Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
২০২১ এর ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন তৃণা সাহা। তৃণা সাহা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ বর্তমানে টিআরপির নিরিখে প্রথম স্থানে আছে।
সামনেই বিয়ে, তার আগে আইবুড়োভাত পর্ব শুরু তৃণার, সম্প্রতি ব্যাচেলার পার্টিতেও জমিয়ে হুল্লোড় করেছেন পর্দার ‘গুনগুন’! খড়কুটো ধারাবাহিকে সৌজন্য এবং গুনগুনের সম্পর্ক, খুনসুটি বেশ ভালো লাগছে দর্শকদের৷ সিরিয়ালে বিয়ের পর এবার বাস্তবেও বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।’কৃষ্ণকলি’ ধারাবাহিকের নিখিলের সাথে বিয়ে তৃণার।
সামনেই বিয়ে, তার আগে আইবুড়োভাত পর্ব শুরু তৃণার, সম্প্রতি ব্যাচেলার পার্টিতেও জমিয়ে হুল্লোড় করেছেন পর্দার ‘গুনগুন’! নীল-তৃণা জুটির বিয়ে নিয়ে উৎসাহী টলিপাড়া, দীর্ঘ ১০ বছর প্রেমের পর ঘর বাঁধতে চলেছেন তারা। জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ বর্তমানে টিআরপির নিরিখে প্রথম স্থানে আছে। ধারাবাহিকে মিস্টার ক্রেজি মানে সৌজন্যর সাথে গুনগুনের বিয়ে হয়েছে সম্প্রতি। বিয়ের পর শ্বশুরবাড়ীতে গুনগুন এর মজা, নাচ, হই হুল্লোড়ে মেতে আছেন সকলে। সৌজন্য এবং গুনগুনের কেমিস্ট্রি বেশ অন্যরকম। তাদের ১ বছরের কনট্রাক্ট বেড়ে গিয়ে সবসময় তারা একসাথে থাকুক সেই আশাই করছেন দর্শকরা।
আরো পড়ুন: প্রথম ছবি থেকেই সফল অভিনেত্রী কোয়েল মল্লিক,জেনে নিন তার জীবনের নানা কথা…
পর্দার মতো বাস্তবেও খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন তৃণা। ২০২১ এর ফেব্রুয়ারিতে তাদের বিয়ে। বিয়ের পর গ্রীসে হানিমুনে যাবেন একথা আগেই জানিয়েছেন অভিনেত্রী। বিয়ের আগে বাঙালিদের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ার চল আছে। তৃণা সাহা রবিবার মামার বাড়িতে আইবুড়ো ভাত খেলেন। এদিন শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। নীল শাড়ির সাথে রানী কালারের ব্লাউজ,খোলা চুলে দারুণ লাগছিল অভিনেত্রীকে। তৃণার আইবুড়ো ভাতের মেনু ছিল একেবারে বাঙালি মহাভোজ।
মেনুতে ছিল ভাত, শাক, মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পাবদা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, পনীর, চাটনি, পাঁচ পদের মিষ্টি, পায়েস। ইনস্টাগ্রাম আইবুড়ো ভাত খাওয়ার ছবি এবং মামার বাড়ির সকলের সাথে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তৃণা সাহা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এক বিলাসবহুল রিসর্টে বান্ধবীদের সাথে ব্যাচেলর পার্টিতে জমিয়ে মজা করতে দেখা গেছিল তৃণাকে, ব্যাচেলর পার্টিতে নাচ গান, আনন্দ, হই হুল্লোড়ের মুহুর্তের কথা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সকলকে জানিয়েছিলেন তিনি। খড়কুটোর গুনগুন এবং তৃণার মধ্যে যে বেশ মিল আছে তা কিন্তু অভিনেত্রীর ইনস্টাগ্রামের ছবি এবং ভিডিও দেখলেই বোঝা যায়। বাস্তবেও যে তৃণা হই হুল্লোড় করে আনন্দে জীবন কাটাতে ভালোবাসে তা বুঝেছেন নেটিজেনরা।