পোষ্য টিয়া বাঁচিয়ে দিল মালিকের প্রাণ, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের এই ঘটনায় পোষ্য টিয়া এরিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

পোষ্য টিয়া বাঁচিয়ে দিল মালিকের প্রাণ 

পোষ্য টিয়া বাঁচিয়ে দিল মালিকের প্রাণ :পোষ্য টিয়ার উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে গেল মালিকের প্রাণ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের এই ঘটনায় পোষ্য টিয়া এরিকের প্রশংসায় পঞ্চমুখ  নেটিজেনরা।

পোষ্য টিয়া বাঁচিয়ে দিল মালিকের প্রাণ। পোষ্য টিয়ার কারণে মৃত্যুর মুখে পড়েও বেঁচে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, যেখানে এক পোষ্য টিয়ার উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে রক্ষা পেলেন এক ব্যক্তি।ওই ব্যাক্তির নাম অ্যান্টন নিগুয়েন।

বুধবার ওই ব্যক্তির বাড়িতে আগুন লাগে যা অবস্থিত ক্যাঙারু পয়েন্ট এর স্যালস্টন স্ট্রিট এ। সেই সময় বাড়িতে

নিগুয়েন এবং তার পোষ্য টিয়া এরিক ছিল।

বাড়িতে আগুন লাগার সময়  গভীর ঘুমে ছিলেন অ্যান্টন। যে কারণে সে আন্দাজও করতে পারেনি ঘরে আগুন লেগেছে। তবে শেষপর্যন্ত পোষ্য এরিকের উপস্থিত বুদ্ধিতে গুরুতর বিপদের মুখ থেকে বেঁচে গেছেন ওই ব্যক্তি।

আরো পড়ুন,জয়ের খুব কাছেই জো বাইডেন, আর মাত্র কিছু সময় পরেই জানা যাবে ফলাফল

অ্যান্টনের বাড়িতে স্মোক ডিটেকটর লাগানো থাকলেও  অ্যালার্ম বাজার পূর্বেই  আগুন লেগেছে বুঝতে পেরে অ্যান্টনের নাম জোরে জোরে ডাকে এরিক। এরিকের ডাকে  ঘুম ভাঙলে অ্যান্টনি বুঝতে পারে ঘরে আগুন লেগেছে৷ তড়িঘড়ি ঘুম থেকে উঠে বুঝতে পারেন বাড়িতে আগুন লেগেছে। সাথে সাথে এরিককে এবং একটি ব্যাগ সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অ্যান্টন।

সঠিক সময়ে যদি এরিক না ডাকতো তাহলে প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল অ্যান্টনের৷

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অ্যান্টন জানিয়েছেন, অদ্ভুত আওয়াজে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার পোষ্য টিয়া এরিক বার বার তাঁর নাম করে তাকে ডাকছে৷ ঘুম ভাঙতেই ধোঁয়ার গন্ধ পেয়ে তিনি বুঝে যায় আগুন লেগেছে, এরপর তড়িঘড়ি  এরিককে নিয়ে বাড়ির বাইরে ছুটে যান  ।

ওই টিয়ার উপস্থিত বুদ্ধিতেই যে অ্যান্টনের ঘুম ভাঙে এবং  দু’জনেই ঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছে।বাড়িতে স্মোক ডিটেকটর থাকলেও অ্যালার্ম বাজার পূর্বেই এরিকের বুদ্ধিতে বড় বিপদ ঘটেনি।  জানিয়েছেন ক্যুইন্সল্যান্ডের দমকল ও জরুরি পরিষেবা বিভাগের ইন্সপেক্টর ক্যামেরন টমাস।

ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে কেন ওই বাড়িতে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ক্যুইন্সল্যান্ডের দমকল ও জরুরি পরিষেবা বিভাগের তরফে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন,মার্কিন মুলুকে নির্বাচনে ট্রাম্পের তুলনায় এগিয়ে জো বাইডেন , কারচুপির অভিযোগ ট্রাম্পের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *