Reliance jio বাজারে নতুন বার্ষিক প্ল্যান নিয়ে হাজির, পাওয়া যাবে 740GB হাই স্পিড ইন্টারনেট ডাটা

Reliance jio বাজারে নতুন বার্ষিক প্ল্যান নিয়ে হাজির, পাওয়া যাবে 740GB হাই স্পিড ইন্টারনেট ডাটা

রিলায়েন্স এর বার্ষিক রিচার্জ প্যাকটির মূল্য 2,599 ,আনলিমিটেড কলিং, ডাটা সহ এসএমএস এবং ডিজনি প্লাস হটস্টারের ১ বছরের সাবস্ক্রিপশন ফ্রি থাকবে এই প্যাকে

Reliance jio বাজারে নতুন বার্ষিক প্ল্যান নিয়ে হাজির, পাওয়া যাবে 740GB হাই স্পিড ইন্টারনেট ডাটা। রিচার্জ প্যাকটির মূল্য 2,599, থাকবে ডাটা, কলিং ছাড়াও একাধিক সুবিধা বছর জুড়ে।

Reliance jio বাজারে নতুন বার্ষিক প্ল্যান নিয়ে হাজির, পাওয়া যাবে 740GB হাই স্পিড ইন্টারনেট ডাটা।বাজারে নিজেদের জায়গা বজায় রাখতে এবং গ্রাহক সংখ্যা বাড়াতে প্রায়ই নতুন নতুন নজর কাড়া প্রি-পেইড প্ল্যান নিয়ে হাজির হয়  Reliance jio, এবার বার্ষিক প্যাকের দারুণ অফার নিয়ে হাজির হয়েছে Reliance jio

মাসে মাসে রিচার্জ করার ঝক্কি থেকে একেবারে বার্ষিক রিচার্জ প্ল্যান অনেকেই খোঁজেন, যাতে প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা না থাকে। রিলায়েন্স এর বার্ষিক  প্ল্যানের দাম সামান্য বেশি হলেও সর্বাধিক ডেটা ছাড়াও একাধিক সুবিধা দিচ্ছে Reliance Jio।

আরো পড়ুন: RewardYourself উৎসবের মরশুমে স্যামসাং এর হাত ধরে নিজেকে উপহার দিন, পান প্রচুর ডিসকাউন্ট , স্যামসাং নিয়ে এসেছে

বার্ষিক প্রি-পেইড প্যাকটির বৈধতা 365 দিন। এই প্যাকটি নির্বাচন করলে গ্রাহকরা প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। মোট 740GB ইন্টারনেট ডাটা দেওয়ার পাশাপাশি  অতিরিক্ত 10GB ইন্টারনেটও দেওয়া হবে এই প্যাকে।  তবে সব ডেটা শেষ হয়ে গেলে  ইন্টারনেট স্পিড কমে 64Kbps-এ নেমে আসবে।

শুধু ইন্টারনেট এর সুবিধাই নয়, এই প্যাকে থাকছে Jio টু Jio নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা,  পাশাপাশিই নন-Jio নেটওয়ার্কে পাওয়া যাবে  12000 মিনিট ফ্রি-কলিং এর সুবিধা। প্রতিদিন  100 SMS ফ্রি তেই পাঠাতে পারবেন গ্রাহকেরা। এই প্রি-পেইড প্যাকটি নির্বাচন করলে মিলবে বিনামূল্যে Jio অ্যাপ্লিকেশনগুলির সাবস্ক্রিপশন। এক বছরের জন্য মিলবে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনও। যা আলাদা ভাবে আলাদা সাবস্ক্রিপশন করতে প্রায় ৩৯৯ টাকা লাগে। এত সুবিধা যুক্ত বার্ষিক প্যাকটি নিতে চাইলে জন্য গ্রাহককে রিচার্জ করাতে হবে 2,599 টাকার।

এই প্যাকটি ছাড়াও  Reliance Jio-র বার্ষিক  আরও কয়েকটি প্ল্যান আছে   যেখানে 365 দিনের প্রি-পেইড প্ল্যানে প্রত্যেকদিন 2GB করে ডেটা পাওয়া যাবে৷ যেখানে বার্ষিক মোট 730GB ইন্টারনেট ব্যবহার করা যাবে।যেই প্যাকটির মূল্য 2,399 টাকা৷

এছাড়াও  2,121 টাকার একটি প্যাক আছে, এই রিচার্জ প্যাকে 336 দিনের জন্য মোট 504GB ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এছাড়াও jio র দীর্ঘ সময়ের আরও একটি প্ল্যান আছে,যেখানে 350 GB হাই স্পিড ডেটা ছাড়াও আনলিমিটেড কলিং, এসএমএস সহ আরও অনেক সুবিধা আছে, ৩৬০ দিনের বৈধতা যুক্ত এই প্যাকটির মূল্য 4,999 টাকা।

আরো পড়ুন: দেওয়ালির আগেই গ্রাহকদের সুখবর দিল BSNL, আনছে বিপুল সুবিধাযুক্ত  তিনটি নতুন পোস্টপেইড প্ল্যান, অফার সীমিত সময়ের জন্য 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *