‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা

‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা

বিগ বসের ঘরে ঝড় তুলতে হাজির রাখী সাওয়ান্ত ,রবিবারের এপিসোডে রাহুল বৈদ্য বেরিয়ে যাবেন ঘর থেকে, নতুন ৬ জন সদস্য প্রবেশ করবেন।

‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা।’ বিগ বস ১৪’ রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজন, আর্শি খান, কশ্মীরা শাহ, মনু পাঞ্জাবি ও বিকাশ গুপ্তা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে যোগ দেবেন। আজ ঘর থেকে বাইরে যাবেন রাহুল বৈদ্য।

‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা। ৫ ডিসেম্বরেই বিগ বসে এন্ট্রি নিতেই রাখী সাওয়ান্ত বুঝিয়ে দিয়েছে সে এন্টারটেইনমেন্ট এর ধামাকা নিয়ে প্রবেশ করছে বিগ বসের ঘরে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি তে ইতিমধ্যেই বিগ বসে প্রবেশ করেছে রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজন। স্টেজে এসেই সলমন খানকে হাসাতে শুরু করেন রাখী।

আরো পড়ুন: বিগ বসের ঘর থেকে সপ্তাহের মাঝেই চলে গেলেন অভিনেতা আলি গোনি!

৬ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি

রবিবার এপিসোডে ‘কুন্ডি মত ধরকাও রাজা ‘ গানে নাচ করবেন রাখী এবং কাছে ডাকবেন রাহুল মহাজনকে। তারপর রাহুলকে সামনে ডেকে জিজ্ঞেস করবেন ‘ আজ আমাদের সুহাগরাত না, কি কি করবে?’ রাহুল রাখীর জন্য এমন গোলাপ আনে যেটা ঝিমিয়ে যায়। সেটা দেখে রাখী জিজ্ঞেস করে এটা কি? রাহুল জানায় ঝিমিয়ে গেছে, তখন রাখী বলে ‘এটা তুমি’।যা শুনে সলমন খান হাসতে শুরু করেন। রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজন ছাড়া ‘ বিগ বস ১৪’ তে আর্শি খান, কশ্মীরা শাহ, এবং মনু পাঞ্জাবি ও বিকাশ গুপ্তা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে যোগ দেবেন।

এই সমস্ত প্রতিযোগি আজকের এপিসোডে বিগ বসের ঘরে প্রবেশ করবে। ঘরে এসেই ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রতিযোগিরা ঘরে থাকা প্রতিযোগিদের টার্গেট করবে। যেখানে আরশি খান রুবিনা দিলেক কে, কাশ্মীরা শাহ জ্যাসমিন ভাসিনকে টার্গেট করবে।

নিক্কি তাম্বোলি এবং রাহুল বৈদ্য আউট

শনিবারের এপিসোডে দেখা যাবে নিক্কি তাম্বোলি আউট হয়ে গেছে, রবিবারের এপিসোডে রাহুল বৈদ্য ঘর থেকে বাইরে চলে যাবে। খবর অনুযায়ী সলমন খান রাহুলকে অপশন দেবে শো’য়ে যদি তার আগ্রহ না থাকে তাহলে সে শো থেকে বেরিয়ে যেতে পারে, তখন রাহুল বলবে যে সে বেরিয়ে যেতে চায়, এবং ঘর থেকে চলে যাবে, যদিও রাহুলের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না তাঁর ভক্তরা।

আরো পড়ুন: ‘বিগ বস ১৪’ র জনপ্রিয় এবং বিতর্কিত প্রতিযোগি পবিত্র পুনিয়াকে চেনেন,একসময় পারস ছাবড়ার সাথে সম্পর্কে ছিলেন – জেনে নিন তার সম্পর্কে কিছু অজানা কথা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *