বিগ বসের ঘরে রুবিনা দিলেক এবং জ্যাসমিন ভাসিনের মজবুত বন্ধুত্ব ভাঙনের পথে!  

বিগ বসের ঘরে রুবিনা দিলেক এবং জ্যাসমিন ভাসিনের মজবুত বন্ধুত্ব ভাঙনের পথে!

বিগ বস ১৪ র শুরু থেকেই জ্যাসমিন ভাসিন এবং রুবিনা দিলেকের বন্ধুত্বের ভীষণ চর্চা ছিল ,আলি গোনির আসার পর থেকেই জ্যাসমিন ভাসিন এবং রুবিনা দিলেকের বন্ধুত্ব বিচ্ছেদের ইঙ্গিত আরও দৃঢ় হচ্ছে ।

বিগ বসের ঘরে রুবিনা দিলেন এবং জ্যাসমিন ভাসিনের বন্ধুত্ব ভাঙনের পথে।রুবিনা সবসময় জ্যাসমিনের পাশে থাকলেও আলি গোনি আসার পর থেকে জ্যাসমিনের  রুবিনার প্রতি আচরণ একেবারেই বদলে গেছ।

বিগ বসের ঘরে রুবিনা দিলেন এবং জ্যাসমিন ভাসিনের বন্ধুত্ব ভাঙনের পথে। ‘বিগ বস ১৪’ র ঘরে প্রতিদিন প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক বদলে যাচ্ছে, শত্রু থেকে বন্ধু হতে যেমন দেরি হচ্ছে না, তেমনই বন্ধু থেকে শত্রু হতেও দেরি হচ্ছে না। কয়েক সপ্তাহ আগেও বিগ বসের ঘরে জ্যাসমিন এবং রাহুল একে অপরকে একদমই পচ্ছন্দ করতো না, তবে এখন দুজনের মধ্যেই বন্ধুত্ব গাঢ় হচ্ছে। অপরদিকে ‘বিগ বস ১৪ র’ ঘরে আসার পর থেকেই রুবিনা দিলেক এবং জ্যাসমিন ভাসিনের বন্ধুত্ব অনেক গাঢ় ছিল, মনে হয়েছিল যেন এই বন্ধুত্ব একদম শো’য়ের শেষ পর্যন্ত দেখা যাবে, কিন্তু আলি গোনির আসার পর থেকে রুবিনার প্রতি জ্যাসমিনের ধারণা পালটে যাচ্ছে। যার পেছন কিছুটা হলেও আলি গোনির প্রভাব আছে।

আরো পড়ুন: পাঞ্জাবের প্রেমে পড়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিও 

বেশ কয়েকদিন ধরেই বিগ বসের ঘরে জ্যাসমিন রুবিনার বিপক্ষে কথা বলছে। কখনও সুপিওরিটি কমপ্লেক্স নিয়ে তো কখনও কাজের সময় রুবিনা খুব বেশি চিকচিক করে এই অভিযোগ তুলতে দেখা গেছে জ্যাসমিন ভাসিনকে।

১৬ অক্টোবরের এপিসোডে দেখা যাবে আলি গোনিকে বিগ বস ছয়জন সদস্যের নাম নিতে বলবে যারা এই সপ্তাহে নমিনেট হবে, আলি গোনি সেখানে জ্যাসমিনের ভালো বন্ধু রুবিনা এবং অভিনব দুজনেরই নাম নেবে, তবে এরপর বিগ বস আলিকে বলবে এমন কারোর নাম নিতে যে নমিনেট সদস্যের মধ্যে কাউকে সেভ করে সেভ কাউকে নমিনেট করতে পারে, এভাবে টাস্কের শেষে গিয়ে দেখা যাবে এই সপ্তাহের ছয়জন নমিনেট সদস্য হল এজাজ খান, নিকি তাম্বোলি, কবিতা কৌশিক, জান কুমার শানু, রুবিনা দিলেক এবং জ্যাসমিন ভাসিন।

সূত্র অনুযায়ী আজকের এপিসোডে ক্যাপটেনসি টাস্কের জন্য রুবিনা এবং রাহুলের মধ্যে ভীষণ ঝগড়া হবে, টাস্ক চলাকালীন রুবিনাকে রেড হার্ট এবং রাহুলকে ব্ল্যাক হার্ট দেওয়া একটি টাস্ক করতে দেখা যাবে, টাস্ক চলাকালীন জ্যাসমিন আবারও রুবিনার পাশে না থেকে রাহুলকে সাহায্য করবে এবং রুবিনা রেগে যাবে। এরপর ক্যাপ্টেনসি টাস্কে রুবিনা জিতে গেলে রুবিনা জেলে পাঠানোর জন্য জ্যাসমিনকে বেছে নেবে।

আরো পড়ুন: মাঠে বাবাকে চাষে সাহায্য করছে ছোট্ট তৈমুর, ভাইরাল ছবি মন কেড়েছে নেটিজেনদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *