Bangla News

প্রসেনজিৎ চ্যাটার্জী এর বায়োগ্রাফি-Prosenjit Chatterjee Biography

প্রসেনজিৎ চ্যাটার্জী এর বায়োগ্রাফি-Prosenjit Chatterjee Biography

প্রসেনজিৎ চ্যাটার্জী এর বায়োগ্রাফি , তিনি জন্মগ্রহণ করেন ১৯৬২ সালের ৩০শে সেপ্টেম্বর অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী এবং অভিনেত্রী রত্না চ্যাটার্জী ঘরে । তিনি হচ্ছেন বাংলা সিনেমা জগতের একজন লেজেন্ডারি অভিনেতা এবং পরিচালক  যিনি  বাংলা এবং হিন্দি সিনেমাতে দীর্ঘ সময় ধরে  অসাধারণ কাজ করে গেছেন। তিনি ছোটবেলা থেকেই শিশুশিল্পী হিসাবে ঋষিকেশ মুখার্জীর ছবি “ছোট্ট জিজ্ঞাসা”তে কাজ করেছেন। যার জন্য তিনি বাংলার  জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  পক্ষ থেকে খুবই অসাধারণ কাজ এর জন্য পুরস্কার পান।  তারপর থেকে তিনি শিশুশিল্পী হিসেবে অনেক ছবিতে কাজ করেন। 

প্রসেনজিৎ এর জন্ম –  Prosenjit Chatterjee Date of Birth

প্রসেনজিতের জন্ম হয় ১৯৬২ সালে ৩০শে সেপ্টেম্বর

প্রসেনজিৎ অর্পিতা পাল-Prosenjit Arpita Pal

প্রসেনজিৎ সম্প্রতি কলকাতায় উনার অভিনেত্রী স্ত্রী অর্পিতা পাল এর সঙ্গে এবং ছেলে  ত্রিশণজিৎ সঙ্গে থাকেন।  তিনি অর্পিতাকে বিয়ে করেন ২০০২ সালে । তিনি অভিনেত্রী অর্পিতা পাল এর সঙ্গে কিছু ছবিতে কাজ করেন  তাদের মধ্যে রয়েছে “ ইনক্লাব”, “দেবদাস”,” প্রতিবাদ”,” তুমি এলে তাই” । অর্পিত বাংলা সিনেমার অন্যতম নায়িকা ছিলেন ।

তিনি তার আগেও দুবার বিয়ে করেছিলেন ১৯৬২ সালে অভিনেত্রী  এবং  রাজনীতিবিদ  দেবশ্রী রায় কে। ১৯৯৫ সালে ওদের বিয়ে ভেঙে যাওয়ার পর ১৯৯৭ সালে তিনি  অপর্ণা গুহাথাকুর্তাকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান হয় যার নাম হচ্ছে  প্রেরণা চাটার্জী

২০০২ সালে ওদের বিয়ে ভেঙ্গে যায় ।২০১৫ সালে তিনি কলকাতার একটি ক্রিকেট টিম বেঙ্গল সেলিব্রিটি লীগ নামে “পুরুলিয়া প্যানথার” কে  কিনেন।

প্রসেনজিৎ মুভি লিস্ট- Prosenjit Movie List

প্রসেনজিৎ চ্যাটার্জী বাংলা ছবি –Prosenjit Chatterjee Bengali Movie

উনার প্রথম ছবি ছোট্ট জিজ্ঞাসা যেখানে  তিনি  শিশু শিল্পী  হিসেবে কাজ করেন। প্রসেনজিৎ প্রথম ১৯৮৩ সালে বিমল রয়ের  “দুটি পাতা”  ছবিটিতে মুখ্য ভূমিকায়  কাজ করেন। ছবিটি ছিল কিশোর কিশোরীর রোমান্স নিয়ে।  যেখানে  উনার চরিত্রের নাম ছিল ববি ।

তারপর ১৯৮৭ সালে “আমার সঙ্গী”,১৯৯০ সালে আপন আমার মন, যে ছবিটি পরিচালনা করেন তরুণ মজুমদার এবং বুদ্ধদেব দাশগুপ্ত। ২০০৭ সালে  “ইয়াসিন আর আমার মধুবালা”। এই তিনটি ছবি  ছিল উনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমার সঙ্গী ছবি থেকে “ চিরদিনই তুমি যে আমার” গানটি একটি মহা জনপ্রিয় হিট গান হয়ে ওঠে

