‘বিগ বস ১৪’ র জনপ্রিয় এবং বিতর্কিত প্রতিযোগি পবিত্র পুনিয়াকে চেনেন,একসময় পারস ছাবড়ার সাথে সম্পর্কে ছিলেন – জেনে নিন তার সম্পর্কে কিছু অজানা কথা 

‘বিগ বস ১৪’ র জনপ্রিয় এবং বিতর্কিত প্রতিযোগি পবিত্র পুনিয়াকে চেনেন,একসময় পারস ছাবড়ার সাথে সম্পর্কে ছিলেন – জেনে নিন তার সম্পর্কে কিছু অজানা কথা

পবিত্রা পুনিয়া একইসাথে দুজনকে ডেট করেছেন। পারস ছাবড়াকেও একসময় ডেট করতেন পবিত্রা।

নেহা সিং, যিনি পবিত্রা পুনিয়া নামে অধিক পরিচিত একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। ‘লাভ ইউ জিন্দেগী’ সিরিয়ালে গীত এর চরিত্রে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। এছাড়াও ‘নাগিন ৩’,  ‘বালভীর রিটার্ন’, ‘স্পিটসভিলা ৩’ সহ একাধিক শোয়ে দেখা গেছে তাকে।

প্রথম জীবন

২২ এপ্রিল ১৯৮৮ সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন পবিত্রা। তাঁর এক ভাই আছে, যার নাম অনুরাগ সিং। দিল্লিতেই বড় হয়েছে পবিত্রা, নিউ দিল্লির অভিনব পাবলিক স্কুলে পড়াশোনা করেন তিনি।

কেরিয়ার

টেলিভিশন জগতে পবিত্রা পুনিয়া তাঁর কেরিয়ার শুরু করেন ২০০৯ সালে এমটিভি র রিয়ালিটি শো ‘স্পিটসভিলা ৩’ এর মাধ্যমে। ২০১০ সালে তিনি প্রথম ‘গীত’ সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। এরপর তিনি প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন স্টার প্লাস এর ‘ লাভ ইউ জিন্দেগী’ (২০১১)সিরিয়ালে, যেখানে তার বীপরিতে ছিল সিদ্ধার্থ শুক্লা। এরপর লাইভ ওকে র ‘ওয়েলকাম – বাজি মেহমান নাওয়াজি কি’ (২০১৩)তেও অংশগ্রহণ  করেন তিনি। স্টার প্লাস এর জনপ্রিয় শো ‘ইয়ে হে মহব্বাতে’ (২০১৬-১৭) তেও অভিনয় করেন পবিত্রা। এছাড়া ‘নাগিন ৩’,(২০১৮) ‘বালভীর রিটার্ন’ (২০১৯-২০২০)এও অভিনয় করেন পবিত্রা।

সম্প্রতি ‘বিগ বস ১৪’ (২০২০)তেও বেশ ভালো পারফরম্যান্স ছিল পবিত্রার, শো’য়ের ৫৭ দিনে আউট হয়ে যান পবিত্রা।

আরো পড়ুন: দিদির পর এবার ছাড়া পেলেন ভাই, মাদক কান্ডে গ্রেফতার হওয়ার তিন মাস পর জামিন শৌভিক চক্রবর্তীর

সিনেমা – মুকুল মিশ্রার নির্দেশনায় ‘সিদ্ধার্থা’ ছবিতে অভিনয় করেন পবিত্রা পুনিয়া।

সিরিয়ালের তালিকা

  • স্পিটসভিলা ৩ (২০০৯)
  • গীত -হুয়ি সাবসে পারায়ি (২০১০)
  • জিলে ইয়ে পাল (প্রতিযোগি)(২০১১)
  • লাভ ইউ জিন্দেগী (২০১১)
  • সাওয়ারে (২০১১)
  • সাবকে সাপ্নে প্রীতো (২০১২)
  • হোগে জুদা না হাম (২০১২-১৩)
  • ওয়েলকাম – বাজি মেহমান নওয়াজি কি (২০১৩) (প্রতিযোগী)
  • বক্স ক্রিকেট লিগ ১ (২০১৪-২০১৫) (প্রতিযোগি)
  • ডার সাবকো লাগতা হে (২০১৫)
  • ইয়ে হে মহব্বাতে (২০১৬-১৭)
  • বক্স ক্রিকেট লিগ ২ (২০১৬)
  • কবচ -কালী শক্তিয়ো সে (২০১৬)
  • গঙ্গা (২০১৭)
  • সসুরাল সিমর কা (২০১৭)
  • বক্স ক্রিকেট লিগ ৩ (২০১৮)
  • রুপ (২০১৮)
  • নাগিন ৩ (২০১৮)
  • ডায়েন (২০১৮-২০১৯)
  • বক্স ক্রিকেট লিগ ৪ (২০১৯)
  • বালভীর রিটার্ন (২০১৯-২০২০)
  • আলাদিন – নাম তো সুনা হোগা (২০২০)
  • বিগ বস ১৪ (২০২০)

সম্পর্ক

২০১৬ সালে পবিত্রা পুনিয়ার সাথে সুমিত মাহেশ্বরীর এনগেজমেন্ট হয়ে যায়, কিন্তু কিছুদিন পর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১৮ সালে ‘বিগ বস ১৩’ র প্রতিযোগি পারস ছাবড়াকে ডেট করে পবিত্রা। সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

পারস সেই সময় অভিযোগ জানিয়েছিলেন বিবাহিত হওয়া সত্বেও সেটা গোপন রেখে পারসের সঙ্গে সম্পর্ক করেছিলেন পবিত্রা। পবিত্রা নিজেও স্বীকার করেছিলেন যে তিনি একসাথে দুজনকে ডেট করেছেন। পারসের সাথে ব্রেক আপের পর প্রতীক সেজপালের সাথে সম্পর্কে জড়ান পবিত্রা, সেই সম্পর্কও খুব অল্প দিন স্থায়ী হয়। এরপর সম্প্রতি বিগ বসে এজাজ খানের সাথে পবিত্রার একটি লাভ অ্যাঙ্গেল দেখা যায়।

আরো পড়ুন: আলি গোনির পর কবিতা কৌশিক এবং জনপ্রিয় অভিনেত্রী জ্যাসমিন ভাসিনও আউট বিবি হাউস থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *