অবসর নিচ্ছেন অলিম্পিকে রৌপ্যপদক জয়ী পিভি সিন্ধু, সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে চাঞ্চল্য 

অবসর নিচ্ছেন অলিম্পিকে রৌপ্যপদক জয়ী পিভি সিন্ধু, সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে চাঞ্চল্য

অবসর নিচ্ছেন অলিম্পিকে রৌপ্যপদক জয়ী পিভি সিন্ধু, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তিনি, মাত্র ২৫ বছর বয়সেই তার অবসরের কথা শুনে স্তম্ভিত হয়ে যায় তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়ায় চাঞ্চল্য।

অবসর নিচ্ছেন পিভি সিন্ধু,সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট দেখে হতবাক ফ্যানরা ৷ পোস্টে ‘আই রিটায়ার’ লিখে সকলকে চমকে দেন তিনি, চাঞ্চল্য ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়া জুড়ে। চারিদিকে কঠিন পরিস্থিতি, এই অবস্থায় হঠাৎ এমন খবর কেন দিলেন এই নিয়ে শুরু হয় জোর চর্চা।

 

View this post on Instagram

 

?

A post shared by sindhu pv (@pvsindhu1) on

নিজের এই পোস্টে রিয়ো অলিম্পিকে রৌপ্যপদক জয়ী সিন্ধু তিন ভাগে পোস্টটি  লেখেন,যেখানে প্রথম ভাগে তিনি লেখেন আই রিয়াটার, তারপর লেখেন ডেনমার্ক ওপেন ছিল তার শেষ টুর্নামেন্ট। তাই পরের ভাগে তিনি লিখেছেন তার পোস্ট পড়ে অনেকেই হতবাক হবেন, তবে পুরো পোস্ট পড়ার পর পড়ার পর বুঝতে পারবেন সকলে যে তিনি কি বলতে চাইছেন এবং তার কথাকেও সমর্থন করবেন সকলে।

আরো পড়ুন,পুনরায় করোনার দাপটে ব্রিটেন আতঙ্ক ছড়াচ্ছে ব্রিটেনে, দ্বিতীয় দফায় লকডাউনের পথে ব্রিটেন

নিজের পোস্টে তিনি আরও লিখেছেন, এই অতিমারি  চোখ খুলে দিয়েছে তার,  প্রতিদ্বন্দ্বীর সাথে শেষ মুহুর্তেও জোরদার লড়াই করার প্রশিক্ষণ দিতে পারেন, দাঁত- নখ সবকিছু দিয়ে ল়ড়াই করতে পারেন ম্যাচের শেষ পর্যন্ত৷ তবে কীভাবে তিনি অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবেন তা বুঝতে পারেন নি তিনি৷ এই ভাইরাস গোটা পৃথিবীকে ওলট পালট করে দিয়েছে।  বহু মাস ধরে বাড়িতে থাকতে হয়েছে। বাইরে যাওয়ার সময় ভয়ে ভয়ে যেতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু মৃত্যু বহু খারাপ ঘটনা পড়েছেন। এবং পৃথিবীতে বসবাস নিয়েও প্রশ্ন জেগেছে।  যার শেষ পদক্ষেপ হল ডেনমার্ক ওপেনে ভারতের প্রতিনিধিত্ব করতে না পারা।

এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে অবসর নিচ্ছেন তিনি। চারিদিকে যে নেচিবাচকতা, আতঙ্ক, অনিশ্চয়তা তা থকে থেকে অবসর নিচ্ছেন তিনি।

তিনি বলেন পরবর্তী প্রজন্মের হাতে সুন্দর বিশ্ব উপহার দিতে  সকলকে লড়তে হবে ভাইরাসের বিরুদ্ধে। করোনা পরিস্থিতিতে ডেনমার্ক ওপেন না হলেও ট্রেনিক না থামিয়ে তিনি দ্বিগুণ পরিশ্রম করে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন বলে জানান এবং সকলকে ভয় না পেয়ে কঠিক পরিস্থিতিতে আরও সচেতন হতে বলেছেন তিনি।

তার পোস্টে পুরোটা পড়ার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার অবসর খেলা থেকে নয়, তার রিটায়রমেন্ট বর্তমানের  কঠিক পরিস্থিতি থেকে, ভয় থেকে।

আরো পড়ুন, অবশেষে এসে গেল আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো , কত দাম, কি কি ফিচার আছে দেখে নিন 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *