেই কমে গিয়েও ফিরে এসেছে কোভিড, যার জন্য দ্বিতীয় দফায় লকডাউনও চালু হয়েছে সেই সমস্ত দেশে। ব্রিটেন, ইতালি, জার্মানি, স্পেন, ইউরোপের বেশ কিছু দেশ আছে সেই তালিকায়। এবার সেই তালিকায় ভারতের বেশ কয়েকটি শহর৷

গোটা দেশজুড়ে লকডাউন না হলেও দিল্লি, মুম্বই, জয়পুর, অহমদাবাদ, ইন্দৌর ইত্যাদি শহরে পুনরায় লকডাউন চালু করা হচ্ছে।

আরো পড়ুন: ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে দিল্লিতে, দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে আটহাজার, আতঙ্কে দিল্লিবাসী

জুলাই মাস থেকেই পুনরায় কোভিড সংক্রমণের ধাক্কা দ্বিতীয় দফায় শুরু হয় এই শহরগুলিতে, যা ক্রমশ বেড়েই চলেছে। মহারাষ্ট্রের তুলনায়  দিল্লিতে বেড়েছে দৈনিক সংক্রমণ। করোনাকে রুখতে এই শহর গুলিতে ফিরছে আংশিক  লকডাউন।

দিল্লিতে ১৬ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ। এই অবস্থায় দিল্লিতে মুখে মাস্ক না পরে বেরোলে ৫০০০ টাকার জরিমানা নেওয়া হবে৷ এছাড়াও বাকি করোনাবিধি না মানলেও একই জরিমানা দিতে হবে। বিয়েবাড়ি বা যে কোন অনুষ্ঠানে ৫০ এর বেশি অতিথি বলা যাবে না। দোকান, মার্কেট খোলা রাখা হবে তবে কড়া ভাবে সমস্ত কোভিডবিধি পালন করতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ববিধি।  মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন  সামগ্রিক ভাবে লকডাউন না হলেও  এইসব বিধিনিষেধ মানতেই হবে।

গুরগাঁও তে সবে স্কুল খুলেই ১৭৪ পড়ুয়া করোনা পজিটিভ ধরা পড়ে, ১০৭ জন শিক্ষক কোভিডে আক্রান্ত হন। সাথে সাথে রাজ্যের সমস্ত স্কুল ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ করে দিয়েছে হরিয়ানা সরকার।

মুম্বইয়ের কোনও স্কুল এবছর খুলবে না বলেই জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের উপরেই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে স্কুল এখন খোলা হবে কি না। তবে জানানো হয়েছে নতুন বছরে খুলতে পারে স্কুল।

অহমদাবাদে শুক্রবার রাত ৯টা থেকেই জারি করা হয়েছিল সম্পূর্ণ কারফিউ যা শনিবার সকাল পর্যন্ত থাকবে। মেডিসিনের দোকানে ছাড় ছিল। স্কুল কলেজ বন্ধ থাকবে ২৩ নভেম্বর পর্যন্ত।  রাজকোট, সুরত, ভডোদরাতে শনিবার  রাত থেকে কারফিউ জারি হবে।

ইন্দোরে ২১ নভেম্বর থেকে  নাইট কারফিউ শুরু, জরুরি পরিষেবা ছাড়া এবং কারখানা শ্রমিকদের ছাড়া সকলে এর আওতাভুক্ত।ভোপাল, গ্বালিয়র, বিদিশাতেও রাতে কারফিউ জারি হয়েছে। তবে সামগ্রিক ভাবে লকডাউন হবে না বলেই জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

রাজস্থানের সমস্ত জেলায়  শনিবার থেকে ১৪৪ ধারা জারি থাকছে।

আরো পড়ুন: করোনায় আক্রান্তের শীর্ষে আমেরিকা, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কোটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *