Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
জনপ্রিয় ছবি ‘আরাধনা’ য় প্রথমে অভিনয়ের জন্য অপর্না সেন কে বলা হয়েছিল। অপর্না সেন ‘আরাধনা’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে শর্মিলা ঠাকুর অভিনয় করেন।
অপর্ণা সেনের ফেরানো চরিত্রে শর্মিলা ঠাকুর জিতে নিয়েছিলেন দর্শকের মন,বলিউডে নিজের পথ তৈরি করে ফেলেছিলেন।
‘অরণ্যের দিবারাত্রি’ ছবিতে দুই নায়িকাকে একসাথে দেখা গেছিল।
অপর্ণা সেনের ফেরানো চরিত্রে শর্মিলা ঠাকুর জিতে নিয়েছিলেন দর্শকের মন।বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আরাধনা’ মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে। শক্তি সামন্ত পরিচালনায় এই ছবিতে বলিউড খুঁজে পেয়েছিল জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। শর্মিলা ঠাকুরকে প্রথম দেখা যায় বাংলা সিনেমা ‘অপুর সংসার’এ। তবে ‘আরাধনা’র পর আর তেমনভাবে বাংলা চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। বরং ‘আরাধনা’ তে তাঁর দুর্দান্ত অভিনয় এর জন্য তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
একের পর এক সুপারহিট সিনেমায় দেখা গেছে তাকে। ‘আরাধনা’য় তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। এরপর ১৯৬৪ তে মুক্তি পায় ‘ কাশ্মীর কি কলি’ তার পর ‘ এন ইভিনিং ইন প্যারিস’ ছবিতে শর্মিলার সাহসী চরিত্র নজর কাড়ে সকলের।এই ছবিটি ভীষণ জনপ্রিয় হয়েছিল যেই কারণে এই হিন্দি ছবিটির বাংলা ডাবিং হয়। শুধু বাংলাই নয় তামিল ও তেলেগু ভাষাতেও এই সিনেমাটি রিলিজ করে। বলিউডে সেট হয়ে যায় শর্মিলা ঠাকুরের কেরিয়ার।
শোনা যায় বলিউডে তার প্রথম ছবি ‘আরাধনা’ র জন্য প্রথমে অপর্ণা সেনকে বলা হয়েছিল, তবে বাজেটের সমস্যার কারণে এই ছবিতে কাজ করতে না করে দেন তিনি। তারপর এই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় শর্মিলার ঠাকুরকে। শর্মিলা ঠাকুরের কেরিয়ার তখন মধ্যগগনে, এই ছবিতে অভিনয়ের প্রস্তাব আসলে সাথে সাথে রাজি হয়ে যান তিনি। এরপরেও শক্তি সামন্তের বেশ কিছু ছবিতে দেখা যায় শর্মিলা ঠাকুরকে। সেই সময় অপর্ণা সেনের হাত থেকে অনেক ভালো ছবির অফার চলে যায় শর্মিলা ঠাকুরের কাছে। ১৯৭০ সালে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে পর্দায় একসাথে দেখা যায় দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং অপর্ণা সেনকে। যদিও এরপর একের পর এক হিন্দি ছবিতে দাপটে সঙ্গে নিজের অভিনয়ের জাদু চালিয়ে বলিউডেই স্থায়ী হয়ে যান শর্মিলা ঠাকুর এবং অপর্ণা সেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবি করতে থাকলেন। তবে দীর্ঘ বছর পর ২০০৯ সালে ‘অন্তহীন’ ছবির মাধ্যমে আবার এই দুই অভিনেত্রীকে একসাথে দেখা যায়।
বিয়ের পর নাম পরিবর্তন করে আয়েশা বেগম নাম নিলেও জন্মসূত্রে শর্মিলা ঠাকুর কলকাতার মেয়ে।
আরো পড়ুন: কৃতিকেই বিয়ে করছেন পুলকিত, তবে আপাতত মন কেরিয়ারে!