Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
উৎসবের মরশুমে স্যামসাং এর হাত ধরে নিজেকে উপহার দিন, পান প্রচুর ডিসকাউন্ট, স্যামসাং নিয়ে এসেছে RewardYourself ,কঠিন সময়ে নিজেকে পুরস্কৃত করুন, নিজেকে ভালো রাখলে অবশ্যই আশেপাশের মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখতে পারবেন।
উৎসবের মরশুমে স্যামসাং এর দুর্দান্ত ভাবনা # RewardYourself প্রতি বছরের মতো এবছরটা নয়, চলতি বছর সকলেরই কেটেছে ভয়, আশঙ্কায়, পরিবর্তন হয়েছে মানুষের জীবনযাত্রার, শুধু বাড়ি থেকে অনলাইনে কাজ করাই নয় পাশাপাশি করতে হয়েছে বাড়ির কাজও৷ নিজেদের কথা না ভেবে সকলের কথা ভাবতে হয়েছে৷ তাই ব্যতিক্রমী এই বছরে নিজেদের কথা ভাবতে নিজেদের খুশি রাখতে এই প্রয়াসের কথা ভেবে উদ্যোগ নিয়েছে স্যামসাং।
উৎসবের মরশুমে প্রতি বছর আমরা সকল প্রিয়জনদের উপহার দিয়ে থাকি তবে এবার যাতে নিজেদের দিকে তাকাই তাই স্যামসাং নিয়ে এসেছে Reward yourselves করোনার জন্য আমাদের জীবনধারণ প্রনালী একেবারেই পালটে গেছে৷ পড়াশুনা, শপিং এবং একে,অনলাইন কাজ, বিল পেমেন্ট, বন্ধুদের সাথে কথা বলা এসবের জন্য অনেক বেশি প্রয়োজন হচ্ছে ফোনের।
করোনাকালীন পরিবেশে আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য আমরা নিজেদের দিকে তাকাতে ভুলে যাচ্ছি। তাই এবছর কঠিন সময়ে নিজেকে ভালো রাখা, নিজেকে পুরস্কৃত করা জরুরি, সময় উৎসবের মরশুমে মেতেছে, Samsung নিয়ে এসেছে দুর্দান্ত অফার, যেখানে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে স্যামসাং গ্যালাক্সি রেঞ্জ এর সেরা টেকনলজি ও প্রোডাক্ট কিনলে মিলবে ১০% ছাড়।
Samsung Galaxy রেঞ্জ এর #RewardYourself প্রচারের যুক্ত হন আপনিও এবং এই তালিকায় থাকা প্রোডাক্ট আপনি নিজেকে Reward হিসেবে দিতেই পারেন যেখানে Samsung 10% Cashback ছাড়াও Samsung Care+ -এ 50% ছাড় দিচ্ছে।Samsung এর Samsung Care+ প্রোডাক্টের অন্তর্ভুক্ত আছে Galaxy Note20 Series, Galaxy S20 Series, Galaxy A Series, Galaxy M Series, Galaxy Tablets, Galaxy Watch, Galaxy Buds ছাড়াও আরও অনেক প্রোডাক্ট।
শুধু তাই নয় এসব প্রোডাক্টের উপর মিলবে 1 বছরের Accidental এবং Liquid Damage কভার, তাই নিজের কাজের জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে আপনি যদি Samsung Galaxy রেঞ্জ এর প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই বেছে নিন উৎসবের মরশুম এবং নিজেকে উপহার দিয়ে খুশি রাখুন।