বিয়ের পর প্রথম কপিল শর্মার শো তে একসাথে হাজির নেহুপ্রীত

 বিয়ের পর প্রথম কপিল শর্মার শো তে একসাথে হাজির নেহুপ্রীত

‘দ্য কপিল শর্মা’ শো য়ে প্রথম বার একসাথে হাজির নবদম্পতি নেহুপ্রীত। রোহনের জন্য স্টেজে গান গাইবেন নেহা কক্কর। বিয়ের পর বিভিন্ন শো’তে নেহা কক্করকে দেখা গেলেও নেহা কক্কর এবং তাঁর স্বামী রোহনপ্রীত সিং কে এই প্রথম একসাথে দেখা যাবে ‘দ্য কাপিল শর্মা শো’ তে, নেহুপ্রীত তাদের মিষ্টি সম্পর্কের কিছু কথা বলবেন তেমনি রোমান্টিক ভঙ্গিতে নেহা কক্কর গান গাইবেন রোহনপ্রীতের জন্য।

বিয়ের পর প্রথম কপিল শর্মার শো তে একসাথে হাজির নেহুপ্রীত। কপিল শর্মা নেহা কক্কর এবং রোহনপ্রীত এর উপস্থিতিকে রোমান্টিক করে তোলার জন্য সবরকম চেষ্টা করেন। কপিল শর্মার পুরো টিম মিলে নেহুপ্রীতের স্টেজে উপস্থিতিকে ভীষণ ভাবে রোমান্টিক করে তোলেন।

হাটু গেড়ে নেহাকে প্রপোজ করেন রোহনপ্রীত

স্টেজে বরের বেশে ধূমধাম করে এন্ট্রি হয় রোহনপ্রীতের। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘কুচ কুচ হোতা হে’ ছবির সাজন জি ঘর আয়ে গানটি। নেহা কক্করকে গোলাপ এবং হার্ট শেপ এর বেলুন দিয়ে প্রোপোজ করবেন রোহনপ্রীত।

আরো পড়ুন: আদিত্য – শ্বেতার রিসেপশনে উপস্থিত ছিলেন যেসব তারকারা

নেহা রোহনের জন্য গান গাইবেন

বিয়ের কয়েকদিন আগে প্রকাশ পাওয়া ‘নেহা দা বেয়া’ এবং মিলে হো তুল হামকো গানটি গাইবেন নেহা, কপিল শর্মা শো’ য়ের সকলেই এই জোড়ির প্রশংসা করবেন।

রোহন এবং নেহাকে মজাদার প্রশ্ন

কপিল শর্মা রোহনপ্রীতকে জিজ্ঞেস করবেন বাচ্চাকে টয়লেট করানোর জন্য কেমন আওয়াজ দেবে। এরপর রোহনপ্রীত এমন আওয়াজ করবে যে সকলেই হেসে ফেলবে। কপিল শর্মা নেহাকে জিজ্ঞেস করবেন বিয়ের পর মু দিখাই এর রীতি হয়েছিল কি না, নেহা বলবেন সেটা হয়নি কিন্তু রিং খোঁজার রীতি হয়েছিল এবং সেটায় নেহাই জিতেছিল। এরপর কপিল শর্মাও রিং খোঁজার জন্য এই রসমটা করবেন, এখানেও নেহাই জিতবেন।

নেহুপ্রীতের ভালোবাসার ঝলক

কপিল শর্মার শো’তেও সদ্য বিবাহিত দম্পতি রোহনপ্রীত সিং এবং নেহা কক্করের মাখো মাখো সম্পর্ক দেখা যাবে, এবং সাথেই কপিল শর্মার হাসি মজার প্রশ্ন উত্তরে জমে উঠবে এই পর্ব।

২৪ অক্টোবর বিয়ে হয়েছে নেহুপ্রীতের

সঙ্গীতশিল্পী নেহা কক্কর পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং কে ২৪ অক্টোবর বিয়ে করেন। ‘নেহু দা বেয়া’ মিউজিক ভিডিও করতে করতে একে অপরকে মন দিয়ে ফেলে রোহন এবং নেহা।

আরো পড়ুন: ব্রেকিং নিউজ, শীঘ্রই বিয়ে করতে চলেছেন টলি তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *