Oppo র নতুন ধামাকা, চারটি ফোনের দাম কমাল Oppo Reno 3 Pro

Oppo র নতুন ধামাকা, চারটি ফোনের দাম কমাল Oppo Reno 3 Pro

Oppo Mobile on Amazon

Oppo র চারটি ফোনের দাম কমল, Oppo Reno 3 Pro, A12, A15 এবং F17 কিনতে চাইলে এখন সুবর্ন সুযোগ

ফোনের বাজারে Oppo র চাহিদা বেশ ভালো। এবার একসাথে চার চারটি স্মার্টফোনে দাম কমাল Oppo।

Oppo Reno 3 Pro, A12, A15 এবং F17 ফোনের দাম কমল অনেকটাই।

প্রায়শই আধুনিক ফিচার্সের  নতুন নতুন মডেল লঞ্চ করে Oppo এবার চার চারটি স্মার্টফোনে দাম কমাল Oppo, সম্প্রতি বাজারে এসেছিল Oppo F17 স্মার্টফোন। তবে দাম খানিকটা বেশি হওয়ায় সেই ভাবে চাহিদা দেখা যায়নি এই ফোনের।

এবার চিনা স্মার্টফোন ব্র্যান্ড Oppo F17 স্মার্টফোনের পাশাপাশি আরও তিনটি মডেলের দামও কমিয়েছে। দিনকয়েক আগে  A33 র দাম  কমিয়েছিল  Oppo, তার একদিন পরেই আরও চারটে  চারটি ফোনের দাম কমাল Oppo,এই চারটি ফোন হল Oppo A12, Oppo A15, Oppo F17 এবং Oppo Reno 3 Pro।

আরো পড়ুন: নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে OPPO, আসছে নতুন ঘুরন্ত OLED স্ক্রিনের মডেল , যাতে আছে অত্যাধুনিক সব ফিচার, জেনে নিন বিস্তারিত 

Oppo A Series-এর Oppo A12 এবং Oppo A15 এর দাম 1000 টাকা করে কমিয়েছে Oppo। Oppo A12 যা 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট এর সেটির দাম আগে ছিল 9,990, এখন 1000 টাকা কমে হয়েছে 8,990 টাকা।  এবং  2GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টস এর  Oppo A15 ফোনটির দাম আগে ছিল 9,990 এখন হয়েছে  8990 টাকা।

Oppo A15 এর 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম আগে ছিল 10,990, এখন 1000 টাকা কমে দাম হয়েছে 9990 টাকা।

কিছুদিন আগেই লঞ্চ হওয়া Oppo F17 স্মার্টফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম আগে ছিল 18990,এখন   500 টাকা কমে হয়েছে 18,490 টাকা।

Oppo Reno 3 Pro এর দুটি ভ্যারিয়্যান্ট এর দাম বেশ অনেকটাই কমেছে।  8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যাকিয়্যান্ট এর Oppo Reno 3 Pro-র দাম আগে ছিল 25,990, এখন 1000 টাকা কমে হয়েছে 24,990 টাকা। এই ফোনটির  8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট এর দাম আগে ছিল 29,990 এখন 2000 টাকা কমে নতুন দাম হয়েছে  27,990 টাকা।

একমাস আগে লঞ্চ হওয়া Oppo A33 স্মার্টফোনটির  দাম আগে ছিল 11,990 টাকা যার দাম 1000 টাকা কমে নতুন দাম হয়েছে 10,990।

আরো পড়ুন: সুবর্ণ সুযোগ Tata Sky এর নতুন কানেকশন নিলে মিলছে ৪০০ টাকা পর্যন্ত ছাড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *