শুধু কি প্রোফাইল, নাকি নিজের জীবন থেকেই তৃতীয় স্বামী রোশনকে মুছে ফেলতে চায় শ্রাবন্তী?

শুধু কি প্রোফাইল, নাকি নিজের জীবন থেকেই তৃতীয় স্বামী রোশনকে মুছে ফেলতে চায় শ্রাবন্তী?

ফেসবুক প্রোফাইল থেকে রোশনের ছবি সরিয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। সোশ্যাল সাইটে প্রায় একে অপরকে ইঙ্গিতে পাল্টা জবাব দেন শ্রাবন্তী এবং রোশন।

শুধু কি প্রোফাইল, নাকি নিজের জীবন থেকেই তৃতীয় স্বামী রোশনকে মুছে ফেলতে চায় শ্রাবন্তী?আগেই  নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘সিং’ পদবী মুছে দিয়েছিলেন শ্রাবন্তী। এবার তিনি ফেসবুক হ্যান্ডেলের প্রোফাইল এবং কভার ফটো থেকে রোশনের ছবি সরিয়ে দিলেন।২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শুধু কি প্রোফাইল, নাকি নিজের জীবন থেকেই তৃতীয় স্বামী রোশনকে মুছে ফেলতে চায় শ্রাবন্তী? টলিপাড়ায় কান পাতলেই শ্রাবন্তী এবং তার স্বামীর বিচ্ছদের গুঞ্জন শোনা যাচ্ছে।  রোশনের সাথে সোশ্যাল যুদ্ধ যেন বেড়েই চলেছে শ্রাবন্তীর।

কিছুদিন আগে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকেই শুরু হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন। এক সংবাদমাধ্যমকে রোশন জানান পুজোর আগে থেকেই তারা একসাথে থাকছেন না। যদি শ্রাবন্তী এই নিয়ে প্রকাশ্যে কথা বলেনি৷ তার পরেও রোশনের পোস্টের পর শ্রাবন্তীর পাল্টা জবাব এটাই বুঝিয়ে দিচ্ছে তাদের বৈবাহিক সম্পর্কে চিড় ধরেছে৷

আরো পড়ুন: মাদক মামলায় গ্রেফতার  জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সূরজ গোদাম্বে

তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই এবার  শ্রাবন্তী এমন এক পদক্ষেপ নিলেন যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । আগেই  নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘সিং’ পদবী মুছে দিয়েছিলেন শ্রাবন্তী। এবার তিনি ফেসবুক হ্যান্ডেলের প্রোফাইল এবং কভার ফটো থেকে রোশনের ছবি সরিয়ে দিলেন । ফেসবুকের প্রোফাইল এবং কভার ফটোতে শ্রাবন্তীর একার ছবি  দেখে নেটিজেনদের একাংশ  সমালোচনা শুরু করে দেন অভিনেত্রীর। অনেকেই শ্রাবন্তীর ছবিতে অশ্লীল কমেন্ট করেছেন, এমনকী তাকে নিয়ে ট্রোল পর্যন্ত শুরু হয়ে গেছে। তবে এসব বিষয়কে গুরুত্ব দেন না অভিনেত্রী তা একাধিক বার জানিয়েছেন।

সম্প্রতি রোশন সিং  ইনস্টাগ্রামের স্টোরিতে  স্টেটাস দিয়ে জানান, সোশ্যাল সাইটে তার পোস্টকে ঘিরে কেউ যেন তাঁর ব্যক্তিগত জীবনকে টেনে না আনেন।তিনি সাধারণ পরিবারের ছেলে, এসব বিষয় থেকে যেন তাঁকে নিস্তার দেওয়া হয় জানান রোশন। অপরদিকে সাম্প্রতিককালে মাস্ক নিয়ে শ্রাবন্তী একটি সচেতনার বার্তা দেন যেখানে তিনি বলেন ‘মাস্ক পড়ে থাকায় আজকাল চেনা মানুষকেও অচেনা লাগে ‘ এমন মন্তব্যের পেছনে শুধুই কি সচেতন করা নাকি কাউকে কটাক্ষ করা তা নিয়ে প্রশ্ন ওঠে নেটিজেনদের মনে।

২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার বিয়ের সমস্ত অনুষ্ঠান হয় পাঞ্জাবে। হঠাৎ দুজনের মধ্যে কেন এত যুদ্ধ হচ্ছে তা নিয়ে চিন্তায় শ্রাবন্তীর ভক্তরা।

ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের মধ্যেও  শ্রাবন্তী ব্যস্ত তার কেরিয়ার নিয়ে। সিনেমা, ওয়েব সিরিজ সামলে তিনি জিমও খুলেছেন। আবার স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপারস্টার পরিবারের’ দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

আরো পড়ুন: জেনে নিন অভিনেত্রী জয়া আহসানের জীবনের নানা কথা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *