টি আরপি কেলেঙ্কারিতে গ্রেফতার রিপাবলিক টিভির সিইও!

টি আরপি কেলেঙ্কারিতে গ্রেফতার রিপাবলিক টিভির সিইও!

রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানিকে। টিআরপি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।

টি আরপি কেলেঙ্কারিতে গ্রেফতার রিপাবলিক টিভির সিইও! রবিবার সকালে বিকাশ খানচন্দানিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়, আজই তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। অভিযোগ ওঠে কৃত্রিম ভাবে রেটিং বাড়াতো রিপাবলিক টিভি সহ আরও বেশ কিছু চ্যানেল।

টি আরপি কেলেঙ্কারিতে গ্রেফতার রিপাবলিক টিভির সিইও! বেশ কিছু টিভি চ্যানেল বাড়িয়ে দেখায় টি আরপি, অক্টোবর মাসে এমন অভিযোগ ওঠার পর মুম্বাই পুলিশ মামলা দায়ের করে, সেই বেশ কিছু টিভি চ্যানেলের মধ্যে ছিল রিপাবলিক টিভিও, সেই টিআরপি কেলেঙ্কারিতেই রবিবার গ্রেফতার করা হল রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানিকে। রবিবার সকালে বিকাশ খানচন্দানিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়, আজই তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

পুলিশের তরফে জানানো হয়েছে টি আরপি কেলেঙ্কারিতে এই নিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে দুটি পিটিশন দাখিল হয়েছিল, যার মধ্যে একটিতে মহারাষ্ট্র পুলিশের এক সিনিয়র অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী। এবং আরেকটিতে আর্জি করা হয়েছে রিপাবলিক টিভির সব কর্মীর পুলিশি নিরাপত্তা। তবে এই দুটি আর্জিই খারিজ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।

আরো পড়ুন: বাবার বিতর্কিত মন্তব্যর বিরুদ্ধে জন্মদিনে যা বললেন যুবরাজ সিং…

কয়েকদিন আগেই রিপাবলিক টিভির সিওও প্রিয়া মুখোপাধ্যায় অন্তবর্তীকালীন জামিনের আবেদন কিছু শর্তে মঞ্জুর করেছিল আদালত। তাকে সপ্তাহে একদিন থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

মুম্বই পুলিশের তরফে টেলিভিশন রেটিং পয়েন্ট এ কেলেঙ্কারির জন্য রিপাবলিক টিভির বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল।সম্প্রতি রিপাবলিক টিভি চ্যানেলের তরফে দাবি করা হয়েছিল টিআরপি রেটিং এ তারাই প্রথমে আছে। তবে এর পর অভিযোগ ওঠে কারচুপি করে প্রথম স্থানে আছে রিপাবলিক টিভি চ্যানেল। কৃত্রিম ভাবে রেটিং বাড়াতো রিপাবলিক টিভি সহ আরও বেশ কিছু চ্যানেল। রিপাবলিক টিভি চালিয়ে রাখতে বলা হত, অভিযোগ ওঠে এমনও। যার জেরে মুম্বই পুলিশ ১৪০ জনের স্বাক্ষ্য নেয়।

মুম্বই পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছিল ম্যানেজমেন্টের শীর্ষস্থানীয় কর্তারা যত সিনিয়রই হোক, তদন্তের হাত থেকে তারা বাঁচতে পারবে না।

আরো পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জিনস, টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *