বিগ বসের ঘরে ঝড় তুলতে হাজির রাখী সাওয়ান্ত ,রবিবারের এপিসোডে রাহুল বৈদ্য বেরিয়ে যাবেন ঘর থেকে, নতুন ৬ জন সদস্য প্রবেশ করবেন।
‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা।’ বিগ বস ১৪’ রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজন, আর্শি খান, কশ্মীরা শাহ, মনু পাঞ্জাবি ও বিকাশ গুপ্তা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে যোগ দেবেন। আজ ঘর থেকে বাইরে যাবেন রাহুল বৈদ্য।
‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা। ৫ ডিসেম্বরেই বিগ বসে এন্ট্রি নিতেই রাখী সাওয়ান্ত বুঝিয়ে দিয়েছে সে এন্টারটেইনমেন্ট এর ধামাকা নিয়ে প্রবেশ করছে বিগ বসের ঘরে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি তে ইতিমধ্যেই বিগ বসে প্রবেশ করেছে রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজন। স্টেজে এসেই সলমন খানকে হাসাতে শুরু করেন রাখী।
আরো পড়ুন: বিগ বসের ঘর থেকে সপ্তাহের মাঝেই চলে গেলেন অভিনেতা আলি গোনি!
রবিবার এপিসোডে ‘কুন্ডি মত ধরকাও রাজা ‘ গানে নাচ করবেন রাখী এবং কাছে ডাকবেন রাহুল মহাজনকে। তারপর রাহুলকে সামনে ডেকে জিজ্ঞেস করবেন ‘ আজ আমাদের সুহাগরাত না, কি কি করবে?’ রাহুল রাখীর জন্য এমন গোলাপ আনে যেটা ঝিমিয়ে যায়। সেটা দেখে রাখী জিজ্ঞেস করে এটা কি? রাহুল জানায় ঝিমিয়ে গেছে, তখন রাখী বলে ‘এটা তুমি’।যা শুনে সলমন খান হাসতে শুরু করেন। রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজন ছাড়া ‘ বিগ বস ১৪’ তে আর্শি খান, কশ্মীরা শাহ, এবং মনু পাঞ্জাবি ও বিকাশ গুপ্তা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে যোগ দেবেন।
এই সমস্ত প্রতিযোগি আজকের এপিসোডে বিগ বসের ঘরে প্রবেশ করবে। ঘরে এসেই ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রতিযোগিরা ঘরে থাকা প্রতিযোগিদের টার্গেট করবে। যেখানে আরশি খান রুবিনা দিলেক কে, কাশ্মীরা শাহ জ্যাসমিন ভাসিনকে টার্গেট করবে।
শনিবারের এপিসোডে দেখা যাবে নিক্কি তাম্বোলি আউট হয়ে গেছে, রবিবারের এপিসোডে রাহুল বৈদ্য ঘর থেকে বাইরে চলে যাবে। খবর অনুযায়ী সলমন খান রাহুলকে অপশন দেবে শো’য়ে যদি তার আগ্রহ না থাকে তাহলে সে শো থেকে বেরিয়ে যেতে পারে, তখন রাহুল বলবে যে সে বেরিয়ে যেতে চায়, এবং ঘর থেকে চলে যাবে, যদিও রাহুলের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না তাঁর ভক্তরা।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More