Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ফ্যাশন ট্রেন্ডে পাওলির ‘গামোসা’ মাস্ক কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নজর কেড়েছে নেটিজেনদের।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন অভিনেত্রী পাওলি দাম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি সাদা নীল পেড়ে শাড়ির সাথে পরেছিলেন গামোসা মাস্ক। এই গামোসা মাস্ক বেশ পছন্দ হয় তার অনুরাগীদের, আসামিজ গামছা দিয়ে তৈরি এই মাস্ক কোথায় পাওয়া যাবে অভিনেত্রীর পোস্টে জিজ্ঞেস করেন অনেকে।
আরো পড়ুন,সামান্থা আক্কিনেনি পোশাকের ব্র্যান্ড চালু করেছে স্বামী নাগা চৈতন্যের সাপোর্টে
উত্তরে অভিনেত্রী জানিয়েছেন এই মাস্কটি তাকে উপহার দিয়েছেন তাঁর বন্ধু ডিজাইনার জুলি দেব।
ওই পোস্টে পাওলি দাম গামোসা মাস্ক এবং ছোট্ট বটুয়াটি উপহার দেওয়ার জন্য তার বন্ধুকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেছেন তিনি ভীষণ ভাগ্যবান যে এমন ঐতিহ্যশালী দেশে জন্মেছেন।
তিন স্তরের এই গামোসা মাস্ক শুধু যে আরামদায়ক তাই নয় করোনা পরিস্থিতিতে ভীষণ উপকারী জানিয়েছেন অভিনেত্রী।
করোনা মহামারীর জেরে সতর্কতা অবলম্বনের জন্য মাস্ক অতি প্রয়োজনীয়, করোনা আবহে পুজোর ফ্যাশনেও ডিজাইনার মাস্ক এর চাহিদা ছিল ব্যাপক। কেউ ড্রেস এর সাথে ম্যাচিং মাস্ক, তো কেউ সুতির মাস্ক, আবার কেউ এক রঙের মাস্ক, বিভিন্ন মাস্ক বেশ ট্রেন্ডিং করোনা আবহে। এবার পাওলির এই গামোসা মাস্ক বেশ পছন্দ হয়েছে সকলের।
গামছা স্টাইলের শাড়ি, ড্রেস, ব্যাগ, জুয়েলারি বর্তমানে বেশ ট্রেন্ডি, ফ্যাশনের দুনিয়া গামছা নিয়ে কাজ করে যিনি প্রথম সাফল্য পেয়েছিলেন তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় ডিজাইনার বিবি রাসেল, তার কাজ বিশ্বজুড়ে এতটাই সমাদৃত হয়েছিল যে অনেকেই গামছা স্টাইলের পোশাক থেকে বিভিন্ন জিনিস নিয়ে কাজ শুরু করেন।
তবে গামোসা মাস্ক বেশ অভিনব। অসমের ঐতিহ্য গামোসা ব্যবহৃত হয় বিভিন্ন ভাবে।কখনও তা জেলে চাষির পরার কাপড়,কখনও উত্তরীয়,আবার কখনও বিহু নাচের পোশাক, এছাড়াও বিভিন্ন ভাবে।
কোভিড সংক্রমণের ধাক্কায় যখন বিপর্যস্ত দেশ সেই সময় অসমের কামরুপ জেলার এক গ্রামে গামোসা থেকে শুরু হয়েছিল মাস্ক তৈরি।অসমের বিখ্যাত গামোসা দিয়ে তৈরি গামোসা মাস্ক। এই গামোসা আসলে অসমের সাদা রঙয়ের কাপড়, যার উপর থাকে লাল রঙের নকশা।
সেই মাস্ক তৈরি ফুলের থেকে পাখির, বন্যপ্রাণীর নকশা দিয়ে। চলতি বছর এপ্রিল মাস নাগাদ খবরে উঠে এসেছিল গামোসা মাস্ক। যা অভিনেত্রী পাওলি দামের ইনস্টাগ্রাম ছবি পোস্টের আবার সকলের নজরে উঠে এসেছে।
আরো পড়ুন,সায়ানি গুপ্তা অভিনিত চরিত্র পাশাপাশি আসল জীবনেও ততটুকুই বোল্ড