Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
পাপারাৎজিদের দেখে ‘নো ফটো’ বলে চিৎকার তৈমুরের। তৈমুরকে শাসন না করায় করিনা কাপুরকে নিয়েও সমালোচনা পাপারাৎজিদের দেখে লাথি, ছোট্ট তৈমুর আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। পাপারাৎজিদের দিকে লাথি, ভেংচি কাটা কোনোটাই বাদ দেন না নবাব পুত্র। তৈমুরের এমন আচরণের পরেও করিনা কাপুর কেন শাসন করলেন না ছেলেকে এই নিয়েও উঠেছে প্রশ্ন।
পাপারাৎজিদের দেখে লাথি, ছোট্ট তৈমুরের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। সইফ পুত্র ছোট্ট তৈমুর বেশ জনপ্রিয়, বিভিন্ন সময় পাপারাৎজিদের নজর কাড়তে দেখা যায় তাকে। বড় হলে যে সে হিরো হবে একথা তাকে দেখেই বোঝা যায়। তবে এবার তৈমুরের প্রশংসা নয় বরং ক্ষুদের আচরণ দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। এই অবস্থাতেও কাজে ব্যস্ত করিনার সাথে মাঝেমধ্যেই দেখা যায় তৈমুরকে।
সম্প্রতি বেবোর সাথে দেখা যায় তৈমুরকে, যেখানে পাপারাৎজিদের দেখে রেগে যায় তৈমুর তারপর ‘নো ফটো’ বলে চিৎকার করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও তে দেখা যায় শুধু ‘নো ফটো’বলে চিৎকারই নয়, পাপারাৎজিদের দিকে লাথি, ভেংচি কাটা কোনোটাই বাদ দেন না নবাব পুত্র। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা সমালোচনা শুরু করে দেন ছোট্ট তৈমুরের আচরণ দেখে।
আরো পড়ুন: শুধু কি প্রোফাইল, নাকি নিজের জীবন থেকেই তৃতীয় স্বামী রোশনকে মুছে ফেলতে চায় শ্রাবন্তী?
অনেকেই প্রশ্ন তোলেন তার শিক্ষা নিয়ে,করিনার সামনে তৈমুরের এমন আচরণের পরেও করিনা কাপুর কেন শাসন করলেন না ছেলেকে এই নিয়েও উঠেছে প্রশ্ন।
কিছুদিন আগেই মা বাবার সাথে হিমাচল প্রদেশে ছুটি কাটিয়ে সম্প্রতি মুম্বই ফিরেছে তৈমুর, হিমাচল প্রদেশের ধরমশালায় মৃৎশিল্পীদের আকড়া ধর্মাকোটে করিনা কাপুর তৈমুরকে নিয়ে ছবি তোলেন যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
মুম্বইতে ফিরে বিজ্ঞাপনের শুটিং করার সময় অন্তঃসত্ত্বা বেবোর একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ব্যস্ততার মাঝেই বিরতি নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন হয় ববিতার বাড়িতে, যেখানে যাওয়ার সময়েই করিনার সাথে থাকা ছোট্ট তৈমুর পাপারাৎজিদের দেখে ভেংচি কাটে,লাথি দেখায়৷ আগামী ২০ ডিসেম্বর তৈমুরের জন্মদিন। তার আগেই এহেন আচরণে বেজায় চটেছেন পাপারাৎজিরাও। করিনা এবং তৈমুরের পরে পর কুনাল খেমুর কোলে ইনায়াকেও ববিতার বাড়ি যেতে দেখা যায়৷ করিশ্মা কাপুর মেয়ের সাথে যান মায়ের বাড়ি, যেখানে ক্যামেরা বন্দী হন করিশ্মাও।