অভিনেত্রী শতাব্দী রয় এর সঙ্গে  তিনি ৫০ টিরও বেশি মুভিতে কাজ করেন।তিনি অন্তত ৩৫ টি ছবি রচনা ব্যানার্জীর সঙ্গে করেন। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি করেন অন্তত ৫০ টি ছবি। ইন্দ্রানী হালদার এর সঙ্গে মোটামুটি ১৬ খানা ছবি এবং নিজের স্ত্রী  অভিনেত্রী  অর্পিতা পাল এর সঙ্গে  চারটি ছবি   করে থাকেন।

কমার্শিয়াল ছবি গুলোতে কাজ করার পর তিনি ঋতুপর্ণা ঘোষের  “চোখের বালি” তে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রাইমা সেনের সাথে কাজ করেন। তারপর থেকে তিনি অনেক আর্ট  ছবিতে যেমন  “দোসার”,”বাইশে শ্রাবণ”,”উৎসব”,”মনের মানুষ”,”ময়ূরাক্ষী”,”ইয়ে অভিযান”,”ত্যাগ”,”অন্যায় অত্যাচার”,” কাকাবাবুর প্রত্যাবর্তন”,”চাওয়া পাওয়া”,”বাঘ বন্দী খেলা”,”দৃষ্টিকোণ”,” কিশোর কুমার সন “ ,“জ্যোতিষ ঘর”, “ শঙ্খচিল”, “ সব চরিত্র কাল্পনিক”।অন্যতম কাজের মধ্যে রয়েছে শ্রীজিৎ মুখার্জীর  ছবি “অটোগ্রাফ”।  এবং উনার নিজের পরিচালিত  ছবি “ বাপি বাড়ি যা”  ২০১২ সালে রিলিজ হয়।

প্রসেনজিৎ নতুন মুভি -Prosenjit New Movie

২০১৯ সালে  মুক্তি পাওয়া প্রসেনজিতের সাম্প্রতিক ছবির মধ্যে রয়েছে “রবিবার”, ”গুমনামী”,”জ্যেষ্ঠপুত্র”, “মহালয়া”

প্রসেনজিৎ হিন্দি ছবি -Prosenjit Hindi Film

 প্রসেনজিৎ ১৯৯০ সালে বলিউডের পরিচালক ডেভিড ধাবন এর ছবি “অন্ধিয়া” তে কাজ করে যেখানে উনি মমতাজ এর ছেলের রোল করেন।প্রসেনজিৎ মেহুল কুমারের পরিচালিত ১৯৯১ সালে“ মিত মেরে মান কে”। তিনি আয়েশা জুলকা, ফিরোজ খান এবং  সালমা আঘা সাথে কাজ করেন। হিন্দি ছবির মধ্যে  আরো হচ্ছে  “ সোনে কি জাঞ্জীর”,”বীরতা” ,”শংঘাই” এবং “ট্রাফিক” এই সব  ছবিতে কাজ করেন।

প্রসেনজিৎ ফেইসবুক -Prosenjit Facebook

প্রসেনজিৎ উনার ফেসবুক পেজে খুবই একটিভ থাকেন এবং সম্প্রতি তিনি বাসুদেব চ্যাটার্জির মৃত্যুর শোক প্রকাশ করেছেন এবং তিনি নিজের ফেইসবুক পেইজে বাসুদেব চ্যাটার্জির সঙ্গে  বসা একটি ছবি শেয়ার করেছেন। তিনি সম্প্রতি এনভিরণমেন্ট ডে  জন্য সবাইকে বৃক্ষরোপণের গুরুত্ব বোঝার জন্য রিকোয়েস্ট করেছেন । বাপ্পা লাহিড়ী  পরিচালিত শানের নতুন গান কেউ প্রকাশ করেছেন।

আরো পড়ুন, পাওলি দামের  বায়োগ্রাফি এবং চলচ্চিত্র

 

Share
Published by
S.Majumder

Recent Posts

কেন একটি জীবন বীমা পলিসি থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণI কোন জীবন বীমা সবচেয়ে লাভজনকI কিভাবে জীবন বীমা পলিসি দিয়ে ঋণ পাবেনI

প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More

2 years ago

বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে

বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More

2 years ago

শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট এবার কি ছেলে না মেয়ে?শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন মুভি এবং সঙ্গে প্রেগনেন্সি

শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More

2 years ago

চলচ্চিত্রে পশু শিল্পীদের বেতন শুনলে চক্ষু চড়কগাছ

আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More

2 years ago

ঋষি সুনক আসলে কে?  কি করে তিনি বৃটেনের প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত পৌঁছালেন

আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More

2 years ago

কি হয়েছে অচিতা স্পশিয়ার? কিভাবে তিনি একজন প্রিয় অভিনেত্রী হয়ে উঠলেন এবং কোন সিনেমাটি তার সেরা কাজের জন্য পরিচিতI

মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More

2 years ago