Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
করোনা যুদ্ধে জয়ী হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি করোনা আবহে ঘরেই ছোট করে মা লক্ষ্মীর পুজো করেন তিনি, পোস্ট করেন নিজের হাতে সাজানো লক্ষ্মী মায়ের ছবি।
করোনা যুদ্ধে জয়ী হলেন অপরাজিতা আঢ্য, পুজোর মরশুমে গত ২৮ অক্টোবর জানা যায় অভিনেত্রী অপরাজিতা আঢ্য করোনায় আক্রান্ত। এই খবর জানার পরেই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা। শুধু অপরাজিতা আঢ্যই নয় তার পরিবারের কয়েকজনও করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া যায়। তবে অপাদির ফ্যানেদের জন্য সুখবর করোনাকে হারিয়ে করোনাযুদ্ধে জয়ী হয়েছেন তিনি।
রবিবার অভিনেত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর চিন্তামুক্ত হন তার অনুরাগীরা। দুর্গাপুজোর মাঝে অভিনেত্রীর করোনার খবরে মন খারাপ হয়ে গেছিল সকলের। যদিও অপরাজিতা আঢ্য জানিয়েছিলেন তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
টেলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য বেশ কিছুদিন ধরে জ্বর এবং করোনার বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করেন তিনি। ষষ্ঠীর দিন অপারজিতা আঢ্য এবং তার পরিবারের আরও তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সপ্তমীর দিন গানের মাধ্যমে শারদশুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করেছিলেন তিনি,যদিও তারপর সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি না পাওয়ায় চিন্তায় পরে যায় তার ফ্যানেরা৷ পরে গত বুধবার জানা যায় করোনা পজিটিভ তিনি।
বর্তমানে স্টার জলসার জনপ্রিয় রান্নার শো ‘রান্নাবান্না’তে দেখা যায় তাকে, এছাড়াও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও পোস্ট করে নানা আপডেট দেন তিনি। করোনার কারণে এবছর কোজাগরী লক্ষ্মীপুজো বড় করে দিতে পারেননি তিনি, বাড়িতেই মায়ের পুজো করেন, মাকে নিজের হাতে সাজান তিনি, সেই ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। লক্ষ্মীপুজোর দিন ভিডিয়ো বার্তায় অপাদি জানান, করোনার কারণে শরীর অত্যন্ত দুর্বল থাকায় প্রথমে তিনি ভেবেছিলেন পুজো করতে পারবেন না কিন্তু মায়ের মুখ দেখে মনস্থির করেন পুজো দেবেন। সকলের জীবন যায় মঙ্গলময় হয়, শরীর সমৃদ্ধ থাকে এই প্রার্থনা করেন তিনি মায়ের কাছে।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে টলিউডের একাধিক তারকা আক্রান্ত হয়েছে করোনায়। জুলাই মাসে মল্লিক পরিবারের তিনজন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়। তারপর রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী আক্রান্ত হন করোনা,যদিও তারা সকলেই করোনা মুক্ত হয়ে সুস্থ আছেন। অক্টোবর মাসে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনাকে হারিয়ে দিলেও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক।
টেলিভিশনেরও একাধিক তারকারা করোনার কবলে পড়েন, নীল ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী এবং আরও কয়েকজন, তবে সকলেই করোনাকে হারিয়ে দিয়েছেন।