গত বছর নভেম্বরে ‘বব বিশ্বাস’ ছবির কথা ঘোষণা করেছিলেন শাহরুখ খান। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অভিষেক বচ্চন। বব বিশ্বাসের ভূমিকায় অভিষেক বচ্চনকে দেখা চেনা মুশকিল।
কলকাতায় শুরু হয়েছে ‘বব বিশ্বাস’ ছবির শুটিং। মুখ্য ভূমিকায় আছেন অভিষেক বচ্চন ও চিত্রাঙ্গদা সিং। নতুন চেহারায় বব বিশ্বাসের ভূমিকায় অভিষেক বচ্চনকে চেনা মুশকিল!
‘বব বিশ্বাস’ ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়, অভিষেক বচ্চনের নতুন চেহারা দেখে চমকে যাবেন আপনিও।
বব বিশ্বাস এসেছেন কলকাতায়, তবে তাকে দেখে চেনার উপায় নেই, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’র বব বিশ্বাসকে নিশ্চই মনে আছে?
বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন
সিরিয়াল কিলার বব বিশ্বাস আবার ফিরে এসেছেন, যার মূল চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ছবিটির শুটিং শুরু হয়ে গেছে কলকাতায়, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বব বিশ্বাসের চরিত্রে অভিষেক বচ্চনকে দেখে চেনাই যাচ্ছে না। এই চরিত্রে সকলকে চমকে দিয়েছেন অভিষেক বচ্চন, তার নতুন লুক দেখে কেউ বিশ্বাসই করতে পারছেন না যে বব বিশ্বাস অভিষেক বচ্চন। নীল রঙের সার্ট, তেল তেলে চুল পেতে আঁচড়ানো, চশমায় একেবারে অন্যরকম লাগছে অভিষেককে।
বাঙালি চরিত্র বব বিশ্বাসের “নমস্কার, এক মিনিট’ ডায়লগটি বেশ জনপ্রিয় হয়েছিল কাহানি সিনেমায়। বব বিশ্বাসের চরিত্রে কাহানি সিনেমায় দেখা গেছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। সিরিয়াল কিলার মানেই আমাদের চোখের সামনে ভাসে ওঠে আক্রমণাত্মক কোনো চরিত্র, তবে সাধাসিধে ভদ্র চরিত্রে সিরিকাল কিলার ভাব দেখা গেছিল বব বিশ্বাসের চরিত্রে। সেই চরিত্রটিকেই এবার বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক দিব্যা অন্নপূর্ণা ঘোষ। ছবিটির প্রযোজনায় আছেন গৌরী খান, সুজয় ঘোষ, গৌরব ভার্মা। শাহরুখ খান রেড চিলিজের ব্যানারে ২০১৯ সালের ২৫ নভেম্বর ছবিটির ঘোষণা করেছিলেন। তখন অনেকেই ভেবেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় এই চরিত্রে অভিনয় করবেন। কিন্তু না এই ছবিতে বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
বব বিশ্বাসের শুটিং চলছে কলকাতায়
অভিষেকের লুক দেখার পর এই ছবিটি নিয়ে দর্শক মন কৌতুহল আরও বেড়ে গেছে। এই ছবিতে অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিং মুখ্য চরিত্রে থাকছেন এছাড়াও অমর উপাধ্যায়, টিনা দেশাই, পূরব কোহলি, দীতিপ্রীয়া রায় থাকবে। এই ছবিতে বিদ্যা বালন ক্যামিও করতে পারবেন বলে জানা গেছে। অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিং ইতিমধ্যেই কলকাতায় এসে শুটিং শুরু করে দিয়েছেন। কলকাতায় ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শুটিং।
চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হলেও করোনার জেরে বন্ধ হয়ে যায় শুটিং। তারপর জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘লুডো‘
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি প্রাপ্ত ‘লুডো’ ছবিতে অভিষেক বচ্চনের ‘বিট্টু’ চরিত্রটি বেশ প্রশংসা পেয়েছে।
আরো পড়ুন: আন্তর্জাতিক এমির মঞ্চে পুরস্কৃত হল ‘দিল্লি ক্রাইম’
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More