Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
1 তারিখ থেকে অ্যামাজনে শুরু হয়েছে Amazon Wow Salary Days Sale, যা চলবে 3 ডিসেম্বর পর্যন্ত। এই সেলে ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয় করলে মিলবে 10 শতাংশ ছাড়
প্রচুর ছাড়ে ব্র্যান্ডেড টিভ, ফ্রিজ, Amazon Wow Salary Days সেল এ, দেখে নিন কোন জিনিসে কত ছাড়। বৃহস্পতিবার 3 ডিসেম্বর পর্যন্ত।এই সেলে বিপুল ছাড়ে মিলবে ফ্রিজ, টিভি, এসি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, থেকে ল্যাপটপ, ফোন এবং আরও নানান কিছু পাওয়া যাবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে।
প্রচুর ছাড়ে ব্র্যান্ডেড টিভ, ফ্রিজ, Amazon Wow Salary Days সেল এ, দেখে নিন কোন জিনিসে কত ছাড়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে Amazon Wow Salary Days Sale। যা চলবে বৃহস্পতিবার 3 ডিসেম্বর পর্যন্ত।এই সেলে বিপুল ছাড়ে মিলবে ফ্রিজ, টিভি, এসি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, থেকে ল্যাপটপ, ফোন এবং আরও নানান কিছু।
বছরের শেষ মাস ডিসেম্বর, সামনেই বড় দিন, তার আগে প্রচুর কিছু কেনার থাকে অনেকেরই। আর মাসের শুরুতেই Amazon এর তরফে তিন দিনের সেল দেওয়া হচ্ছে৷ Amazon Wow Salary Days Sale এ 3 ডিসেম্বর পর্যন্ত প্রায় সমস্ত কিছুতেই বিপুল ছাড় দেওয়া হচ্ছে।
আরো পড়ুন: আর মাত্র সাত দিনের অপেক্ষা, ভারতে আসছে বহু প্রতীক্ষিত Moto G 5G
Wow Salary Days Sale এ এই ই-কমার্স সংস্থা নামীদামি ব্র্যান্ডের প্রডাক্টসে অনেক ছাড় দিচ্ছে কাস্টোমার দের। যেখানে LG, Sanyo, Voltas, OnePlus ইত্যাদি কোম্পানির টিভি থেকে, Samsung, panasonic ইত্যাদি কোম্পানির মাইক্রোভেন এও রয়েছে প্রচুর ছাড়। হেডফোনের উপর থাকছে 60 শতাংশ পর্যন্ত ছাড়, ওয়াশিং মেশিনের উপর থাকছে 30 শতাংশ পর্যন্ত ছাড়, আবার ব্র্যান্ডেড টিভির উপর থাকছে 35 শতাংশ ছাড়, ল্যাপটপের উপর 40 শতাংশ, হোম অ্যপ্লায়েন্সের উপর 50 শতাংশ, ফার্নিচারের উপর 60 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও যাঁরা ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড এবং ইএমঅাইয়ের সুবিধা ব্যবহার করে ক্রয় করবেন তারা ইন্সট্যান্ট 10 শতাংশ ছাড় পাবেন। তবে একটি কার্ড ব্যবহার করে একবারই সুবিধা পাওয়া যাবে। সর্বনিম্ন 7500 টাকার কেনাকাটা করলে এই সুবিধা পাওয়া যাবে।
ক্রেডিট কার্ডে কিনলে সর্বোচ্চ 1500 টাকা এবং ইএমঅাই ফেসিলিটিতে সর্বোচ্চ 2000 টাকার ছাড় পাওয়া যাবে৷
গ্রাহকেদের নো-কস্ট EMI সুবিধা এবং এক্সচেঞ্জ অফারও দেওয়া হবে Amazon Wow Salary Days Sale-এ।
গৃহস্থের জিনিস এবং ইলেকট্রনিক্স এর প্রোডাক্টে 40% ছাড়ে বিভিন্ন বড় ব্র্যান্ড যেমন Daikin, LG, Sanyo, Voltas এসব কোম্পানির ওয়াশিং মেশিন থেকে AC তে মিলবে 30% পর্যন্ত ছাড়। চিমনিতেও মিলছে 40% অবধি ছাড়। যারা রেফ্রিজারেটর কিনবেন বলে ভেবেছেন তাদের কাছে সুবর্ন সুযোগ। Amazon এর Wow Salary Days Sale-এ ফ্রিজ মাত্র 6,490 টাকা থেকেই মিলছে।
এছাড়াও ল্যাপটপ, Boat, JBL এবং Mi-এর সাউন্ড সিস্টেম এ 30 শতাংশ, হেডফোনে থাকছে 50 শতাংশ, স্পিকার্সে থাকছে এক্কেবারে 50 শতাংশ ছাড়। এছাড়াও কম্পিউটারের নানা পার্সেও মিলবে 40% ছাড় দেবে Amazon।
গিজার্স থেকে ওয়াটার পিউরিফায়ার্সেও 40 শতাংশ পর্যন্ত ছাড় থাকছে Wow Salary Days Sale-এ। তবে এই অফারে একবার কোনো প্রোডাক্ট অর্ডার করার পর তা আর রিটার্ন বা ক্যান্সেল করা যাবে না।
আরো পড়ুন: দুর্দান্ত অফার BSNL-এর, ফ্রি তে তিনমাস দেবে নেট সহ একাধিক সুবিধা