সাক্সি ধোনি ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

সাক্সি ধোনি ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।

চেন্নাই সুপার কিংর (সিএসকে) অধিনায়ক চেন্নাইয়ের তার প্রশিক্ষণ শিবির থেকে পরিবারে ফিরে এসেছিলেন।পরবর্তী ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিক অফ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় করোনা ভাইরাস মহামারীর জন্য।

 

View this post on Instagram

 

Times when you crave attention from #mrsweetie ! Video games vs Wife ( Disclamer : close friends of ours will understand this pik )

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

যেহেতু করোনা ভাইরাস মহামারীতে সমস্ত ধরনের খেলাই আপাতত বন্ধ আছে, এবং খেলোয়াড়রা সোশ্যাল ডিসটেন্স পালন করে  নিজেদেরকে সেল্ফ আইসোলেশন এ রেখে প্র্যাকটিস করছে । বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং প্রত্যেক দেশের সরকার সবাইকে নিজেদের ঘরে  থাকতে অনুরোধ করছেন । 

এই মহামারী দ্রুত বৃদ্ধি পুরো বিশ্বে একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। ২১ দিনের লকডাউন যেটা প্রথম ঘোষণা করা হয়েছিল সেটা এপ্রিল ১৪ তারিখের মধ্যে আবার বেড়ে যায়  মে মাসের ৩ তারিখ পর্যন্ত ।যেহেতু করোনা ভাইরাসের মহামারীতে  আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১০০০০ হাজার ছাড়িয়ে যায় তখন আরো বাড়ানো হয়  । 

করোনা ভাইরাস  এর  মহামারী জন্য ভারতের  ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল এর ২০২০ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আপৎকালীন স্থগিত করার পর চেন্নাই সুপার কিং  অধিনায়ক  উনার  চেন্নাইয়ের  ট্রেনিং ক্যাম্প থেকে রাচি বাড়িতে ফিরে এলেন

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মহামারি’র সময় উনার স্ত্রী সাক্সি এবং মেয়ে  জিভা এর সাথে  রাঁচির বাড়িতে  একসঙ্গে সময় কাটাচ্ছেন

 

View this post on Instagram

 

❤️

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাক্সি ধোনি ইনস্টাগ্রাম পোস্ট করে দেখালেন যে অতি প্রিয় দম্পতি  এই লগ্নের সময় কি করে সময় কাটাচ্ছেন।সাক্সি ছবিতে  ক্যাপশনে ধোনি কে “ মিস্টার  সুইটি”  বলে সম্বোধন করলেন

ছবিটিতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনি শুয়ে আছে এবং তার পা গুলো সাক্সি উনার কোলে নিয়ে পায়ের আঙ্গুল গুলো কে খেয়ে ফেলার চেষ্টা করছেন  এমন একটা পোজ দিলেন ধোনি নজর কাড়ার জন্য ।সাক্সি ধোনি ইনস্টাগ্রাম পোস্ট টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।

সাক্সি ধোনি ইনস্টাগ্রাম পোস্ট টি  তে  লিখলেন “এমন সময় ছিল যখন তুমি # মিসেস সুইটি” এর অ্যাটেনশন  পাবার  জন্য পাগল  ছিলে”  তিনি তার ক্যাপশন  লিখলেন

মহেন্দ্র সিং ধোনি ২০১০ সালে সাক্সি  এর সাথে  বিয়ে করেন ।

মহেন্দ্র সিং ধোনির ফ্যানরা সাক্সি ধোনি ইনস্টাগ্রাম পোস্ট এ পোস্ট করে  ওদের প্রিয় “থালার“ রিএকশন  জানতে চায়  যেহেতু মহেন্দ্র সিং ধোনি  সোশ্যাল মিডিয়াতে খুব কম  একটিভ থাকেন

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচটি আইপিএল-এর সবচেয়ে সফল দলগুলির মধ্যে- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং সিএসকে – ২৯ শে মার্চ মুম্বাইয়ের আইকনিক ওয়াঙ্কহেদে স্টেডিয়ামে খেলার কথা ছিল।

আরো পড়ুন , অর্জুন রামপাল  গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ইনস্টাগ্রাম পোস্ট

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *