Oppo র চারটি ফোনের দাম কমল, Oppo Reno 3 Pro, A12, A15 এবং F17 কিনতে চাইলে এখন সুবর্ন সুযোগ
ফোনের বাজারে Oppo র চাহিদা বেশ ভালো। এবার একসাথে চার চারটি স্মার্টফোনে দাম কমাল Oppo।
Oppo Reno 3 Pro, A12, A15 এবং F17 ফোনের দাম কমল অনেকটাই।
প্রায়শই আধুনিক ফিচার্সের নতুন নতুন মডেল লঞ্চ করে Oppo এবার চার চারটি স্মার্টফোনে দাম কমাল Oppo, সম্প্রতি বাজারে এসেছিল Oppo F17 স্মার্টফোন। তবে দাম খানিকটা বেশি হওয়ায় সেই ভাবে চাহিদা দেখা যায়নি এই ফোনের।
এবার চিনা স্মার্টফোন ব্র্যান্ড Oppo F17 স্মার্টফোনের পাশাপাশি আরও তিনটি মডেলের দামও কমিয়েছে। দিনকয়েক আগে A33 র দাম কমিয়েছিল Oppo, তার একদিন পরেই আরও চারটে চারটি ফোনের দাম কমাল Oppo,এই চারটি ফোন হল Oppo A12, Oppo A15, Oppo F17 এবং Oppo Reno 3 Pro।
Oppo A Series-এর Oppo A12 এবং Oppo A15 এর দাম 1000 টাকা করে কমিয়েছে Oppo। Oppo A12 যা 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট এর সেটির দাম আগে ছিল 9,990, এখন 1000 টাকা কমে হয়েছে 8,990 টাকা। এবং 2GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টস এর Oppo A15 ফোনটির দাম আগে ছিল 9,990 এখন হয়েছে 8990 টাকা।
Oppo A15 এর 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম আগে ছিল 10,990, এখন 1000 টাকা কমে দাম হয়েছে 9990 টাকা।
কিছুদিন আগেই লঞ্চ হওয়া Oppo F17 স্মার্টফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম আগে ছিল 18990,এখন 500 টাকা কমে হয়েছে 18,490 টাকা।
Oppo Reno 3 Pro এর দুটি ভ্যারিয়্যান্ট এর দাম বেশ অনেকটাই কমেছে। 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যাকিয়্যান্ট এর Oppo Reno 3 Pro-র দাম আগে ছিল 25,990, এখন 1000 টাকা কমে হয়েছে 24,990 টাকা। এই ফোনটির 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট এর দাম আগে ছিল 29,990 এখন 2000 টাকা কমে নতুন দাম হয়েছে 27,990 টাকা।
একমাস আগে লঞ্চ হওয়া Oppo A33 স্মার্টফোনটির দাম আগে ছিল 11,990 টাকা যার দাম 1000 টাকা কমে নতুন দাম হয়েছে 10,990।
আরো পড়ুন: সুবর্ণ সুযোগ Tata Sky এর নতুন কানেকশন নিলে মিলছে ৪০০ টাকা পর্যন্ত ছাড়!
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More