জনপ্রিয় অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথে একসময় সম্পর্ক ছিল রিয়া চক্রবর্তীর, জানতেন?

 জনপ্রিয় অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথে একসময় সম্পর্ক ছিল রিয়া চক্রবর্তীর, জানতেন?

‘আশিকি ২’ থেকে জনপ্রিয়তা লাভ করলেও তার আগেও বেশ কিছু সিনেমা করেছিলেন তিনি। শ্রদ্ধা কাপুরের আগে রিয়া চক্রবর্তীকে ডেট করেছিলেন তিনি। আদিত্য রায় কাপুর এক ভারতীয় অভিনেতা, ১৬ নভেম্বর ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন তিনি।

আদিত্য রায় কাপুর বয়স

২০২০ তে অভিনেতার বয়স ৩৫ বছর ২০০৯ সালে ‘লন্ডন ড্রিমস’ ছবির মধ্য দিয়ে সিনেমা জগতে প্রথম পা রাখেন আদিত্য। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি ২’ ছবি তাকে সাফল্য এনে দেয়। সকলের কাছে পরিচিতি পায় আদিত্য রায় কাপুর। আদিত্যর দাদা সিদ্ধার্থ রায় কাপুর একজন ফিল্ম প্রোডিউসার, যার স্ত্রী বিদ্যা বালন। তাঁর আরেক দাদার নাম কুনাল রায় কাপুর।

আদিত্য রায় কাপুর প্রাথমিক জীবন

আদিত্য রায় কাপুর মুম্বইতে জন্মান ১৯৮৫ সালে, তার বাবার নাম কুমদ রায় কাপুর। আদিত্যর পিতামহ রাঘুপত রায় কাপুর একজন প্রোডিউসার ছিলেন ১৯৪০ এর দশকে।

আরো পড়ুন: বিলাসবহুল রেস্তোরাঁর মালিক হলেন শিল্পা শেট্টি, রেস্তোরাঁর প্রথম অতিথি রীতেশ, জেনেলিয়া

আদিত্য রায় কাপুর পড়াশোনা

মুম্বইয়ের জি ডি মেমোরিয়াল স্কুল থেকে পড়াশোনা করেন আদিত্য, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র‍্যাজুয়েশন পাশ করেন।

আদিত্য রায় কাপুর কেরিয়ার

আদিত্য রায় কাপুর তাঁর কেরিয়ার শুরু করেন চ্যানেল ভি এর ‘পাকাও’ শো এর মাধ্যমে। সিনেমায় প্রথম তাকে দেখা যায় প্রথম ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লন্ডন ড্রিমস’ ছবিতে। এরপর ২০১০ সালে ‘অ্যাকশন রিপ্লে’ ছবিতে দেখা যায় তাকে। ২০১৩ সালে প্রথম ‘আশিকি ২’ ছবিতে হিরোর ভূমিকায় অভিনয় করেন আদিত্য রায় কাপুর, এই ছবিতে তাঁর বীপরিতে ছিল শ্রদ্ধা কাপুর। এরপর ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’, ‘দাওয়াতে ইশক’, ‘ফিতুর’, ‘ডিয়ার জিন্দেগী’ ছবিতে দেখা যায় তাকে। ২০১৭ সালে দ্বিতীয় বার শ্রদ্ধা কাপুরের সাথে ‘ওকে জানু’ ছবিতে দেখা যায় আদিত্য রায় কাপুরকে। ২০১৯ সালে ‘কালাঙ্ক’ ছবিতে আলিয়া ভাট এবং সোনাক্ষ্মী সিনহার সাথে অভিনয় করেন তিনি। ২০২০ সালে ‘সড়ক ২’, ‘লুডো’ তে অভিনয় করেন আদিত্য যা মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।

আদিত্য রায় কাপুর সিনেমা

লন্ডন ড্রিমস (২০০৯)
অ্যাকশন রিপ্লে (২০০৯)
গুজারিশ (২০১০)
আশিকি ২ (২০১৩)
ইয়ে জাওয়ানি হে দিওয়ানি (২০১৩)
দাওয়াতে ইশক (২০১৪)
ফিতুর (২০১৬)
ডিয়ার জিন্দেগী (২০১৬)
ওকে জানু (২০১৭)
ওয়েলকাম টু নিউ ইয়র্ক ( ২০১৮)
কালাঙ্ক (২০১৯)
মালাঙ্গ (২০২০)
সড়ক ২(২০২০)
লুডো (২০২০)

আদিত্য রায় কাপুর সম্পর্ক

অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সাথে সম্পর্কে ছিলেন আদিত্য রায় কাপুর, তবে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর আগে রিয়া চক্রবর্তীর সাথেও আদিত্যের সম্পর্কের গুঞ্জন ওঠে, যদিও ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে বরবারই এড়িয়ে গেছেন আদিত্য।বর্তমানে আদিত্যের বান্ধবী বিখ্যাত মডেল ডিভা ধাওয়ানের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। চলতি বছরে তাদের গাঁটছড়া বাঁধার খবর পাওয়া গেছিল তবে করোনার জেরে তা হয়নি।

আরো পড়ুন: সিদ্ধার্থকে মন দিয়েছেন কিয়ারা, টিন্ডারের প্রয়োজন নেই সিদ্ধার্থের, ইঙ্গিতে যা বললেন কিয়ারা আডবানী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *