মধ্যপ্রদেশ পুলিশের দক্ষ শ্যুটার মনীশ মিশ্রা এখন ভিক্ষুকের জীবন কাটাচ্ছেন।গত ১০ বছর ধরে রাস্তায় রাস্তায় ভবঘুরে ভারসাম্যহীন মনীশ মিশ্রা।
দীর্ঘ দশ বছর ধরে ভিক্ষুকের জীবন কাটাচ্ছেন এক পুলিশ অফিসার!মধ্যপ্রদেশ পুলিশের দক্ষ শ্যুটার মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে পুলিশের কাজ হারান।
দীর্ঘ দশ বছর ধরে ভিক্ষুকের জীবন কাটাচ্ছেন মানসিক ভারসাম্যহীন প্রাক্তন পুলিশ অফিসার! মানুষের জীবন কখন কোনদিকে বাঁক নেয় তা কারোর জানা থাকে না। একসময় ছিলেন পুলিশ অফিসার, গত এক দশক ধরে ভিক্ষুকের জীবন কাটাচ্ছেন! একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস।মনীষ মিশ্রা, মধ্যপ্রদেশ পুলিশের দক্ষ শ্যুটার দশ বছর ধরে ফুটপাথই তার ঠিকানা।পরিবার পরিজন সবাই থেকেও যেন নেই।
মধ্যপ্রদেশ উপনির্বাচনের পরে রাস্তায় বেরোয় বিজয় মিছিল। বিজিয় মিছিলে কোনো অশান্তি যাতে না হয় তা দেখার জন্য ডিএসপি রত্নেশ তোমর ও বিজয় ভাদোরিয়া ছিলেন সেই মিছিলে। হঠাৎ তাদের নজর পরে এক ভিক্ষুকের দিকে৷
ধুলো তে জট, চিটচিটে মাথা ভর্তি চুল। দাড়ি তে ঢেকে গেছে গাল। ফুটপাতের এক কোনায় জড়োসড়ো হয়ে বসে আছে। হঠাৎ পুলিশ অফিসার বিজয় ওই ভিক্ষুককে নিজের জ্যাকেটটা দিয়ে দেয়। আরেকজন অফিসার রত্নেশ সিং তোমর তাকে একজোড়া নতুন জুতো দিয়ে দেয়। তারপরে সেখান থেকে চলে যাচ্ছিলেন তারা। কিন্তু সেই সময় ওই ভিক্ষুক পুলিশ অফিসার ভাদোরিয়ারকে নাম ধরে ডাকেন। তাঁরা অবাক হয়ে যান যে ওই ভিক্ষুক কিকরে তাদের নাম জানলো। ভিক্ষুকের দিকে এগিয়ে তার নাম জিজ্ঞেস করেন, জানতে পারেন সে মনীশ মিশ্রা।নাম শুনে চমকে যায় ওই পুলিশ অফিসাররা,চিনতে পারেন তাদের ১৯৯৯ সালের ব্যাচমেটকে। মনীশের ভারসাম্য চলে গেলেও তার মনে আছে সকলকেই।
তারা মনীষকে সঙ্গে নয়ে যেতে চান কিন্তু মনীষ আপত্তি জানান। তারপর তাকে এক আশ্রমে নিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন ওই দুই পুলিশ অফিসার।
মনীষ মিশ্রর বাবা এবং কাকা দু’জনেই ছিলেন অ্যাডিশনাল এসপি,মনীশর ভাই হলেন থানার অফিসার ইনচার্জ। বোন দূতাবাসে কাজ করেন। শেষ ডাটিয়া জেলায় শেষ সাব-ইনস্পেক্টর হিসেবে পোস্টিং ছিল মনীষের। যার পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে যান মনীশ এবং ভবঘুরের জীবনে চলে আসেন। পরিবারের লোকেরা বাড়িতে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাই হাল ছেড়ে দিয়েছেন।
দীর্ঘ দশ বছরে ভোপালের বহু আশ্রমে, ভবঘুরে কেন্দ্রে তাঁকে রাখা হলেও সে পালিয়ে যায়, বেছে নেয় ফুটপাতের ভিক্ষুক জীবন। কখনও কেউ খাবার দিলে খান, কখনো না খেয়েই দিন কাটিয়ে দেন। তার সহকর্মীরাও জানিয়েছেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক প্রাক্তন পুলিশ অফিসার মনীশ মিশ্রা।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More