Entertainment

কি করে দিঘী অভিনেত্রী হয়ে উঠলেন কে ছিলেন উনার জীবনের অনুপ্রেরণা

কি করে দিঘী অভিনেত্রী হয়ে উঠলেন কে ছিলেন উনার জীবনের অনুপ্রেরণা, আপনি কি জানেন কত অল্প বয়সে দিঘি অভিনয় জগতে পা রাখলেন এবং কার থেকে শিখেছিলেন তিনি অভিনয়, কে ছিলেন উনার জীবনের অনুপ্রেরণা?কাকে সবচেয়ে বেশি মিস করেন আসুন জেনে নেই

প্রার্থনা ফারদিন দীঘি সবার কাছে দীঘি নামে পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।কাবুলিওয়ালা (2006), এক টাকা বউ (2008), চাচ্চু আমার চাচ্চু (2010) চলচ্চিত্রের জন্য তিনি তিনবার শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

প্রার্থনা ফারদিন দীঘিপ্রার্থনা ফারদিন দীঘি
Image: Prarthana Fardin Dighi Innstagram

কি করে দিঘী অভিনেত্রী হয়ে উঠলেন এবং টেলিভিশনের পর্দায় আসলেন

দীঘির জন্ম সংস্কৃতিমনা পরিবারে। তার বাবা শুভ্রতো এবং মা দোয়েল ছিলেন স্থানীয় চলচ্চিত্র  অভিনেত্রী সুতরাং পরিবারের সাপোর্ট ছিল উনার প্রধান চাবিকাঠি।তিনি মাত্র তিন বছর বয়সে গ্রামীণফোনের জন্য একটি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে ছোট পর্দায় কাজ করেন এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। ছয় বছর বয়সে “কাবুলিওয়ালা” ছবি  সুপারহিট মুভি।

দিঘীর জীবনী সবার আগ্রহের বিষয়। আজ আমরা দিঘীর উচ্চতা, বয়স, বান্ধবী, পরিবার, শিক্ষা, পছন্দ-অপছন্দ, ক্যারিয়ার, উপার্জন ইত্যাদি সম্পর্কে জেনে নেব। এক কথায় তিনি বাংলাদেশের উঠতি তারকাদের একজন। শুধু নিজের দেশেই নয় সারা বিশ্বে তার বিশেষ খ্যাতি রয়েছে। তাহলে চলুন জেনে নেই তার সম্পর্কে বিশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য।দিঘির উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হয়েছে 52 কেজি তিনি স্ট্যামফোর্ড স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করছেন।বাবার নাম হচ্ছে সুব্রত এবং মায়ের নাম হচ্ছে ইফতে আরা ডালিয়া দোয়েল।

Image: Prarthana Fardin Dighi Innstagram

শিশুশিল্পী হিসেবে “কাবুলিওয়ালা” তে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনয় জগতে নিজের

জায়গা বানিয়ে নিলেন। 2006 সালে তিনি “বেস্ট ফিমেল ডেব্যু” হিসেবে মনোনীত হন। এবং 3 বার শিশুশিল্পী হিসেবে বাংলাদেশের জাতীয় ফিল্ম পুরস্কার পান। তিনি বলেছেন যে অভিনয় জগতে ইনি নিজের ছাপ রেখে যাবেন।

প্রার্থনা ফারদিন দীঘির কেরিয়ার কি করে অগ্রসর হয় জেনে নিন

শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন, 2006 সালে নির্দেশক কাজী হায়াৎ, ফ ই মানিক এদের নেতৃত্বে “ কাবুলিওয়ালা”, “চাচ্চু” এবং “দাদীমা” তে  শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

2007 সালে নির্দেশক ফ ই মানিক, শফিকুল ইসলাম ভাইরাবি, হাসিবুল ইসলাম মিজান এর নেতৃত্বে “ সাজঘর”,“অবুঝ শিশু” এবং “কপাল” এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।2008 সালে নির্দেশক ইলিয়াস কাঞ্চন, পি এ কাজল এর নেতৃত্বে “বাবা আমার বাবা” এবং “এক টাকার বউ” এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। 2009 সালে নির্দেশক পি এ কাজল, শাহিন সুমন এর নেতৃত্বে “পিরিতের আগুন জ্বলে দ্বিগুন”, “পাঁচ টাকার প্রেম” এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

Image: Prarthana Fardin Dighi Innstagram

2010 সালে নির্দেশক মনতাজুর রহমান আকবর, ফ ই মানিক, শাহাদাত হোসাইন লিটন এর নেতৃত্বে “রিকশাওয়ালার ছেলে”, “চাচ্চু আমার চাচ্চু”, “জীবন মরণের সাথী”, “টপ হিরো” এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

2011 সালে নির্দেশক মনতাজুর রহমান আকবর, ম ব মানিক এর নেতৃত্বে “ছোট্ট সংসার”, “তোর কারণে বেঁচে আছি” এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।2012 সালে নির্দেশক সোহানুর রহমান সোহান এর নেতৃত্বে “ড স্পিড” এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।2015 সালে নির্দেশক খোরশেদ আলম খসরু, জাহিদ হোসাইন এর নেতৃত্বে “লীলামন্থন” এ অভিনয় করেন।

তারপর কিছু বছর ব্রেক নেওয়ার পর 2021 সালে একজন পরিনত অভিনেত্রী হিসেবেদেলোয়ার জাহান ঝন্টু, সেলিম খান, শামীম আহমেদ রনি এর নেতৃত্বে তুমি আছো তুমি নেই (ত্ব), টুঙ্গিপাড়ার মিয়া ভা (শেখ ফজিলাতুন্নেসা মুজিব) এ অভিনয় করেন।এবং “বন্ধুবান্ধব” অভিনয় করছেন।

Image: Prarthana Fardin Dighi Innstagram

প্রার্থনা ফারদিন দীঘি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া

দীঘি প্রায়ই সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে ছোট ছোট রিল এবং শর্টস পোস্ট করে থাকেন এবং তাতে দেখতে মজা বেশ লাগে। এর “এইটুকু মন “ টিকটক রিল বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

দিঘীর বয়ফ্রেন্ড এবং অ্যাফেয়ার্স

দিঘি নিজের ক্যারিয়ার সম্পর্কে খুবই সচেতন এবং পুরো মনোযোগ এখন অভিনয় জগতে এখন পর্যন্ত ওর বয়ফ্রেন্ড এবং অ্যাফেয়ার্স নিয়ে কোন গুজব রটেনি।

Image: Prarthana Fardin Dighi Innstagram

দিঘীর আসন্ন মুভি

ধামাকা, যোগ্যের গান, একাত্তরের ইতিহাস এবং পিয়া রে নামের ছবি তে  তিনি অভিনয় করবেন। এছাড়া ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ছবির শুটিং শেষ করার অপেক্ষায় আছেন। সুমন ধর পরিচালিত ছবিটিতে যশ রোহানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এটি যৌথভাবে লিখেছেন ববি রহমান ও সুমন ধর।

দিঘীর মা দোয়েল কে খুব মিস করেন

দিঘি জানালেন যে সিনেমার মুক্তির তারিখ ঘনিয়ে আসলে তিনি ভয় পান তা ভেবে যে দর্শকদের প্রতিক্রিয়া কি হবে।তিনি মা দোয়েল কে খুব মিস করেন। দিঘীর মা দোয়েলর প্রথম সিনেমা মুক্তি পায় ১৯৮৪ সালে। সেই সিনেমার তিনজন- মা দোয়েল, পরিচালক চাষী নজরুল ইসলাম এবং নায়ক রাজ্জাক এখন বেঁচে নেই।

Image: Prarthana Fardin Dighi Innstagram

যেহেতু তিনি মায়ের কাছ থেকে অভিনয় শিখেছেন তাই তাকে খুব মিস করেন। পরে ওর বাবা সুব্রত যিনি নিজেও একজন অভিনেতা ছিলেন দিঘি কে অভিনয়ে অনুপ্রাণিত করেন।  তিনি বলেন ছবিগুলো মুক্তি পাওয়ার পর সিনেমা হলে যাবেন তিনি বুঝতে পারেন কেমন সিনেমায় অভিনয় করেছেন।”

আরো পড়ুন: পাপারাৎজিদের দেখে লাথি, ছোট্ট তৈমুরের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

Share
Published by
S.Majumder

Recent Posts

কেন একটি জীবন বীমা পলিসি থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণI কোন জীবন বীমা সবচেয়ে লাভজনকI কিভাবে জীবন বীমা পলিসি দিয়ে ঋণ পাবেনI

প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More

2 years ago

বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে

বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More

2 years ago

শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট এবার কি ছেলে না মেয়ে?শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন মুভি এবং সঙ্গে প্রেগনেন্সি

শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More

2 years ago

চলচ্চিত্রে পশু শিল্পীদের বেতন শুনলে চক্ষু চড়কগাছ

আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More

2 years ago

ঋষি সুনক আসলে কে?  কি করে তিনি বৃটেনের প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত পৌঁছালেন

আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More

2 years ago

কি হয়েছে অচিতা স্পশিয়ার? কিভাবে তিনি একজন প্রিয় অভিনেত্রী হয়ে উঠলেন এবং কোন সিনেমাটি তার সেরা কাজের জন্য পরিচিতI

মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More

2 years ago