Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
করোনায় প্রয়াত ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ র জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগর,৯ দিন আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে
প্রয়াত ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ র জনপ্রিয় অভিনেত্রী। ২৮ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, লড়ছিলেন করোনার বিরুদ্ধে। ব্যক্তিগত জীবনেও চলছিল উথালপাতাল। ইয়ে রিশতা কেয়া কহেলতা হ্যায়’ ছাড়াও ‘শেঠজি’, প্রীতো, ‘শ্রীমান শ্রীমতি ফির সে ‘ ইত্যাদি ধারাবাহিকে দেখা যায় তাকে।
প্রয়াত ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ র জনপ্রিয় অভিনেত্রী। ৯ দিনেই লড়াই শেষ করে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগর। কিছুদিন ভর্তি ছিলেন হাসপাতালে, ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তার। রবিবার রাত প্রায় ৩টে নাগাদ ‘ ইয়ে রিশতা কেয়া কহেলতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীর মৃত্যু হয়। ‘ ইয়ে রিশতা কেয়া কহেলতা হ্যায়’ ছাড়াও ‘শেঠজি’, প্রীতো, ‘শ্রীমান শ্রীমতি ফির সে ‘ ইত্যাদি ধারাবাহিকে দেখা যায় তাকে।টেলিভিশন অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকাহত তাঁর সহকর্মী থেকে অনুরাগীরা।
কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, শরীরে অক্সিজেনে মাত্রা কমে যাচ্ছিল, এরপর দিব্যাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়, করোনায় আক্রান্ত হয়ে রবিবার মৃত্যু হয় তার। ২৮ নভেম্বর থেকে মৃত্যুর সাথে লড়াই করছিলেন তিনি।
আরো পড়ুন: দেনার দায়ে আত্মঘাতী ‘তারক মেহতা কা উলটা চশমা’র লেখক অভিষেক মাকওয়ানার
একাধিক টেলি অভিনেতারা দিব্যার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সোশ্যাল সাইটে। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল সাইটে শোক প্রকাশ করে লিখেছেন সব দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেয়েছেন দিব্যা, যেখানেই থাকুন ভাল থাকুন তিনি।
বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবনেও সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন দিব্যা। বিয়ের কয়েক মাস পরেই তার স্বামী গগন তাকে ছেড়ে চলে গেছিল। বাড়ির অমতে বিয়ে করেছিলেন তিনি,বিশাল বড় বাড়ি ছেড়ে স্বামী গগনের সাথে ওশিওয়াড়ার একটি ছোট্ট ফ্ল্যাটে থাকতে শুরু করেন দিব্যা।
দিব্যা হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিনত্রীর মা গগনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন বিয়ের কয়েক মাস পরে দিব্যাকে ছেড়ে দেন গগন, গগনকে একজন মিথ্যুক, সে ঠকিয়েছে দিব্যা, এমন মন্তব্যও করেন দিব্যার মা। যদিও এসমস্ত অভিযোগ অস্বীকার করে গগন জানান দিব্যার পরবার তাঁর এবং দিব্যার সম্পর্ক মানতে না পারায় তাদের আলাদা করতে চায়।
আরো পড়ুন: প্রয়াত ‘এমডিএইচ’ মশলার মালিক ‘দাদাজি’ মালিক ধরমপাল গুলাটি