সলমন খানের নতুন ছবি ‘অন্তিম’ এ সলমনের বোন অর্পিতার স্বামীর সাথে স্ক্রিন শেয়ার করবেন সলমন খান।
সলমন খানের নতুন ছবি ‘অন্তিম’ এর শুটিং শুরু হবে খুব শীঘ্রই । লকডাউনের দীর্ঘ বিরতির পর ‘রাধে’ শুটিং শেষ হওয়ার পর এবার ভাইজান সলমন খানকে দেখা যাবে ‘অন্তিম’ ছবির শুটিং এ। দীর্ঘ প্রতীক্ষিত ‘ রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ কাজ শেষ হয়ে গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে পরিচালক মহেশ মঞ্জরেকর ‘অন্তিম’ ছবির শুটিং শুরু করবেন সলমন খান, সূত্র অনুযায়ী জানা গেছে এমনটাই। এই ছবিতে সলমনের সাথে দেখা যাবে তাঁর বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাকে। বলিউডে আয়ুষ শর্মার পদার্পন ভাইজানের হাত ধরেই। তাঁর প্রথম ছবি ‘লাভরাত্রি’ যেখানে আয়ুষ শর্মার সাথে দেখা গেছিল অভিনেত্রী ওয়ারিনা হুসেনকে।
মারাঠি ছবি ‘মুলশী প্যাটার্ন’এর হিন্দি রিমেক ‘অন্তিম’ গ্যাংস্টার ড্রামা মূলক ছবি, যেখানে সলমন খানকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায় অন্যদিকে আয়ুশ শর্মাকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে।
আরো পড়ুন,নেহা কাক্কর রোহানপ্রীত সিংয়ের বিবাহ অনুষ্ঠান থেকে ‘গ্রেটেস্ট ক্লিক’ দেখুন
শোনা গেছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। এই ছবির জন্য গ্রামের সেট গড়ে উঠেছে মুম্বইয়েরই এক স্টুডিওতে, সেখানে ছবির অনেক অ্যাকশন দৃশ্য শুট করা হবে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছত ফেব্রুয়ারিতে ‘অন্তিম’-এর কাজ সম্পূর্ণ করতে চায় নির্মাতারা।
লকডাউনে বেশ অনেকটা সময় সময় নিজের পানভেলে ফার্মহাউসে অতিবাহিত করেছেন অভিনেতা সলমান খান ।
খুব শীঘ্রই সলমন খানকে দেখা যাবে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে, এই ছবির কাজ শেষ,এবার মুক্তির অপেক্ষা। এই ছবিতে সলমন খান এর বিপরীতে প্রধান চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। এছাড়াও রনদীপ হুদা এবং জ্যাকি শ্রফ কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
এছাড়াও সামনেই আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে সলমন খানকে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ তে তাকে দেখা যাবে পূজা হেগড়ে র সাথে এবং ‘কিক টু’ তে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ এর সাথে।
বর্তমানে কালার্স টিভির জনপ্রিয় শো বিগ বস সিজন ১৪’র সঞ্চানলায় দেখা যাচ্ছে সলমন খান, যেখানে প্রত্যেক শনিবার ও রবিবার ‘উইকেন্ড কা ওয়ার’ এ এসে ভাইজান প্রত্যেক প্রতিযোগীর ভুল গুলো ধরিয়ে দেন।
আরো পড়ুন,বিগ বস ‘উইকেন্ড কা ওয়ার’ এ ‘নেপোটিজম ‘ বিতর্কে কি বললেন সলমন খান,দেখে নিন
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More