উৎসবের মরশুমে দুর্দান্ত অফার Xtreme 160R এ মিলবে প্রচুর ক্যাশব্যাক 

উৎসবের মরশুমে দুর্দান্ত অফার Xtreme 160R :

উৎসবের মরশুমে বাইকপ্রেমীদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হিরো, Xtreme 160R এ মিলবে প্রচুর ক্যাশব্যাক , বাইকপ্রেমীদের জন্য সুখবর দিল হিরো,  Xtreme 160R এর মতো দুর্দান্ত মডেল ক্রয়ে মিলবে প্রচুর ছাড়, সাথে বোনাসও

উৎসবের মরশুমে দেশের অন্যতম টু-হুইলার সংস্থা হিরো দেওয়ালিতে নয়া ধমাকা অফার নিয়ে এসেছে বাইকপ্রেমীদের জন্য৷ বাইকের জগতে বরাবরই  জনপ্রিয় ব্র‍্যান্ড হিরো, হিরো র নতুন মডেল Xtreme 160R এর উপর প্রচুর অফারের ঘোষণা করেছে হিরো।

উৎসবের মরশুমে যারা নতুন বাইক কিনবেন বলে ভাবছিলেন তাদের জন্য দারুণ সুযোগ, হিরোর এই মডেল কিনলে প্রচুর ক্যাশব্যাক ছাড়াও অনেক ছাড় পাওয়া যাবে।

আরো পড়ুন,টয়োটা আরবান ক্রুজার এসইউভি ইঞ্জিন সহ অভ্যন্তরীণ বৈকল্পিক বিবরণ

এই বাইকটি সিঙ্গেল এবং ডুয়েল ডিস্ক ব্রেক এ উপলব্ধ। ডিস্ক ব্রেকের সাথে অতিরিক্ত সুরক্ষার জন্য দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। ১৫ বিএইচপি পাওয়ার ও ১৪এন এম অবধি টক জেনারেটের সুবিধা যুক্ত এই বাইকটি তিনটি চমৎকার রঙে পাওয়া যাবে, রঙগুলি হল সিলভার হোয়াইট, স্পোর্টস রেড এবং ভাইব্র‍্যান্ট ব্লু।

অত্যাধুনিক এই বাইকে থাকছে ১৬৩ সিসি ইঞ্জিন। মাত্র ৪.৭ সেকেন্ডে ৬০ কিমি গতিবেগ নিতে পারবে।

Hero Xtreme 160R এর সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ১,০৩,৩০০ টাকা, এবং ডুয়েল ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম ১,০৬,৩০০ টাকা।

Hero Xtreme 160R কিনলে বাইক এক্সচেঞ্জ অফারে মিলবে প্রচুর বোনাস। পুরোনো টু হুইলার এক্সচেঞ্জ করলে ৩০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। যাদের হিরো স্কুটার বা বাইক আছে তারা পাবে ২হাজার টাকার লয়্যালিটি বোনাস, আবার যেসব কর্পোরেট কোম্পানির সাথে হিরো মোটো কর্প যুক্ত সেইসব কোম্পানির কর্মীরা পাবে ২০০০ টাকার অতিরিক্ত কর্পোরেট বোনাস।

শুধু এক্সচেঞ্জ অফারই নয় তার সাথে সাথে প্রচুর  ক্যাশব্যাক অফারও পাওয়া যাবে। যারা আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে এই বাইকটি ক্রয় করবেন তারা পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও থাকবে পেটিএম এর মাধ্যমে ট্রানজাকশন এর সুবিধা। পেটিএম এর মাধ্যমে যদি আপনি বাইকটি ক্রয় করেন তাহলে আপনি সাড়ে ৭৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

উল্লেখ্য এই অফার গুলি সীমিত সময়ের জন্য এবং কিছু শর্তাবলী প্রযোজ্য, এই অফারটি চলবে ১৭ ই নভেম্বর, ২০২০ পর্যন্ত।

আরো পড়ুন,নতুন কিয়া সোনেট এসইউভি লঞ্চ ১০.২৫ ইঞ্চি এইচডি ইনফোটাইনের স্ক্রিন সহ গাড়িটির মডেল এবং ফিচার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *