বহুবছর পর আবার নতুন রুপে ফিরছে নোকিয়া Nokia 8000 এবং Nokia 6300 ,Nokia 8000 এবং Nokia 6300 দুটি ফোনেই থাকবে সিঙ্গেল সিম এর ব্যবস্থা।
সস্তায় অত্যধুনিক ফিচার্স নিয়ে ফিরল নোকিয়া Nokia 8000 এবং Nokia 6300।Nokia 8000 4G ফোনটির দাম ভারতীয় মূল্যে প্রায় 6,900 টাকা। আর Nokia 6300 4G ফোনের দাম ভারতীয় মূল্যে প্রায় 4,300 টাকার মতোন।
সস্তায় অত্যধুনিক ফিচার্স নিয়ে ফিরল নোকিয়া Nokia 8000 এবং Nokia 6300 নোকিয়ার অনেক আগের দুই মডেল এবার নতুন রুপে 4G তে নতুন করে ফিরল, Nokia-র এই দুই মডেলই ছিল ভীষণ জনপ্রিয়। Nokia 8000 Nokia 6300 পুনরায় আসছে 4Gতে।এই ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর ছাড়াও আছে ১৫০০ এমএএইচ ব্যাটারি।
Nokia 8000 4G ফোনটির দাম ৭৯ ইউরো অর্থাৎ যা ভারতীয় মূল্যে প্রায় 6,900 টাকা। আর Nokia 6300 4G ফোনের দাম 49 ইউরো যা ভারতীয় মূল্যে প্রায় 4,300 টাকার মতোন।
Nokia 8000 লঞ্চ পাওয়া যাবে ওনিক্স ব্ল্যাক, ওপান হোয়াইট, টোপাজ় ব্লু এবং সিনট্রাইন গোল্ড এই চারটি রঙে। আর Nokia 6300 4G ফোনটি সিয়ান গ্রিন, লাইট চারকোল এবং পাওয়ার হোয়াইট এইসব রঙ উপলব্ধ হবে।
Nokia 6300 4G স্পেসিফিকেশনস
কাইওএস অপারেটিং সিস্টেম দ্বারা চলবে এই ফোন, 2.4-inch ডিসপ্লের এই ফোনে সিঙ্গল-কোর প্রসেসরের থাকবে যেখানে ৫১২ এমবি র্যাম এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Nokia 6300 4G ফোনটির ব্যাটারি ১৫০০এমএএইচ, একবার ফুল চার্জ দিলে প্রায় ২৭ দিন অবধি চলতে পারে এই ফোন। এছাড়াও এই ফোনে থাকছে LTE support, Bluetooth 4.0, GPS এবং চার্জিংয়ের জন্য দেওয়া থাকছে Micro-USB পোর্ট।
এই ফোনটির আকার 131.4x53x13.7mm এবং এই ফোনের উচ্চতা প্রায় 104.7 গ্রাম।
Nokia 8000 4G স্পেসিফিকেশনস – কাইওএস অপারেটিং সিস্টেমের এই ফোনের ডিসপ্লে 2.8-inch। এই ফোনেও হবে সিঙ্গল কোর প্রসেসর এবং স্টোরেজ আগের ফোনটির মতোই। যেখানে ইন্টারনাল স্টোরেজ 4MB RAM এবং 512MB র্যাম।৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। Nokia 6300 4G ফোনটির সমস্ত ফিচারই এর মধ্যে আছে। এর ব্যাটারিও 1,500mAh ব্যাটারি, ফোনটির আকার 132.2×56.5×12.3mm এবং এই ফোনের ওজন 110 গ্রাম।
এই দুটি ফোন যে শুধু সস্তা তাই নয়, পাশাপাশি এই ফোনে গ্রাহকরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, জিমেল ইত্যাদি ব্যবহার করা হয়। তবে ডুয়েল নয় এই দুটি ফোনেই সিঙ্গেল সিম ব্যবহার করা যাবে।খুব শীঘ্রই ভারতে পাওয়া যাবে এই ফোন দুটি।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More