ছোট্ট এস্থারের ‘বন্দে মাতরম’ দেশাত্মবোধক গান শুনে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে মুগ্ধতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছোট্ট এস্থারেরবন্দে মাতরমদেশাত্মবোধক গান

ছোট্ট এস্থারের ‘বন্দে মাতরম’ গান শুনে মুগ্ধ সকলেই,এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন, মাত্র চার বছর বয়স এস্থা হেন্মাতের।যেমন মিষ্টি তাকে দেখতে, তেমন সুরেলা তার কন্ঠ।

সম্প্রতি এই খুদে গায়িকার একটি ৩৫ সেকেন্ডের ভিডিও মিজোরামের মুখ্যমন্ত্রী তার টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন যার পর নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে খুদে গায়িকার গান।

বয়স মাত্র চার, কিন্তু যেমন গানের সুর তেমন তাল, অসম্ভব ট্যালেন্টেড এই খুদে গায়িকার ফ্যান এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এস্থা হেন্মাতে মিজোরামের লুংলেই এলাকার বাসিন্দা, তার সঙ্গীতে এর আগেও মুগ্ধ হয়েছেন প্রচুর মানুষ। নিজস্ব ইউটিউব চ্যানেলে মাঝে মাঝেই এস্থারের গাওয়া বিভিন্ন গান পোস্ট করা হয়। সেখানেও তার প্রচুর ফ্যান ফলোয়ার। একরত্তি এই শিশুশিল্পীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৭৩ হাজার।

মিষ্টি এস্থারের ইউটিউব চ্যানেলে গত ২৫ অক্টোবর ‘বন্দে মাতরম’ গানের ভিডিও আপলোড করা হয়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং  বিশ্বজুড়ে সমাদৃত হয়।

এত ছোট বয়সে এত সাবলীল  গানে গুনমুগ্ধ নেটিজেনরা। তার গানের ভিডিওতে যেমন লাইক কমেন্ট হচ্ছে তেমন হচ্ছে শেয়ার। বেড়ে গেছে তার ফলোয়ার সংখ্যাও।

এত ছোট বয়সে অনেকেই অস্পষ্ট ভাষায় কথা বলে সেখানে এই বালিকার সুমিষ্ট কন্ঠে দেশাত্মবোধক গান শুনে  বেড়েই চলেছে তার ফ্যান ফলোয়ার। তাঁর গানের মাধ্যমে ভারতমাতার প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ পেয়েছে।

আরো পড়ুন,তামিলনাড়ুর কৃষিমন্ত্রী আর ডোয়াইক্কানুর করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত

৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে ভারতের জাতীয় পতাকা হাতে এ আর রহমানে ‘বন্দে মাতরম’ গান এত নিখুঁত ভাবে গেয়ে তাক লাগিয়ে দিয়েছে এস্থার।

ওই ভিডিও ক্লিপে এস্থার গানের পাশাপাশি ব্যকগ্রাউন্ডে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জীবন যাপনের ছোট ছোট চিত্র সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।

এইটুকু বাচ্চার কন্ঠে এই গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ইউটিউবে হিন্দী ছাড়াও ইংরেজি ও মিজো তিন ভাষায় প্রকাশ পেয়েছে এস্থার বন্দে মাতরম গান।

করোনা আবহে যেখানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে গেছে অনেক বেশি, মন ভালো রাখতে মাঝে মধ্যেই অনেকে তাদের বিভিন্ন ট্যালেন্ট তুলে ধরেন সামাজিক মাধ্যমে, তার মধ্যে কিছু কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে, চারিদিকে যখন করোনার কঠিন পরিস্থিতি সেই সময় এমন পোস্ট গুলো দেখে সত্যি মন ভালো হয়ে যায়। ছোট্ট মিষ্টি এস্থার গান শুনে মুগ্ধ তার ফ্যানেরা তাকে আশীর্বাদ দিয়েছে যাতে ভবিষ্যতে সে আরও বড় হয় এবং সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত হয়।

আরো পড়ুন,নেহা কাক্কর রোহানপ্রীত সিংয়ের বিবাহ অনুষ্ঠান থেকেগ্রেটেস্ট ক্লিকদেখুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *