২০২০ র ‘yahoo’ সমীক্ষায় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে প্রথম স্থানে রিয়া চক্রবর্তী

 ২০২০ র ‘yahoo’ সমীক্ষায় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে প্রথম স্থানে রিয়া চক্রবর্তী

চলতি বছর সবচেয়ে বেশি আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত মৃত্যু মামলা থেকে মাদক যোগ একাধিকবার আলোচনায় এসেছে রিয়া চক্রবর নাম।

২০২০ র ‘yahoo’ সমীক্ষায় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে প্রথম স্থানে রিয়া চক্রবর্তী। সম্প্রতি সার্চ ইঞ্জিন ইয়াহুতে চলতি বছরে সবচেয়ে বেশি সার্চ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে মহিলাদের মধ্যে প্রথম স্থানে আছেন রিয়া চক্রবর্তী। চলতি বছর রিয়া চক্রবর্তীর নাম একটি কারণেই ভীষণ ভাবে উঠে এসেছে, সেটি হল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেই মূলত উঠে আসে রিয়া চক্রবর্তীর নাম।

অবশ্য এর আগে সুশান্তের সাথে ইউরোপ ট্যুরের ছবিও ব্যপক ভাবে সাড়া ফেলেছিল নেট জগতে, বঙ্গ তনয়ার সাথে সুশান্তের প্রেম নিয়ে শোরগোল পড়ে গেছিল। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর পরে অনেকেই দায়ি করেন রিয়া চক্রবর্তীকে। কিন্তু কে এই রিয়া চক্রবর্তী, বলিউডে কোন কোন সিনেমা করেছেন তিনি, মহেশ ভাটের সঙ্গে কেন তার নাম জড়িয়েছিল দেখে নিন।

রিয়া চক্রবর্তীর জন্ম

রিয়া চক্রবর্তী ভারতীয় অভিনেত্রী এবং ভিজে, তিনি ১ জুলাই ১৯৯২ সালে ব্যাঙ্গালোরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

আরো পড়ুন: ব্রেকিং নিউজ, শীঘ্রই বিয়ে করতে চলেছেন টলি তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা! 

রিয়া চক্রবর্তীর পরিবার

তাঁর বাবা ছিলেন ইন্ডিয়ান আর্মি অফিসার। ছোট বেলায় আমবালার আর্মি পাবলিক স্কুলে পড়াশোনা করেন তিনি। তাঁর এক ভাই আছে, যার নাম শৌভিক চক্রবর্তী।

 রিয়া চক্রবর্তীর কেরিয়ার

রিয়া তাঁর টেলিভিশন কেরিয়ার শুরু করেন ২০০৯ সালে এমটিভি ইন্ডিয়ার ‘টিভিএস স্কুটি টিন ডিভা’র মাধ্যমে।এরপর এমটিভি র একটি শো য়ে তিনি ভিজের ভূমিকায় অংশ নেয়, এবং তার পর এমটিভির বেশ কয়েকটি শো হোস্ট করেন তিনি।
২০১২ সালে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় রিয়া চক্রবর্তীকে। তেলেগু ছবি ‘টুনেগা টুনেগা’ তে প্রথমবার দেখা যায় রিয়া চক্রবর্তীকে, এরপর ২০১৩ সালে বলিউডে তাঁর প্রথম ছবি ‘মেরি ড্যড কি মারুতি’ যেখানে জ্যাসলিনের ভূমিকায় দেখা যায় তাকে। এরপর ২০১৪ সালে ‘সোনালি কেবিল’ ছবিতে অভিনয় করেন রিয়া। ২০১৭ তে বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। ২০১৮ সালে ‘জেলেবি’ ছবির মধ্যে দিয়ে কিছুটা পরিচিতি পান তিনি।

রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত জীবন

২০১৯ এর এপ্রিলে জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে একটি পার্টিতে আলাপ হয় রিয়া চক্রবর্তীর। ডিসেম্বর ২০১৯ এ জোর চর্চা শুরু হয় সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তীর প্রেমের।

রিয়া চক্রবর্তীর বিতর্ক

২০২০ র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত ভাবে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ৷ এর সাথেই উঠে আসে রিয়া চক্রবর্তীর নাম, সুশান্তের পরিবারের তরফে রিয়ার বিরুদ্ধে এফঅাইঅার দায়ের করা হয়। সিবিঅাই তদন্তে নেমে বলিউডে মাদক মামলায় গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। ২৮ দিন জেল খাটার পর রিয়া জামিন পান। এই সময় একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন রিয়া চক্রবর্তী, তার সাথে মহেশ ভাটের কিছু পুরনো ছবি ভাইরাল হয়। রিয়া চক্রবর্তী চরিত্র নিয়েও অনেক প্রশ্ন ওঠে।

রিয়া চক্রবর্তীর সিনেমার তালিকা

টুনেগা টুনেগা (২০১২)
মেরি ড্যড কি মারুতি (২০১৩)
সোনালি কেবিল (২০১৪)
ব্যঙ্ক চোর (২০১৭)
হাফ গার্লফ্রেন্ড (২০১৭)
জেলেবি (২০১৮)

আরো পড়ুন: বিগ বসের ঘর থেকে সপ্তাহের মাঝেই চলে গেলেন অভিনেতা আলি গোনি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *