লক্ষ্মী’ র নতুন গান ‘বম ভোলে’ তে অক্ষয়ের তান্ডব নৃত্যে মুগ্ধ নেটিজেনরা 

লক্ষ্মী’ র নতুন গান ‘বম ভোলে’তে অক্ষয়ের তান্ডব নৃত্যে মুগ্ধ নেটিজেনরা

লক্ষ্মী’ র নতুন গান ‘বম ভোলে’ তে লক্ষ্মীর অবতারে অক্ষয়ের ত্রিশূল হাতে নৃত্য মন কেড়েছে নেটিজেনদের।সিনেমা মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

‘লক্ষ্মী’ র নতুন গান ‘বম ভোলে’ মুক্তি পাওয়ার পরেই মিলিয়ন ভিউজ হয় গানটির। প্রতিবারের মতোই অক্ষয় কুমার তার এই নতুন গানে নিরাশ করেননি অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই গান। এক নতুন অবতারে এই গানে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে, যেখানে লাল রঙের শাড়ি পরে ত্রিশূল হাতে  শিব এবং পার্বতীর মিলিত রূপের সামনে নৃত্য করছেন। কখনও তার তান্ডব নৃত্য করতে দেখা যাচ্ছে। অভিনেতার নাচের স্টেপে এবং তার অভিনয়ের চমকে মুগ্ধ ফ্যানেরা, ইতিমধ্যেই সোশ্যাল সাইটে এই গানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। লাল শাড়ি এবং চুরি পরে অক্ষয় কুমারের ট্রান্সজেন্ডার লুক নজর কেড়েছে সকলের,

পরিচালক রাঘব লরেন্সের দক্ষিণী সিনেমা কাঞ্চনা-র হিন্দি রিমেক ‘লক্ষ্মী’।

প্রথমে এই সিনেমার নাম লক্ষ্মী বম্ব রাখা হয়েছিল কিন্তু  পরে এই নামে বিতর্কের সূত্রপাত হয় কারণ অনকেই বলেন হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। তারপর একাধিক বিতর্ক এবং বিক্ষোভের পর অবশ্য এই ছবির নাম বদলে রাখা হয় ‘ লক্ষ্মী’।

অক্ষয় কুমার এবং কিয়ারা আডবানী অভিনীত এই ছবির গান বুর্জ খলিফা এবং ছবির দুটি পোস্টার সামনে এসেছে, যেখানে অক্ষয় কুমারের নতুন অবতার দেখে অনুমান করা যাচ্ছে এই সিনেমা কতটা রোমহষর্ক হবে।

এর আগে এই ছবির গান  ‘বুর্জ খলিফা’ মুক্তি পাওয়ার পরেই ইউটিউব ট্রেন্ডিং-এ ১ নম্বরে পৌঁছে গেছিল। মুক্তির কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক ভিউজ হয়েছিল ‘বুর্জ খলিফা’, ইউটিউবে মাত্র ২ দিনেই গানটির ভিউ ২ কোটি ৮ লক্ষেরও বেশি অতিক্রম করে ফেলেছিল।

এবার ‘লক্ষ্মী’র দ্বিতীয় গান ‘বম ভোলে’ও মন জয় করল দর্শকদের। গানটি মুক্তি পাওয়ার আগে অক্ষয় কুমার তার টুইটার হ্যান্ডেলে  লিখেছিলেন, আজ লক্ষ্মীর এমন রুপ দেখতে যা না কখনও দেখেছো না ভেবেছো।

ছবির পোস্টার এবং ট্রেলার মুক্তির পর থেকে সিনেপ্রেমীদের আগ্রহ অনেক বেড়ে গেছে এই সিনেমার প্রতি। ৯ নভেম্বর মুক্তি পাবে ‘লক্ষ্মী’।

আরো পড়ুন,দিল্লির রাস্তায় গৌরীকে বউদি বলে পরিচয় দেন বলিউডের বাদশা, নেপথ্যে কি কারণ জেনে নিন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *