৬২ বছরের লাকি আলীকে দেখা মনখারাপ তার অনুরাগীদের ,৯০ সালের জনপ্রিয় গায়ক লাকি আলী বলিউডের বিখ্যাত কমেডিয়ানের পুত্র।
প্রিয় গায়ককে ফিরে পেয়ে নস্টালজিক অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লাকি আলীর গান ‘ও সনম’। শেষবার তাকে দেখা গেছিল ২০০৯ সালের একটি মিউজিক অ্যালবামে।
প্রিয় গায়ককে ফিরে পেয়ে নস্টালজিক অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লাকি আলীর গান ‘ও সনম’।
একসময় গানের জগতে রাজত্ব করতেন লাকি আলী, তারপর বলিউড কে বিদায় জানিয়ে চলে গেছিলেন নিউজিল্যান্ডে, অনুরাগী হয়তো ভাবেন নি আবার লাকি আলীর গান শুনতে পারবেন। তবে তা হয়েছে, সম্প্রতি লাকি আলী ‘ও সনম’ গানটি গেয়েছেন, যা এখন ভাইরাল নেট দুনিয়ায়। এই গান শুনের অনেকই নস্টালজিক হয়ে পড়েছেন। দীর্ঘদিন গানের জগতের অন্তরালে থাকলেও তার অনুরাগীরা আজও তাকে ভোলেনি। তাই তো লাকি আলীর ভক্তরা দীর্ঘদিন পর তার গান শুনে বলেছেন ২০২০ র সেরা উপহার। তবে লাকি আলীর এই ভিডিও দেখে আবেগে ভেসেছেন ভক্তরা। তার চেহারা, বয়সের ভার, জরাজীর্ণ অবস্থা কাঁদিয়েছে অনুরাগীদের।
১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামের ‘ও সনম ‘ গানটির জন্য শ্রেষ্ঠ পপ গায়ক পুরস্কার লাভ করেন তিনি। সেই থেকে ২০০২ সাল পর্যন্ত অনেক ভালো গান উপহার দিয়েছেন শ্রোতাদের, তারপর বেশ কিছুদিন অন্তরালে থাকলেও পুনরায় ২০০৯ সালে গানের অ্যালবাম ‘জুয়ি’ নিয়ে ফেরেন তিনি, তবে তার পর নিউজিল্যান্ডে চলে যান তিনি। সেখানে চাষবাস করেন দিন কাটাতে থাকেন, ফেরেননি গানের জগতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লাকি আলীর গান ‘ও সনম’ এই ভিডিওটিতে সাদা টুপি, কালো পাঠান পোশাক এবং গিটার হাতে ‘ও সনম’ গানটি গাইতে দেখা যাচ্ছে তাকে, বয়সের ভারে কখনও গানের তাল কেটে যাচ্ছে, কখনও হাসছেন তিনি। একাকিত্ব যেন স্পষ্ট তার গলায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রচুর মানুষ দেখেছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, কেউ নস্টালজিক হয়ে পড়েছেন তো কেউ চিন্তা প্রকাশ করছেন গায়ককে দেখে।
লাকি আলী বিখ্যাত কমেডিয়ান মেহমুদের ছেলে। তার মাসি মীনা কুমারি। লাকি আলীর আসল নাম মকসুদ। ছোট থেকেই গান এবং অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিতে চেয়েছিলেন তিনি। গায়ক হওয়ার সাথে সাথেই বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেন তিনি।
তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে ‘এক বাপ ছয় বেটে’ ছবিতে।১৯৬২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘ছোটে নবাব’।
এরপর ‘ইয়ে হ্যায় জিন্দগি’, ‘হমারে তুমহারে’ ‘ত্রিকাল’-‘কাঁটে’ এবং ‘সুর’ ছবিতে দেখা যায় তাকে। সুর ছবিতে তার গান মুগ্ধ করেছিল সঙ্গীত প্রেমীদের।
‘১৯৭৬ সালে মেহমুদের ছবি ‘এক বাপ ছয় বেটে’ ছবিতে প্রথম গান করেন লাকি।
বৈবাহিক জীবনেও সুখী হয় নি লাকির আলী। তিনবার বিয়ে করেন, তিনবারই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নিউজিল্যান্ডের মডেল মেগান জেন ম্যাক ক্লিয়ারি-র সঙ্গে ১৯৯৬ সালে বিয়ে করেন। ওই বছর তার জনপ্রিয় গান ‘ও সনম’-এ অভিনয় করতে দেখা গেছিল তার প্রথম স্ত্রী কে। প্রথম পক্ষে দুই সন্তান আছে তার। ২০০২ সালে তিনি বিয়ে করে অনাহিতা এক পার্সি মেয়েকে, লাকি আলীকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন ওই নারী, নাম হয় ইনায়া। দ্বিতীয় বিয়েতেও দুই সন্তান হয় তাদের। এরপর ২০০৯ সালে প্রাক্তন মিস ইংল্যান্ড কেট এলিজাবেথ হ্যাল্লামকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের একটি পুত্র সন্তান হয়। ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের।
৬২ বছরের গায়কের যেন ছন্নছাড়া জীবনকেই নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, একাকিত্ব তার গানে, তার গিটারে জড়িয়ে আছে।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More