রহস্যমৃত্যু ‘ডার্টি পিকচার’ এর অভিনেত্রীর আরিয়া বন্দ্যোপাধ্যায়ের, চাঞ্চল্য শহরে

রহস্যমৃত্যু ‘ডার্টি পিকচার’ এর অভিনেত্রীর আরিয়া বন্দ্যোপাধ্যায়ের , চাঞ্চল্য শহরে

‘ডার্টি পিকচার’ এর অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। ১১ ডিসেম্বর যোধপুর পার্কের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। রহস্যমৃত্যু ‘ডার্টি পিকচার’ এর অভিনেত্রীর, চাঞ্চল্য শহরে। জনপ্রিয় সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের কন্যা আরিয়া বন্দ্যোপাধ্যায়ের আসল নাম দেবদত্তা। ‘এলএসডি: লাভ সেক্স অউর ধোকা’, ‘ডার্টি পিকচার’, এ অভিনয় করেছেন আরিয়া।

রহস্যমৃত্যু ‘ডার্টি পিকচার’ এর অভিনেত্রীর, চাঞ্চল্য শহরে । শুক্রবার শহর কলকাতায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর রহস্যময় মৃত্যুতে। যোধপুর পার্কে বাড়ি থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের দেহ। আরিয়া বন্দ্যোপাধ্যায়ের আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের কন্যা তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে অভিনেত্রীর দেহ উদ্ধারের সময় তাঁর নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছিল,শুক্রবার বাড়ির পরিচারিকা বহুবার বেল বাজিয়ে সাড়া না পাওয়ায় ডাকাডাকি করে, তাতেও লাভ হয়না, এরপর ফোন করলে ফোন সুইচড অফ আসে, তারপর পরিচারিকা প্রতিবেশীদের জানান, প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘরের দরজা ভেঙে সংজ্ঞাহীন অবস্থায় তাকে বিছানায় দেখা যায়, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান মারা গেছেন আরিয়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন: প্রয়াত ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ র জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগর

জানা গেছে একাকিত্বে ভুগছিলেন অভিনেত্রী, বেশিরভাগ সময় কুকুরকে নিয়েই কাটতো, বাড়ির পরিচারিকা আসলে দরজা খুলে নিজের মতো ঘরে চলে যেত, কারোর সাথে তেমন কথা বলতেন না। বাড়ির পরিচারিকা জানিয়েছেন কখনও বন্ধুবান্ধবদেরও বাড়িতে আসতে দেখেননি তিনি। তিনতলার যে ঘরে আরিয়ার দেহ মিলেছে সেই ঘরের মেঝেতেও ছিল রক্ত।
বছর ৩৩ এর আরিয়ার মৃত্যু আত্মহত্যা, না খুন, নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভনেত্রী তা নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ। অভিনেত্রীর ঘর থেকে অনেক মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।

বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন আরিয়া। যার মধ্যে আছে ‘এলএসডি: লাভ সেক্স অউর ধোকা’, ‘ডার্টি পিকচার’ ছবির বিদ্যা বালনের সাথে অভিনয় করেছিলেন আরিয়া। ২০১৪ সালের ‘সাবধান ইন্ডিয়া’ সিরিজেও অভিনয় করেছেন আরিয়া বন্দ্যোপাধ্যায়।

আরিয়ার প্রথম সিনেমা ‘লাভ সেক্স অউর ধোকা’ তার আগে আরিয়া মডেলিং করতেন। চলচ্চিত্র জগতে এই বছরটা ভীষণ খারাপ। ইরফান খান, ঋষি কাপুর, সরোজ খান, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুত, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ একাধিক তারকার মৃত্যুতে বিপর্যস্ত সিনে মহল। অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাভিভূত সিনে ইন্ডাস্ট্রি।

আরো পড়ুন: দেনার দায়ে আত্মঘাতী ‘তারক মেহতা কা উলটা চশমা’র লেখক অভিষেক মাকওয়ানার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *